আন্ধারমানিক অভিযানে টিম tour expert (৩৭)

Thu Nov 28 2024 at 11:00 pm to Mon Dec 02 2024 at 06:00 am UTC+06:00

আলীকদম, বান্দরবান। | Chittagong

\u0986\u09a8\u09cd\u09a7\u09be\u09b0\u09ae\u09be\u09a8\u09bf\u0995 \u0985\u09ad\u09bf\u09af\u09be\u09a8\u09c7 \u099f\u09bf\u09ae tour expert (\u09e9\u09ed)
Advertisement
সৌন্দর্য আর বৈচিত্র্যের লীলাভূমি বান্দরবান। উঁচুনিচু পথ, পাহাড়ের শরীর জুড়ে ঘন সবুজের সমারোহ যেন একেঁবেঁকে চলে গেছে গভীর থেকে আরো গভীরে। বান্দরবানের গহীনের সৌন্দর্য যেমন দুর্গম তেমনি রহস্যময়তার মায়াজালে ঘেরা। এই ভয়ঙ্কর সৌন্দর্য হাতছানি দিয়ে ডাকে এ্যাডভেঞ্চারপ্রিয় ভ্রমণ পিপাসুদের। তাইতো সুযোগ পেলেই তারা ছুটে যায় বান্দরবানের পানে দুর্নিবার আকর্ষণে।♥
আন্ধারমানিক, বান্দরবানের গহীনে লুকিয়ে থাকা তেমনি এক শান্ত, সুন্দর, শীতল গন্তব্যের নাম। সাঙ্গু নদীর উজানে যেখান থেকে সাঙ্গু রিজার্ভ ফরেস্টের শুরু ঠিক সেখানটায় প্রকৃতির অপরূপ সৌন্দর্যের পসরা সাজিয়ে বসে থাকা আন্ধারমানিক যেন চেনা পৃথিবীর বাইরের কোনো জগত। নামের মতই রহস্যময় আন্ধারমানিকের পরিবেশ। এই নৈসর্গিক সৌন্দর্যময় স্থানটি নিজের চোখে না দেখলে অনুভব করতে পারবেন না এর বিশালতা। প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি এই আন্ধারমানিক। সূর্যের আলো কম পৌঁছার কারণে জায়গাটি সবসময় অন্ধকার দেখা যায়। সম্ভবত এই কারণেই এর নাম হয়েছে আন্ধারমানিক।
বান্দরবানের থানচি উপজেলার বড় মদক এলাকায় আন্ধারমানিক এর অবস্থান। আন্ধারমানিকের মূল আকর্ষণ হল নারেসা ঝিরি। ঝিরির দুইপাশ ৬০/৭০ ফুট পাথরের দেয়াল সমান্তরাল ভাবে অনেক দূর চলে গেছে। মনে হবে মানুষের তৈরি কংক্রিটের ঢালাই দেয়া দেয়াল।
গভীর জঙ্গলে ঢাকা আন্ধারমানিকের ভেতর, যা আসলে সাঙ্গুরই একটি অংশ। নদীর গভীরতা এখানে অনেক বেশি। দুই পাশে পাহাড়ের খাড়া প্রাচীর। পাহাড়ের দেয়াল খাড়া নেমে গেছে পানির গভীর তল পর্যন্ত। এখানে পাহাড়ের উঁচু উঁচু গাছ ভেদ করে সূর্যের আলো পৌঁছায় কম। যা এ স্থানটিকে করে তোলে রহস্যময়। বিভিন্ন প্রজাতির পুরনো বৃক্ষের ডালপালার ছায়ায় ঢাকা এবং শুনশান নীরব চারপাশ। মাছরাঙা ফুড়ুৎ করে উড়ে এসে ঠোঁটে তুলে নিয়ে যাচ্ছে ছোট রূপালী মাছ। একাধিক ঝরনার ঝিরিঝিরি শব্দ যেনো অতি পরিচিত কোনো গানের সুর হয়ে বাজতে থাকে অনবরত। আন্ধারমানিকের নিথর সবুজ পানির বুকে বিলি কেটে নৌকা নিয়ে এগিয়ে চলার অনুভূতি সত্যিই বর্ণনাতীত। পাহাড়, ঝর্ণা, পাথর আর সবুজের বন্যরূপের নৈসর্গিক সৌন্দর্যের আন্ধারমানিকের রূপ আপনার স্মৃতির মণিকোঠায় থাকবে সারাজীবন।
যাত্রার তারিখ :২৮ নভেম্বর রাত ১১ টায় ঢাকা থেকে,
২৯ নভেম্বর ভোর ৬ টায় চট্টগ্রাম থেকে।।
ফেরার তারিখ : ১ ডিসেম্বর ১১টায় চট্টগ্রাম থাকবো।।
২ডিসেম্বর সকালে ঢাকায় ইনশাআল্লাহ
সময়কাল: ৩রাত ৪দিন( একদিন বাড়তেও পারে)
#ভ্রমণের খরচ: জনপ্রতি ৭০০০/ চট্টগ্রাম থেকে।।
ঢাকা থেকে ৮৫০০/ টাকা
বুকিং মানি: ৩,০০০ টাকা (অফেরতযোগ্য)
বুকিং:৫/১১/২০২৪তারিখের মাঝে ৩,০৬০ টাকা ইভেন্ট হোস্টের কাছে পাঠিয়ে আপনার বুকিং কনফার্ম করুন।
বিকাশ/নগদঃ 01604-772366(Personal)
আসন সংখ্যা: ১৫ জন
ইভেন্ট ডিটেইলস:
ইভেন্ট ডিটেইইলস যারা কনফার্ম করবেন তাদের ইনবক্সে জানিয়ে দেওয়া হবে।

