Sam Bond - CR10K2025

Fri Jan 10 2025 at 05:05 am to 11:55 pm UTC+06:00

CRB, Chittagong | Chittagong

Chattala Runners
Publisher/HostChattala Runners
Sam Bond - CR10K2025
Advertisement
স্বাগতম আপনাদের সবাই কে / Welcome you all.
চট্টলা রানারস চতুর্থ বারের মতে আয়োজন করতে যাচ্ছে Chattala Runners (CR) 10KM Run (কিলোমিটার )। এইবার আমাদের দৌড় প্রতিযোগিতার নাম হচ্ছে “Sam Bond - CR 10K 2025” । এই এইবারে আমাদের প্রতিযোগিতার প্রতিপাদ্য বা থিম / theme “" "সব বিপ্লবীদের প্রতি স্যালুট।" / “Salute to all revolutionaries."। এই বারের আয়োজনে আমাদের মূল / টাইটেল স্পনসর হচ্ছেন Sam Bond ( Samuda Spec-Chem Limited / Samuda ) যারা আঠা এবং গ্লু উৎপাদনের সাথে জড়িত / Adhesive and glue manufacturing window under/ অধীনে Samuda Spec-Chem Limited / সমুদা স্পেক-চেম লিমিটেড|
“Sam Bond - CR 10K 2025” একটি ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা যা অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি ২০২৫ , শুক্রবার , সময়: সকাল ৫.৪৫ থেকে ৬.৩০ এর মধ্যে (দৌড় শুরুর সময় সংক্রান্ত বিষয়ে সকল ডিটেইল আপনাদের পরে জানিয়ে দেওয়া হবে)। এটি একটি প্রতিযোগিতা মূলক দৌড় ।(সাথে থাকবে সম্মাননা ক্রেস্ট এবং সম্মাননা সুচক অল্প কিছু নগদ পুরষ্কারের ব্যাবস্থা থাকবে।)
দৌড় এর স্টার্টিং পয়েন্ট : সি আর বি, চট্টগ্রাম
দৌড় ক্যাটাগরি:
১/ generation next / পরবর্তী প্রজন্ম ক্যাটাগরি (আমরা যাদের কে kids বা বাচ্চা প্রতিযোগি হিসেবে বিবেচনা করবো। ১৪ বছর বয়সের উপরে থেক ১৮ বছর বয়সের - যে কোন - শিশু/ পুরুষ বা শিশু /মহিলা বা যে কেউ।)
বিশেষ দ্রষ্টব্য:
*****যদি কমপক্ষে ৩০ জন নিবন্ধন বা registration না করেন তবে এই ক্যাটাগরি কে এই বারের “Sam Bond- CR 10K 2025” প্রতিযোগিতা থেকে বিলুপ্ত করা হবে । এই ক্যাটাগরির যে কেউ প্রতিযোগিতামূলক ক্যাটাগরি , মহিলা ক্যাটাগরিতে এবং পরবর্তী প্রজন্ম ক্যাটাগরি সম্মাননা পেতে পারেন তা হবে সময়ের বা উপযুক্ত ভিত্তিতে , সে ক্ষেতে তিনি বা তার দুই বা ততোধিক সম্মাননা পেতে পারেন।

২/ অরিজিন ক্যাটাগরি/ Origin category (আমরা যাদের কে female বা মহিলা ক্যাটাগরিতে চাই যাঁদের বয়স ১৪+ বা তার বেশি বয়সের সবাই যেমন: মা , বোন, মহিলা , স্ত্রী জাতীয় এবং সম জাতীয় যে কেউ।)
বিশেষ দ্রষ্টব্য:
***যদি কমপক্ষে ৩০ জন নিবন্ধন বা registration না করেন তবে এই ক্যাটাগরি কে এই বারের “Sam Bond- CR 10K 2025” প্রতিযোগিতা থেকে বিলুপ্ত করা হবে । এই ক্যাটাগরির যে কেউ পরবর্তী প্রজন্ম ক্যাটাগরি, প্রতিযোগিতামূলক ক্যাটাগরি এবং অনুপ্রেরণামূলক ক্যাটাগরি সম্মাননা পেতে পারেন তা হবে সময়ের বা উপযুক্ত ভিত্তিতে , সে ক্ষেতে তিনি বা তার দুই বা ততোধিক সম্মাননা পেতে পারেন|

