Advertisement
রুংরাং তং ও ক্রিস্তং পাহাড় আরোহনে Altitude Hunter 🏔️এটি #Altitude_Hunter গ্রুপের একটি কমার্শিয়াল ইভেন্ট।
♣ কির্সতং বা কির্সা পাখির পাহাড় হচ্ছে চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া। যার উচ্চতা প্রায় ২৯০০+- ফিট। এটিকে আমাদের দেশের মোস্ট প্রমিনেন্স পিক ও বলা হয় এর গঠন এর কারনে। এই পাহাড়ের নামকরন হয়েছে কিরসা পাখি থেকে। এই পাহাড়ে এখনো রয়েছে শতবর্ষী বিশাল বিশাল গাছ এবং রয়েছে ঘন জঙ্গল যেখানে সূর্যের আলো পৌছাতে ও বেগ পেতে হয়।
♣ রুংরাং এর নামকরন হয়েছে ধনেশ পাখি থেকে।একসময় এইখানে অনেক ধনেশ পাখি দেখা গেলে ও কালের পরিক্রমায় তা এখন বিলুপ্ত প্রায়। এই পাখির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বড় বড় ঠোট। রুংরাং তং এর উচ্চতা প্রায় ২৭০০+- ফিট
শীতের কুয়াশামোড়া সকালে চিম্বুকের মায়ায় যে বাঁধা পড়েনি তার এখনই সময় চিম্বুকের মোহে আচ্ছন্ন হওয়ার। চিম্বুকের বুকে গড়ে উঠা জুমঘর, অসাধারণ ভিউ, এর ঝিরিপথ, পাহাড়ের বিশেষ আকৃতিগত বৈচিত্র্য ও অনিন্দ্য সুন্দর ট্রেকিং রুটে নিজেকে ভিন্ন জগতে আবিষ্কার করার সুযোগ লুফে নিতে তাই যুক্ত হোন দেশসেরা হোস্ট প্যানেলের সাথে.....
💥💥 এক্টিভিটিঃ মডারেট লেভেল ট্রেকিং।
♦️ ট্রিপের ব্যাপ্তিকালঃ ৪ রাত ৩দিন (আসা-যাওয়া সহ)
🏕️ একোমোডেশনঃ আদিবাসী পাড়া বা জুমঘর
⚡⚡ আসন সংখ্যাঃ ১২ জন
🙏 যাত্রা শুরুঃ ০৯ জানুয়ারি, ২০২৫ রাত ০৯:৩০(ঢাকা থেকে)
🙏 যাত্রা শেষঃ ১৩ জানুয়ারি, ২০২৫ ভোর ০৬ টা আনুমানিক ইনশাআল্লাহ (ঢাকায়)
💢💢 প্রাথমিক পরিকল্পনাঃ
👉 (০) তম দিন-
রাতের বাসে আলিকদম রওনা
👉 ১ম দিন-
আলিকদম নেমে নাস্তা করে চান্দের গাড়ি/বাইকে/বোটে করে (১৩ কিলো অথবা ২১ কিলো বা দোসরী বাজার)। সেখান থেকে ট্রেকিং করে খেমচং বা মেনিয়াং পাড়া । রাতে রান্না বান্না করে ভরপুর আড্ডা দিয়ে খেয়ে ঘুম। তবে পাড়া থেকে রাতের আকাশ দেখা মিস করা যাবে না।
👉 ২য় দিন-
সকালে উঠে নাস্তা করে রুংরাং তংয়ের চূড়ায় উঠে কিছু সময় কাটিয়ে চলে যাবো কির্সতং এর উদ্দেশ্য। কির্সতং চূড়ায় কিছু সময় কাটিয়ে খেমচং/মেনিয়াং পাড়ায় ফিরে রাতে খেয়ে দেয়ে রাত্রিযাপন করবো।
👉 ৩য় দিন-
ঘুম থেকে উঠে আলিকদমের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। ট্রেকিং করে ১৩ কিলো বা দোসরী বাজার হয়ে আলীকদম ফিরবো।
ফেরার পথে মারমা লেকে একটু সময় কাটাবো (সময়সাপেক্ষ)। আলিকদম এসে খাওয়া দাওয়া শেষ করে ঢাকার বাসে উঠবো।
পরদিন সকাল ৬ টার মধ্যেই ঢাকা থাকবো ইনশাআল্লাহ।
💰💰 ইভেন্ট ফিঃ ৭০০০ টাকা [ঢাকা টু ঢাকা]
**চট্টগ্রাম টু চট্টগ্রাম ৫৬০০ টাকা
💫💫 কনফার্মেশন প্রসেসঃ
বিকাশ/ নগদ/ রকেটের মাধ্যমে বুকিং বাবদ ৩০৬০ টাকা প্রেরণ করে আপনি আপনার আসন কনফার্ম করতে পারেন।
( ট্যুর শুরু হওয়ার আগে ৫ দিনের মাঝে যাত্রা ক্যান্সেল করলে বুকিং মানি অফেরতযোগ্য)
