তারার হাট বগালেক- কেওক্রাডং রিল্যাক্স ট্যুরে টিম ~ The Tour Bees(৪)

Thu, 22 Jan, 2026 at 09:45 pm UTC+06:00

কেওক্রাডং পর্বতশৃঙ্গ | Dhaka

\u09a4\u09be\u09b0\u09be\u09b0 \u09b9\u09be\u099f \u09ac\u0997\u09be\u09b2\u09c7\u0995- \u0995\u09c7\u0993\u0995\u09cd\u09b0\u09be\u09a1\u0982 \u09b0\u09bf\u09b2\u09cd\u09af\u09be\u0995\u09cd\u09b8 \u099f\u09cd\u09af\u09c1\u09b0\u09c7 \u099f\u09bf\u09ae ~ The Tour Bees(\u09ea)\n\n
Advertisement
এটি The Tour Bees এর অফিশিয়াল ট্রিপ। এই ট্রিপে ছেলে/মেয়ে বা পরিবার নিয়ে যে কেউই যেতে পারবেন।
পেইজ লিংক: https://www.facebook.com/tourbeesbd/
গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/420073488896414/?ref=share
বিস্তারিত পড়ে ভালো লাগলে Going বাটনে ক্লিক করুন। শিউর না হলে Interested বাটনে ক্লিক করলেই এই ট্যুরে এর সকল আপডেট পেয়ে যাবেন। 🫰
কেওক্রাডং এবং বগালেক বাংলাদেশের বান্দরবান জেলায় অবস্থিত দুটি জনপ্রিয় ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি পর্যটন কেন্দ্র;যা রুমা উপজেলায় অবস্থিত। কেওক্রাডং একটি পর্বতশৃঙ্গ, যা একসময় বাংলাদেশের সর্বোচ্চ চূড়া হিসেবে পরিচিত ছিল। বর্তমানে এটি বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ (উচ্চতা প্রায় ৩,১৭২ ফুট বা ৯৬৭ মিটার)। বগালেক বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার স্বাদু পানির হ্রদগুলোর মধ্যে একটি, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,২৪৬ ফুট (৩৮০ মিটার) উঁচুতে অবস্থিত।

▪️ ভ্রমণের ধরনঃ- রিলাক্স
==========================================
▪️ ট্রিপের সময়সূচী:-
** যাত্রা শুরুঃ ২২ জানুয়ারি রাত ৯.৪৫ ঢাকা থেকে
** যাত্রার শেষঃ ২৬ জানুয়ারি সকাল ৬টায় ইনশাআল্লাহ ঢাকা থাকবো।

▪️ জন প্রতি খরচ: ৮,৮৫০/- টাকা ঢাকা থেকে,
▪️ ট্রিপ সাইজঃ ১৩ জন ।
==========================================
▪️ভ্রমণের স্থান সমূহঃ-
বগালেক, কেওক্রাডং, দার্জিলিং পাড়া, মুনলাই পাড়া, রুমা বাজার।
==========================================
▪️ কনফার্ম করার শেষ সময়:
সিট ফুল হওয়া পর্যন্ত সময় থাকবে। সিট ফুল হয়ে গেলে ইভেন্টটি ক্লোজ করা হবে।
▪️ মৌখিক কনফার্মেশন গ্রহন্যযোগ্য নয় । কনফার্ম করার জন্য উক্ত তারিখের মধ্যে ৪,৫৯০ টাকা পাঠাতে (বিকাশ খরচসহ) হবে (বুকিং মানি অফেরতযোগ্য)। অথবা সরাসরি আমাদের সাথে সাথে দেখা করে ৪,৫০০ টাকা জমা দিয়ে বুকিং কনফার্ম করতে পারবেন।
★ ★ ★ কনফার্মেশন অনুযায়ী সিট বন্টন করা হবে। ★ ★ ★
▪️ টাকা পাঠানোর উপায়ঃ
বিকাশ : 01625320232 ( পার্সোনাল )
নগদ : 01625320232 ( পার্সোনাল )