৩/ অনুপ্রেরণামূলক ক্যাটাগরি এ / Inspirational Category A ( আমরা যাদের কে vetern বা বয়স ক্যাটাগরিতে যাঁদের বয়স ৬০ বা তার বেশি বয়সের সবাই , পুরুষ বা মহিলা যে কেউ।
বিশেষ দ্রষ্টব্য:
**যদি কমপক্ষে ৩০ জন নিবন্ধন বা registration না করেন তবে এই ক্যাটাগরি কে এই বারের “Sam Bond - CR 10K 2025” প্রতিযোগিতা থেকে বিলুপ্ত করা হবে এবং সবাই কে প্রতিযোগিতামূলক ক্যাটাগরি / Competitive Category তে দৌড়তে হবে।
***এই ক্যাটাগরির যে কেউ প্রতিযোগিতামূলক ক্যাটাগরির সম্মাননা পেতে পারেন তা হবে সময়ের বা উপযুক্ত ভিত্তিতে , সে ক্ষেতে তিনি বা তারা দুই বা ততোধিক সম্মাননা পেতে পারেন)
৪/ অনুপ্রেরণামূলক ক্যাটাগরি বি / Inspirational Category B ( আমরা যাদের কে vetern বা বয়স ক্যাটাগরিতে যাঁদের বয়স ৫০ বা তার বেশি থেকে ৫৯ বয়সের সবাই , পুরুষ বা মহিলা যে কেউ।
বিশেষ দ্রষ্টব্য:
**যদি কমপক্ষে ৩০ জন নিবন্ধন বা registration না করেন তবে এই ক্যাটাগরি কে এই বারের “Sam Bond - CR 10K 2025” প্রতিযোগিতা থেকে বিলুপ্ত করা হবে এবং সবাই কে প্রতিযোগিতামূলক ক্যাটাগরি / Competitive Category তে দৌড়তে হবে।
***এই ক্যাটাগরির যে কেউ প্রতিযোগিতামূলক ক্যাটাগরির সম্মাননা পেতে পারেন তা হবে সময়ের বা উপযুক্ত ভিত্তিতে , সে ক্ষেতে তিনি বা তারা দুই বা ততোধিক সম্মাননা পেতে পারেন)
৫/ অনুপ্রেরণামূলক ক্যাটাগরি সি / Inspirational Category C ( আমরা যাদের কে vetern বা বয়স ক্যাটাগরিতে যাঁদের বয়স ৪০ বা তার বেশি থেকে ৪৯ বয়সের সবাই , পুরুষ বা মহিলা যে কেউ।
বিশেষ দ্রষ্টব্য:
**যদি কমপক্ষে ৩০ জন নিবন্ধন বা registration না করেন তবে এই ক্যাটাগরি কে এই বারের “Sam Bond - CR 10K 2025” প্রতিযোগিতা থেকে বিলুপ্ত করা হবে এবং সবাই কে প্রতিযোগিতামূলক ক্যাটাগরি / Competitive Category তে দৌড়তে হবে।
***এই ক্যাটাগরির যে কেউ প্রতিযোগিতামূলক ক্যাটাগরির সম্মাননা পেতে পারেন তা হবে সময়ের বা উপযুক্ত ভিত্তিতে , সে ক্ষেতে তিনি বা তারা দুই বা ততোধিক সম্মাননা পেতে পারেন)

৬/ মূল - প্রতিযোগিতামূলক ক্যাটাগরি / open / Competitive Category ( আমরা যাদের কে open/ competitive বা মূল প্রতিযোগি হিসেবে বিবেচনা করবো। তারা হলেন কোন বয়সের, যে কেউ - সে বা তারা পুরুষ কিংবা মহিলা কিংবা তৃতীয় লিঙ্গের যে কেউ)

