Advertisement
🔗 অনলাইন রেজিষ্ট্রেশন লিংকঃhttps://forms.gle/nxSEyL53A4BRsAnbA
বই নয়, জ্ঞানের বিনিময়- স্লোগানে এবারে ফেইলড ক্যামেরা স্টোরিজ সাগর আর পাহাড়ে ঘেরা নয়নাভিরাম চট্টলায় নিয়ে এসেছে ভিন্নধর্মী এক আয়োজন।
পরপর পাঁচবার বই বিনিময় উৎসব সফলভাবে শেষ হওয়ার পর থেকে আমরা যে রোজ শতশত মেসেজ, কল পেয়ে আসছিলাম আরেকটি বই বিনিময় উৎসব করার জন্য এবং বারবার প্রতিশ্রুতি দিয়ে আসছিলাম আবারো করব বলে; তা মূলতঃ প্রমাণ করে 'বই বিনিময় উৎসব' এখন এই চট্টলাবাসীর কাছে জীবনের অংশ হয়েই উঠেছে। আমরা আমাদের যাপিত জীবনে যেভাবে অপেক্ষা করি ব্যস্ততার ভেতরে নানা উৎসব-রেওয়াজের জন্য, 'বই বিনিময় উৎসব' তেমনই এক উৎসব যেন। সেই উৎসবের জন্য অমোঘ এক অপেক্ষার পালা শেষ হচ্ছে এবার।
আচ্ছা এমন কি হতে পারে না? আমার যে ক'টা ইনফার্নো সিরিজের বই আছে সেসব আমি একজনকে দিয়ে তার সংগ্রহে থাকা ভিটো করলিওর বইগুলো নিয়ে নিলাম। তাতে আমার পড়া বইগুলো সে, তার পড়া বইগুলো আমি পড়তে পারব। কিংবা ধরুন আমার সেই সময়, প্রথম আলো, পূর্ব-পশ্চিম গুলো আর লাগছে না; এদিকে পকেটে খুব বেশি টাকা নেই বলে সমরেশ মজুমদারের ত্রিরত্ন কিনতে পারছি না। তাই আমি চারপাশে খুঁজছি এমন কাউকে যিনি বইগুলো বিনিময় করবেন।
হ্যাঁ, বই এর এমন এক বিনিময়ের কথা তো ভাবা যায়ই। এই বিনিময়ের গন্ডিটাকে যদি আমরা আরেকটু বড় করতে চাই তাহলে কি হয়? হ্যাঁ। ঠিকই ধরেছেন। বই বিনিময়ের উৎসব হয়।
ফিল্ম মুভমেন্ট 'ফেইল্ড ক্যামেরা স্টোরিজ' ১০ ই জানুয়ারী , ২০২৫ তারিখে দিনব্যাপী আয়োজন করতে চলেছে " ৬ষ্ঠ চট্টগ্রাম বই বিনিময় উৎসব ২০২৫ " এর যেখানে যে কেউ নির্দিষ্ট সংখ্যক তার পঠিত বই দিয়ে অন্য একজনের রেখে যাওয়া পঠিত বইয়ের সাথে এক্সচেইঞ্জ করতে পারবেন। ক্যাটাগরাইজ এই বিনিময় উৎসবে আপনি পাবেন সবরকমের বই, আপনার বইগুলোকে রেখে নিজের পছন্দমতো অন্য বই নিয়ে যেতে পারবেন। আমাদের বই বিনিময় উৎসবটি হয় বিনামূল্যে। আপনি যেকোনো বই নিয়ে এসে ওই ক্যাটাগরির অন্য বই এক্সচেইঞ্জ করে নিয়ে যেতে পারবেন। নেই কারো কোনো বয়সসীমা। ৬ষ্ঠ বই বিনিময় উৎসবে বিনামূল্যে অংশ নিতে চাইলে উপরে দেওয়া ফর্মটি পূরণ করুন। সব মিলিয়ে এক মিনিট সময় লাগবে হয়তো।
গতবার এফসিএস এর উদ্দেশ্য ছিলো যে করেই হোক ২০হাজার টি বইয়ের বিনিময় ঘটানো। আনন্দের ব্যাপার হলো আমরা ৩০০০০ বই বিনিময় করতে পেরেছিলাম সেবার। এবার এফসিএস আসছে আরো সুগঠিত উপায়ে, আরো গুছিয়ে। লক্ষ্য এবারও ৩৫০০০ বইয়ের বিনিময় করার।
মূলতঃ করোনার কারণে একুশে বইমেলা ঠিকমতো না হওয়ায় এবং চারিদিকে গ্রাস করে থাকা অবরুদ্ধ এক অর্থনৈতিক বাস্তবতা আমাদেরকে এক সত্যের সামনে এনে দাঁড়িয়েছে। তা হলো সোসাইটিতে আমাদেরকে বাঁচতে হলে পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই বাঁচতে হবে। এফসিএস বই নিয়ে কীভাবে সহযোগিতার নূতন আলাপ তৈরি করা যায় তা দেখাতেই এই ইভেন্টের আয়োজন করতে চলেছে।
এই ইভেন্ট অবশ্যই আপনার জন্য। বড়-ছোট সকল বয়সীদের জন্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য। তাই আপনিই এই উৎসবের প্রাণ। আপনার আগমন আমাদের কাম্য।
তবে আপনাকে তার জন্য করতে হবে রেজিস্ট্রেশন। আমাদের দেওয়া লিংকে রেজিস্ট্রেশন করেই আপনি অংশগ্রহণ করতে পারবেন বই দেওয়া-নেওয়ার এই উৎসবে। ইভেন্টের ডিটেইলসে দেওয়া গুগল ফর্মটি পূরণ করে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়াও ইভেন্টের দিন নির্ধারিত সময়ের পূর্বে স্পটে এসেও করতে পারবেন রেজিষ্ট্রেশন। আমরা চাই সবচেয়ে সহজভাবেই এই ইভেন্টে আপনি সম্পৃক্ত হোন।
Advertisement
Event Venue & Nearby Stays
জামালখান, চট্রগ্রাম, বাংলাদেশ, Chittagong, Bangladesh