#যা যা থাকছে এর মধ্যে :
- চট্টগ্রাম-আলীকদম যাওয়া আসা বাস ভাড়া
- প্রতি বেলার খাবার খরচ
- নৌকা ভাড়া
- গাইড এর খরচ
-শুকনা খাবার খরচ
-থাকার খরচ
#যা_যা থাকছেনা:
- কোন ব্যক্তিগত খরচ
- বাসের যাত্রাবিরতির খাবার
#যা যা নিতে হবে:
- জাতীয় পরিচয়পত্র ৫কপি।।
- শুকনা খাবার (বাদাম, কিসমিস, খেজুর, বিস্কিট, পানির বোতল)
- ভ্রমণের সময় যত কম জিনিস নেয়া যায়, যত কম কাপড় নেয়া যায় ততই আরামদায়ক হয়।
- মশা থেকে বাঁচার জন্য অডোমস
- প্রয়োজনীয় ঔষধ
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক (কোন প্রকার বিদ্যুৎ সংযোগ থাকবে না)
-সাথে নিজের পানির বোতল নিজেকেই বহন করতে হবে।
কনফার্ম করার আগে যা যা মনে রাখবেনঃ
১। এই ট্রিপ কোনভাবেই আরামের কোন ট্রিপ নয়। এটি একটি এক্সট্রিম এডভেঞ্চারাস ট্রিপ রোমাঞ্চকর হবে।
২। ৬-৭ ঘন্টা হাটা লাগবে ।
৩। নিজের ব্যাগ, পানির বোতল, খাবার সবকিছু নিজেদেরকেই বহণ করতে হবে।
৪। দূর্গম পাহাড়ি পথ, তাই যেকোন পরিস্থিতিতে গাইড এবং এডমিন প্যানেল কতৃক রূট বা প্লানের পরিবর্তন হতে পারে। যেকোনো ধরনের সমস্যা সবাই মিলে মোকাবেলা করার মানসিকতা থাকতে হবে। এডমিনের সিদ্ধান্ত মেনে চলতে হবে।
ভ্রমনের পূর্বে যা যা মাথায় রাখবেনঃ
* দিনের অধিকাংশ সময় পাহাড়ে ট্রেকিং করব তাই দুপুরে খাবারে প্রবলেম হতে পারে। দুপুরের অই সময়টা শুকনো খাবার খেয়ে থাকতে হতে পারে আবার পাহাড়ি এলাকায় ভাল খাবার আপনি নাও পেতে পারেন। শুনে কনফার্ম করবেন। (ইভেন্ট থেকে শুকনো খাবার দেওয়া হবে)
* ন্যাশনাল আইডি কার্ড এবং এর ফটোকপি নিতে হবে ,যদি না থাকে সেক্ষেত্রে যেকোন পরিচয় পত্র এবং এর ফটোকপি নিয়ে নিবেন।
* ট্যুরের আগ মুহূর্তে, ট্যুরের সময় আমরা যেকোনো অনাকাঙ্খিত অবস্থার সম্মুখিন হতে পারি সেক্ষেত্রে টিম লিডারের সিদ্ধান্ত মেনে চলতে হবে।
কিছু গুরুত্বপূর্ণ কথাঃ
-প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
- ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
- ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
-স্থানিয়দের সাথে কোনভাবেই তর্কে যাওয়া যাবে না।
-পরিস্থিতির উপর নির্ভর করে যেকোন সিদ্ধান্ত সবার সাথে আলোচনা সাপেক্ষে নেওয়া হবে এবং সেক্ষেত্রে এডমিনের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গন্য হবে।
-যত্রতত্র ময়লা না ফেলে একটা নির্দিস্ট স্থানে ফেলব।
-সর্বোপরি সবার সহযোগিতা ও আন্তরিকতায় ট্যুর সুন্দর ও সাফল্যমন্ডিত করা সম্ভব আশা করি সবাই করবেন।
- কোন কারনে নিরাপত্তার কারনে আর্মি বা প্রশাসন অনুমতি না দিলে ট্যুরে প্ল্যান পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে।
-ট্রেকিং এর উপর ডিপেন্ডে করে রাতের ট্রেকিং হতে পারে।
আমাদের ট্যুরের ক্যান্সেল পলিসিঃ
*** বুকিং মানি টোটালি অফেরতযযোগ্য। কারন আপনার বুকিং মানির উপরই বাসের টিকিট, লোকাল ট্রান্সপর্ট, গাইড সব কিছু এডভান্স করা হয়।
**বুকিং অথবা যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন:
বর্ষাঃ 01604-772366
বাদশা : 01647-539551
Advertisement