- রানিং রোড: সিআরবি সাত রাস্তা - টাইগার পাস - রেডিসন - সিআরবি একই রোডে ৪ চক্কর।
- চিপ টাইমিং এর ব্যবস্থা থাকবে এবং বিব / BIB নম্বর সঠিক নিয়মে লাগাতে হবে ।
- অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন লিংক জানিয়ে দেওয়া হবে ।
আগ্রহী রানারা যারা রেজিস্ট্রেশন করবেন। তারা রেজিস্ট্রেশন বাবদ পাবেন - একটা জার্সি / basic running tee , একটি মেডেল ( শুধুমাত্র য়ারা নিদিষ্ট নিয়ম এবং সময়ের মধ্যে শেষ করতে পরবেন) , সকালের নাস্তা এবং সাপোর্ট টিমের সার্বক্ষণিক সাপোর্ট। রেজিস্ট্রেশন করা রানার ছাড়া অন্য কেউ এতে অংশ গ্রহণ করতে পারবেন না ।
যে সকল বিষয় আপনাকে মানতে হবে-
০১। এটি একটি প্রতিযোগিতা মুলক দৌড়। সবাইকে অনুপ্রানিত করতে ১ম, ২য়, ৩য় এর জন্য নগদ পুরস্কার ( অল্প পরিমানে) এবং সম্মাননা হিসেবে ক্রেস্ট ব্যবস্থা ও থাকবে।
০২।আপনার সাথে যা য়া দরকার যেমন পানি, স্যালাইন, এবং গ্লুকোজ রাখার অনুরোধ রইল। (যদি আপনার প্রয়োজন হয়) । আমাদের শুধু স্টার্টিং পয়েন্টে পানির ব্যবস্থা থাকবে যেটি টি ০ কিমি , ২.৫ কিমি , ৫ কিমি,৭.৫ কিমি এবং ১০ কিমি তে পরবে।
০৩। দৌড়ানোর সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন।কারন রাস্তা পুরোপুরি ব্লক করা হবেনা।
০৪। আবর্জনা নির্দিষ্ট বিনে ফেলবেন।
০৫। সাধারন সব ধরনের নিয়ম কানুন মানতে হবে। সাথে সাথে করোনার / ডেঙ্গুর / ছোয়াছে যে কোন রোগের বিষয় কে ও গুরুত্ব দিয়ে সব সময় বিশেষ করে স্টার্ট লাইনে সামাজিক দুরুত্ব মেনে চলতে হবে।
০৬। প্রতিযোগিতার সময় যে কেউ বা যে কোন প্রতিযোগিকে প্রতিবন্ধকতা সৃষ্টি, অশালিন অঙ্গ ভঙ্গি , অশালিন আচরন , কিংবা যে কোন ধরনের উস্কানি মূলক আচরন থেকে বিরত থাকার অনুরোধ। এই বিষয়ে কোন অভিযোগ পেলে তা কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।
০৭। রেজিস্ট্রেশন করা রানার ছাড়া অন্য কেউ অংশ গ্রহণ করতে পারবে না।
প্রয়োজনে যোগাযোগ করুন
নৃপেন চৌ : 01713271860
মনি: 01815648776
শ্রাবন: 01814892077
আনিন: 01853000186
আপনার দৌড় নিশ্চয় আরেকজনকে অনুপ্রানিত করবে। মনে রাখবেন এটি একটি নন প্রফিট উদ্যোগ। এই উদ্যোগে আপনার সহযোগীতার মাধ্যমেই আমরা রানিং কে প্রমোট করতে পারব। আশা করি আপনি এই উদ্যোগ কে স্বাগত জানাবেন।

রান অংশগ্রহণকারী দৌড়বিদদের নিদ্দেশাবলী :
তারিখ- ১০ জানুয়ারি, শুক্রবার
রিপোর্টিং - সকাল ৫.৪৫
দৌড় শুরু - সকাল ৬.০০-৬.৩০ ( পরে জানিয়ে দেওয়া হবে)
দৌড় শেষ - সকাল ৭.৪০+-/ ( মোট সময় ১০০ মিনিট)
রেজিস্ট্রেশন ফি:
সবার জন্য: ৯০০ টাকা ++ পেমেন্ট/ গেটওয়ে চার্জ ।
শিক্ষার্থী এবং ফিমেইল দের জন‍্য: ৮৫০ টাকা ++ পেমেন্ট/ গেটওয়ে চার্জ ।
রেজিস্ট্রেশনের নিয়ম:
সম্পুর্ণ অনলাইন এবং ডিটেইল পরে জানানো হবে ।

সবার জন্য শুভ কামনা।

——————————
"Welcome, everyone!
Chattala Runners (CR) is organizing the 4th edition of the CR 10KM Run. Our competition is named "Sam Bond - CR 10K 2025," and the theme is "“Salute to all revolutionaries.." We are proud to have Sam Bond as our main sponsor, who are engaged in Adhesive and glue manufacturing window under Samuda Spec-Chem Limited.
The "Sam Bond - CR 10K 2025" is a 10-kilometer race that will take place on January 10, 2025, Friday, starting between 5:45 AM and 6:30 AM (details about the race start time will be provided later). It is a competitive race with some cash prizes and a few accolades up for grabs.
Race Route: C.R.B. Seven Road - Tiger Pass - Radisson blue - C.R.B. Roundabout (a 4-loop circuit).
Race Categories: ( 1 to 6)
1/ Generation Next Category: Open to kids aged 14 years equal or above to 18 years , both male and female or anyone under this age.
* Note:
If fewer than 30 participants register in this category, it will be discontinued.
Participants in this category can win awards based on their age group and under open / competitive category based on timing or proper ground basis.
2/ Origin Category: Open to females aged 14 and above, regardless of their relationship (e.g., mothers, sisters, wives) or their background.
* Note: If fewer than 30 participants register in this category, it will be discontinued, and everyone will compete in the Competitive Category.
* Participants in this category can win awards based on their age group and under Inspirational Category A/ B/C and / or competitive category based on timing or proper ground basis.