* টাকা পাঠানোর পর উপরে দেয়া নাম্বারে কল দিয়ে অবশ্যই কনফার্মেশন করে নিবেন।
★★★⚠️ বাধ্যতামূলক :
জাতীয় পরিচয় পত্র/ জন্মসনদ/ পাসপোর্টের ফটোকপি অবশ্যই সাথে রাখতে হবে (৬ কপি), প্রতি কপির ফ্রন্ট সাইডে নিজের নাম, ফোন নাম্বার, অভিভাবকের নাম, ফোন নাম্বার লিখে নিতে হবে ★★★
==========================================
▪️ বিস্তারিত ট্যুর প্ল্যানঃ-
ডে - ০০
----------
আমরা রাত ০৯:৪৫ মিনিটে নন-এসি বাসে ঢাকা ( কলাবাগান / ফকিরাপুল / সায়েদাবাদ ) থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা করবো ইনশাআল্লাহ।
ডে -০১
---------
সকালে বান্দরবান নেমে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে রিজার্ভ চাঁদের গাড়ি করে চলে যাবো রুমা বাজার। রুমা বাজার থেকে গাইড ও আর্মি পারমিশন নিয়ে চলে যাবো বগালেক। পথে সুন্দর ভিউ যেখানে থাকবে সেখানে কিছু সময় কাটাবো।
বগালেক গিয়ে কটেজে চেক ইন করে বগালেকে গোসল করে দুপুরের খাবার খেয়ে নিবো। বিকেলের সময়টা আমরা বগালেক পাড়া ও বগালেকের আশেপাশে ঘুরে কাটাবো। সন্ধ্যার পরে বগালেকের পাড়ে আড্ডা দিয়ে রাতের খাবার খেয়ে নিবো। রাতে আমরা বগালেকেই থাকবো।
ডে -০২
---------
সকালের নাস্তা করে আমরা চলে যাবো আমাদের রিজার্ভ চাঁদের গাড়ি করে কেওক্রাডং। পথে বিভিন্ন ভিউ পয়েন্টে দাঁড়াবো ও দার্জিলিং পাড়া ঘুরবো। কেওক্রাডং গিয়ে গোসল করে দুপুরের খাবার খেয়ে নিবো। বিকেলে কেওক্রাডং ঘুরে বেড়াবো। রাতে আমরা কেওক্রাডং থাকবো।
ডে -০৩
---------
সকালে নাস্তা করে কেওক্রাডং-এ কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাবো বগালেক। বগালেকে গোসল করে আমরা সেখানে দুপুরের খাবার খেয়ে নিবো। তারপর চলে যাবো মুনলাই পাড়া। এই পাড়াতে আমরা বিকেলের সময়টা কাটাবো।
তারপর আমরা চলে যাবো বান্দরবান। রাতের খাবার খেয়ে বাসে উঠে যাবো।
ডে -০৪
---------
ইনশাআল্লাহ্‌ সকাল ৬টার মধ্যে আমরা ঢাকা থাকবো।
==========================================
▪️ যা যা থাকছে এর মধ্যেঃ-
√ ঢাকা-বান্দরবান্-ঢাকা নন এ/সি বাসের টিকেট
√ প্রতিদিন ৩ বেলা করে খাবার
√ রিজার্ভ চাঁদের গাড়ি
√ গাইড
√ কটেজ
√ রুমা বাজার এন্ট্রি ফি

বি দ্র - এই ট্রিপে কোন কাপল পলিসি নাই, ছেলে মেয়ে আলাদা রুমে থাকতে হবে কটেজে এবং এখন এখানে ঢালা বিছানা!
▪️ যা যা থাকবে নাঃ-
√ ব্যক্তিগত মেডিসিন
√ ব্যক্তিগত খরচ
√ প্যাকেজের বাইরে কোন খাবার খেলে বা অন্য কোন খরচ করলে।
√ বাসে হোটেল বিরতিতে কোন খাবার

==========================================
★★★ কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবে ★★★
১। প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে। যেখানে সেখানে ময়লা, শুকনো খাবারের প্যাকেট, প্লাস্টিক বোতল/জার, কলার খোসা ইত্যাদি ফেলা কঠোরভাবে নিষিদ্ধ। প্রতিটি জায়গা আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব।
২ - এই ট্রিপ টি রোমাঞ্চকর হবে।
৩ - নিজের ব্যাগ, পানির বোতল, খাবার সবকিছু নিজেদেরকেই বহণ করতে হবে।
৫। দূর্গম পাহাড়ি পথ, তাই যেকোন পরিস্থিতিতে গাইড এবং এডমিন প্যানেল কতৃক রূট বা প্লানের পরিবর্তন হতে পারে। যেকোনো ধরনের সমস্যা সবাই মিলে মোকাবেলা করার মানসিকতা থাকতে হবে। এডমিনের সিদ্ধান্ত মেনে চলতে হবে।