✨✨ বুকিং মানি পাঠাতে পারেনঃ
👉 01823 727994 ( Personal bkash)
👉 01862 171947 ( Personal Nagad and Rocket)
👁️🗨️👁️🗨️ কনফার্ম করার শেষ সময়ঃ ০৫ জানুয়ারি ২০২৫ (আসন ফাঁকা থাকা সাপেক্ষে)
♦️♦️ ইভেন্ট ফী তে যা যা পাচ্ছেনঃ
১. সকল ধরনের যাতায়াত (ঢাকা-আলীকদম- ১৩/২১ কিলো/ দোসরী- আলীকদম- ঢাকা)
(বাস-জিপ/বাইক/বোট)
২. প্রফেশনাল গাইড সার্ভিস
৩. থাকার সব খরচ
৪. প্রতিদিন মূল খাবার (ট্রেক চলাকালীন দুপুরে ভারী খাবার থাকার পসিবিলিটি কম। তবে সময় ম্যানেজ করা সম্ভব হলে হোস্ট প্যানেল সর্বোচ্চ চেষ্টা করবে ভারী খাবার প্রদানের।)
৫. পাহাড়ে ট্রেকিং ও ক্যাম্পিং স্কিল ডেভলাপ করা নিয়ে বেসিক ব্রিফিং ও কন্সাল্টেন্সি।
৬. দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন হোস্ট
★যেহেতু অনেক সময় হাটতে হবে তাই একটু চ্যালেঞ্জিং হবে, প্রাথমিক পরিকল্পনা অবস্থা বুঝে পরিবর্তিত হতে পারে। এছাড়া যে কোন অনাখাঙ্খিত কোনো ঘটনার জন্য কোনো বাড়তি খরচ হলে তা সবাইকে মিলেই বহন করতে হবে।
.
🖐️🖐️ ট্রেকিং এ যা যা অবশ্যই সাথে নিতে হবেঃ
------------------------------------------------------
১। ব্যাকপ্যাক - অবশ্যই ভালো মানের ট্রেকিং ব্যাগ যা দীর্ঘক্ষণ ট্রেকিংয়েও পিঠ ঘামাবে না এবং কোমড়ের উপরে চাপ সৃষ্টি করবে না । সাথে রেইন কভার,পলিথিন
২। ট্রেকিং প্যান্ট
৩। ট্রেকিং স্যান্ডেল
৪। শুকনা খাবার(যদিও আমরাও প্রোভাইড করবো)
৫। হ্যান্ড গ্লাভস (ঐচ্ছিক)
৬। হেড ল্যাম্প
৭। টি শার্ট ২/৩টি (হাফ ও ফুল স্লিভ)
৮। হাফ প্যান্ট, ট্রাউজার
৯। ট্রেকিং পোল (ঐচ্ছিক)
১০। মোজা ১/২ জোড়া
১১। টুথ ব্রাশ - পেস্ট - সাবান
১২। গামছা
১৩। খাবার চামচ - প্লেট - মগ( যদি প্রয়োজন মনে করেন)
১৪। পানির বোতল (১ লিটারের ১ টা)
১৫। প্রাথমিক ওষুধ, স্যালাইন, গ্লুকোজ
১৬। মশার জন্য ওডোমস ক্রিম
১৭। এন আই ডি / স্টুডেন্ট আই ডি কার্ডের ফটোকপি ২ টা
১৮। মাস্ক, স্যানিটাইজার
১৯।পাওয়ার ব্যাংক
★★ বিঃ দ্রঃ
---------
# এটি কোন ধরনের অভিলাষী / আরাম - আয়েশের ভ্রমন হবেনা
# প্রতিদিন সূর্যের অথবা বৃষ্টির নিচে ব্যাকপ্যাক কাঁধে ৬-৭ ঘণ্টা করে কঠিন ট্রেক করতে হবে
# ট্রেকিং এর সময় দুপুরে ভারি খাবার পাওয়া যাবে না। শুকনো খাবারই ভরসা....
# রাতে ট্রেকিং করতে হতে পারে
# রান্নাতে সাহায্য করতে হবে
# পথে পানির স্বল্পতা থাকতে পারে
# যেকোনো প্রকারের দুর্ঘটনা যখন তখন হতে পারে
# দয়া করে এই ভ্রমন এড়িয়ে যান, যদি আপনাকে দ্বারা নিম্নাক্ত ধরনের কাজগুলো হতে পারে বলে মনে করেন...
* দলনেতার কথা না মানা
* দলের হয়ে কাজ না করা
* পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে না পারা
আরো বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করুনঃ
সুজন- 01862171947
রনি- 01825776065
Advertisement
Event Venue & Nearby Stays
আলীকদম,বান্দরবান, Bandarban, Chittagong, Bangladesh