3/ Inspirational Category : A ( 60Y+ ) : Open to participants of age 60+ years equal or above, both male and female.
* Note: If fewer than 30 participants register in this category, it will be discontinued, and everyone will compete in the Competitive Category.
* Participants in this category can win awards based on their age group and under open / competitive category based on timing or proper ground basis.
4/ Inspirational Category - B : (50Y - 59Y) Open to participants of age 50+ years equal or above to 59 years, both male and female.
* Note: If fewer than 30 participants register in this category, it will be discontinued, and everyone will compete in the Competitive Category.
* Participants in this category can win awards based on their age group and under open / competitive category based on timing or proper ground basis.
5/ Inspirational Category - C : (40Y - 49Y) Open to participants of age 40+ years equal or above to 49 years, both male and female.
* Note: If fewer than 30 participants register in this category, it will be discontinued, and everyone will compete in the Competitive Category.
* Participants in this category can win awards based on their age group and under open / competitive category based on timing or proper ground basis.

6/ Open/ Competitive Category: Open to anyone who wants to compete, regardless of age, gender, or background. Age equal or above 18 years can participate under this category.

Participants in the registered categories will receive a race jersey ( basic running tee) , a medal ( only for finishers) , breakfast, and support from our team. Non-registered participants are not allowed to join and registration is not transferable.
Important Guidelines:
* This is a competitive race. Cash prizes and Award will be given to the top three winners in each category.
* Please carry essentials like water, saline, and glucose if needed during the race. Water stations will be available at 0km, 2.5km, 5km, 7.5km, and 10km points.
* Follow maximum caution while running. The route will not be entirely blocked for traffic.
* Dispose of litter responsibly.
* Follow all general rules and regulations, with special attention to COVID-19, dengue, and other health precautions.
* Only registered runners are allowed to participate.

For any inquiries, please contact:
* Nripen Chy: 01713271860
* Moni: 01815648776
* Shraban: 01814892077
*Anin : 01853000186
Remember, your run will inspire someone else. This initiative is non-profit, and we hope you will welcome it warmly.
Important information for participants/ runners are;
Date: 10 Jan 2024, Friday
Reporting Time: 05.45 AM (Morning ) / Tentative
Run Starts at: 6.00 AM - 6.30 AM (details will be provided later) / tentative
Run cutoff time: 7.49AM +- ( total time 100 minutes)
Registration Fees:
For All : BDT 900 ++ Getaway/ online charges
For Students and Females: BDT 850 ++ Getaway/ online charges
Registration Process
: Fully online and online details to be notified later
Best wishes to all the runners!
#CR10k
#CR10K2025
#Sambond
#Samuda
#Chattalarunners
#run
#happyrunnig
#sambondCR10K2025
Advertisement

Event Venue & Nearby Stays

CRB, Chittagong, Bangladesh

Sharing is Caring:

More Events in Chittagong

\u0995\u09cd\u09b0\u09bf\u09b8\u09cd\u09a4\u0982 \u098f\u09b0 \u099c\u0999\u09cd\u0997\u09b2\u09c7, \u09b6\u09c0\u09a4\u09c7\u09b0 \u0995\u09c1\u09df\u09be\u09b6\u09be\u09ae\u09cb\u09dc\u09be \u09b8\u0995\u09be\u09b2\u09c7\ud83e\udd19
Thu, 09 Jan, 2025 at 09:00 pm ক্রিস্তং এর জঙ্গলে, শীতের কুয়াশামোড়া সকালে🤙

আলীকদম,বান্দরবান

HTDCDS Intra 2025
Fri, 10 Jan, 2025 at 08:00 am HTDCDS Intra 2025

Hazera-Taju Degree College

\u09ec\u09b7\u09cd\u09a0 \u099a\u099f\u09cd\u099f\u0997\u09cd\u09b0\u09be\u09ae \u09ac\u0987 \u09ac\u09bf\u09a8\u09bf\u09ae\u09df \u0989\u09ce\u09b8\u09ac
Fri, 10 Jan, 2025 at 09:00 am ৬ষ্ঠ চট্টগ্রাম বই বিনিময় উৎসব

জামালখান, চট্রগ্রাম, বাংলাদেশ

Originative Grand Fiesta Vol 3
Sat, 11 Jan, 2025 at 06:00 am Originative Grand Fiesta Vol 3

Nasirabad Government High School

Nalitabari Tour and Travels' Exclusive Premium Tour Package
Sat, 11 Jan, 2025 at 05:00 pm Nalitabari Tour and Travels' Exclusive Premium Tour Package

Cox's Bazar

Annual Conference
Mon, 13 Jan, 2025 at 08:00 am Annual Conference

Cox's Bazar Beach

Chittagong is Happening!

Never miss your favorite happenings again!

Explore Chittagong Events