৬| ট্যুরের আগ মুহূর্তে, ট্যুরের সময় আমরা যেকোনো অনাকাঙ্খিত অবস্থার সম্মুখীন হতে পারি সেক্ষেত্রে টিম লিডারের সিদ্ধান্ত মেনে চলতে হবে।
==========================================
★ ব্যাগপ্যাক সামগ্রীঃ
১) হালকা ব্যাগপ্যাক (সাবান, স্যাম্পু, এন্টিসেপটিক ক্রিম, ভিজা কাপড় রাখার জন্য পলিথিন )
২) ২/৩ দিনের কাপড়
৩) লুঙ্গী, গামছা, সানগ্লাস, ক্যাপ
৪) ক্যামেরা ও পাওয়ার ব্যাংক
৫) হালকা শুকনো খাবার
৬) টর্চ ও লাইটার
৭) পানির বোতল
৮) টিস্যু, টুথপেস্ট, ব্রাশ
৯) ওডোমোস ক্রীম (মশার হাত থেকে বাচার জন্য জরুরী)
==========================================
☎️ বিস্তারিত জানতে/ বুকিং এর জন্য কল করুন
▪️ 01625320232
Advertisement

Event Venue & Nearby Stays

কেওক্রাডং পর্বতশৃঙ্গ, Ruma upazila, bandaeban hill Track,Dhaka, Bangladesh

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Discover more events by tags:

Travelling in DhakaTrips-adventures in Dhaka

Ask AI if this event suits you:

More Events in Dhaka

2nd TFP Creative Excellence Awards, 2025
Thu, 22 Jan at 11:00 am 2nd TFP Creative Excellence Awards, 2025

Muzaffar Ahmed Chowdhury Auditorium

Study in New Zealand in 2026
Thu, 22 Jan at 03:00 pm Study in New Zealand in 2026

Floor#7 Plot#84 Road#11 Block#D Banani Model Town Banani, 1212 Dhaka, Bangladesh

\u09ac\u09be\u09a3\u09c0 \u09ac\u09a8\u09cd\u09a6\u09a8\u09be \u09e7\u09ea\u09e9\u09e8, \u09ac\u09c1\u09af\u09bc\u09c7\u099f
Thu, 22 Jan at 06:00 pm বাণী বন্দনা ১৪৩২, বুয়েট

Ahsan Ullah Hall, 1000 Dhaka, Bangladesh

\u099c\u09be\u09a8\u09c1\u09df\u09be\u09b0\u09bf\u09a4\u09c7 \u09b8\u09c7\u09a8\u09cd\u099f \u09ae\u09be\u09b0\u09cd\u099f\u09bf\u09a8 \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3\u09c7 \u099f\u09cd\u09af\u09c1\u09b0\u09a8\u09cd\u09a4
Thu, 22 Jan at 07:15 pm জানুয়ারিতে সেন্ট মার্টিন ভ্রমণে ট্যুরন্ত

64/68, Eastern Commercial Complex, Kamlapur, Motijheel, Dhaka , 1217

\u099f\u0987\u099f\u0987 \u09b8\u09c7\u09a8\u09cd\u099f\u09ae\u09be\u09b0\u09cd\u099f\u09bf\u09a8 \u0987\u09ad\u09c7\u09a8\u09cd\u099f
Thu, 22 Jan at 10:30 pm টইটই সেন্টমার্টিন ইভেন্ট

Mirpur 10, Dhaka, Bangladesh, 1216 Dhaka, Bangladesh

IHSB STEM FEST - 2026
Fri, 23 Jan at 12:00 am IHSB STEM FEST - 2026

International Hope School Bangladesh

Only 20 days left & Now It\u2019s Time For Her Arrival \ud83e\udd0d\ud83e\uddff
Fri, 23 Jan at 12:00 am Only 20 days left & Now It’s Time For Her Arrival 🤍🧿

Jagannath Hall, Dhaka University

TIGER PACE HALF MARATHON 2026 - Season 1
Fri, 23 Jan at 05:00 am TIGER PACE HALF MARATHON 2026 - Season 1

Hatirjheel Amphitheatre - হাতিরঝিল এম্ফি থিয়েটার

\u09ac\u09be\u09a3\u09c0 \u0985\u09b0\u09cd\u099a\u09a8\u09be \u09e7\u09ea\u09e9\u09e8\ud83c\udf3b
Fri, 23 Jan at 07:00 am বাণী অর্চনা ১৪৩২🌻

East West University

Dhaka is Happening!

Never miss your favorite happenings again!

Explore Dhaka Events