Event Venue & Nearby Stays

আলীকদম, বান্দরবান।, Ukhiya, Barisāl, Bangladesh, Chittagong

Sharing is Caring:

More Events in Chittagong

\u0986\u099a\u09be\u09b0 \u09aa\u09cd\u09b0\u09bf\u09df \u09ae\u09be\u09a8\u09c1\u09b7\u09a6\u09c7\u09b0 \u09a6\u09c7\u0996\u09a4\u09c7 \u099a\u09be\u0987\u0964
Thu Nov 28 2024 at 12:00 am আচার প্রিয় মানুষদের দেখতে চাই।

Chawkbazar, Chittagong - চকবাজার, চট্টগ্রাম

\u099a\u09b0 \u0995\u09c1\u0995\u09b0\u09bf \u09ae\u09c1\u0995\u09b0\u09bf \u09aa\u09cd\u09b0\u09bf\u09ae\u09bf\u09df\u09be\u09ae \u099f\u09cd\u09af\u09c1\u09b0 - \u09e8
Thu Nov 28 2024 at 08:00 pm চর কুকরি মুকরি প্রিমিয়াম ট্যুর - ২

Char Kukri Mukri - চর কুকরী মুকরী

\u09e8\u09ed\u09eb\u09e6 \u099f\u09be\u0995\u09be\u09df \u09a6\u09c7\u09ac\u09a4\u09be\u0996\u09c1\u09ae  \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3
Thu Nov 28 2024 at 09:45 pm ২৭৫০ টাকায় দেবতাখুম ভ্রমণ

লামা বান্দরবান মিরিঞ্জা পর্যটন

\u09ae\u09be\u09a4\u09cd\u09b0 \u09e7\u09ef\u09ef\u09ef\u099f\u09be\u0995\u09be\u09df \u099a\u09be\u09df\u09c7\u09b0 \u09b0\u09be\u099c\u09a7\u09be\u09a8\u09c0 \u09b6\u09cd\u09b0\u09c0\u09ae\u0999\u09cd\u0997\u09b2\u09c7 \u09a1\u09c7 \u09b2\u0982 \u099f\u09cd\u09af\u09c1\u09b0
Thu Nov 28 2024 at 09:45 pm মাত্র ১৯৯৯টাকায় চায়ের রাজধানী শ্রীমঙ্গলে ডে লং ট্যুর

H Tower, Ground Floor, Below Mutual Trust bank, Alangkar More, Pahartali, Chittagong, Chittagong Division, Bangladesh

\u09b8\u09be\u0999\u09cd\u0997\u09c1-\u09ae\u09be\u09a4\u09be\u09ae\u09c1\u09b9\u09c1\u09b0\u09c0 \u09b0\u09bf\u099c\u09be\u09b0\u09cd\u09ad \u09ab\u09b0\u09c7\u09b8\u09cd\u099f \u099f\u09cd\u09b0\u09c7\u0995\u09c7 \u09af\u09be\u099a\u09cd\u099b\u09c7 \u0985\u09b0\u09a3\u09cd\u09af\u09c7\u09b0 \u0985\u09ad\u09bf\u09af\u09be\u09a4\u09cd\u09b0\u09c0
Thu Nov 28 2024 at 11:15 pm সাঙ্গু-মাতামুহুরী রিজার্ভ ফরেস্ট ট্রেকে যাচ্ছে অরণ্যের অভিযাত্রী

কুরুকপাতা বাজার, আলিকদম, বান্দরবান

\u09e9\u09df \u098f\u09ab\u09a1\u09bf\u09b8\u09bf\u0987\u0989 \u099c\u09be\u09a4\u09c0\u09df \u09ac\u09bf\u09a4\u09b0\u09cd\u0995 \u0989\u09ce\u09b8\u09ac \u09e8\u09e6\u09e8\u09ea
Fri Nov 29 2024 at 12:00 am ৩য় এফডিসিইউ জাতীয় বিতর্ক উৎসব ২০২৪

University of Science and Technology Chittagong

Open Lead Climbing Championship | season 01
Fri Nov 29 2024 at 06:00 am Open Lead Climbing Championship | season 01

Manikchari DC Park

Nairobi Supports Black Beauty
Sat Nov 30 2024 at 12:00 am Nairobi Supports Black Beauty

City Hall

Exam Fitness
Sun Dec 01 2024 at 12:00 am Exam Fitness

West Mohara, Chandgaon, Chittagong., Chandgaon, Chittagong Division, Bangladesh

Ziauddin Board Examinations
Mon Dec 02 2024 at 01:00 am Ziauddin Board Examinations

Cantonment English School And College

Chittagong is Happening!

Never miss your favorite happenings again!

Explore Chittagong Events