Advertisement
OPEN LEAD CLIMBING CHAMPIONSHIP
SEASON | 01
NOBEMBER 29 , 2024
Place:
DC ADVENTURE & ECOTOURISM PARK
(Manikchari DC Park)
Manikchari,Khagrachari.
Organized by
WILDERNESS BD
লিড ক্লাইম্বিং কি?
স্পোর্ট ক্লাইম্বিং এর একটি ডিসিপ্লিন হচ্ছে লিড ক্লাইম্বিং। ক্লাইম্বার ক্লাইম্ব করার পাশাপাশি কুইক ড্র এর মাধ্যমে নিজের নিরাপত্তা নিশ্চিত করবেন। লিড ক্লাইম্বিং এর ওয়ার্কশপ বা লিড ক্লাইম্বিং সংক্রান্ত যেকোন সহযোগিতা পাবেন WildernessBD এর কাছে।
লিড ক্লাইম্বিং এর প্রতিযোগিতার আয়োজন এবার বাংলাদেশে। “ডিসি এডভেঞ্চার & ইকো-ট্যুরিজম পার্ক”- এ।
প্রাইজমানি:
১ম পুরষ্কার: ২০,০০০ টাকা
২য় পুরষ্কার: ১৫,০০০ টাকা
৩য় পুরষ্কার: ১০,০০০ টাকা
প্রতিযোগিতার নিয়মাবলী:
১। প্রত্যেক ক্লাইম্বার ৬ মিনিট সময় পাবেন। ৬ মিনিটে শুধুমাত্র ১ বার চেষ্টা করার সুযোগ পাবেন।
২। যিনি সর্বোচ্চ পয়েন্ট নিশ্চিত করবেন /একাধিক ক্লাইম্বারের সর্বোচ্চ পয়েন্ট একই হলে , যিনি কম সময় নিবেন তিনি বিজয়ী বলে ঘোষিত হবেন।
৩। ক্লাইম্বারকে পরপর সবগুলো কুইকড্রতে বিলে রোপ ক্লিপ করতে হবে। এ নিয়মের ব্যত্যয় ঘটলে প্রতিযোগিতা হতে বাদ পরবেন।
৪। পয়েন্ট রুলস:
ক) ক্লাইম্বিং ওয়ালের সবচেয়ে নিচের ২৫% সং্খ্যক হোল্ড এর, প্রতি হোল্ডে পয়েন্ট ১ করে।
খ) এর উপরের ২৫% সং্খ্যক হোল্ড এর, প্রতি হোল্ডের পয়েন্ট ২ করে।
গ) তার উপরের ২৫ % সং্খ্যক হোল্ড এর, প্রতি হোল্ড এর পয়েন্ট ৩ করে।
ঘ) সর্বোচ্চ ২৫ % সং্খ্যক হোল্ড এর, প্রতি হোল্ড এর পয়েন্ট ৪ করে।
ঙ) কোন হোল্ড চেষ্টা করে ব্যর্থ হলে পয়েন্ট পাবেন .০১
৫। প্রতিযোগিতার শুরুতে সকল ক্লাইম্বার ৬ মিনিট সময় পাবেন ওয়ালের সামনে অবস্থান করার। এ সময়ে কেউই ওয়াল বা হোল্ডস স্পর্শ করলে বা ক্লাইম্ব করলে প্রতিযোগিতা থেকে বাদ পরবেন। ৬ মিনিট শেষে সকলেই আইসোলেশন জোনে চলে যাবেন এবং নাম ঘোষণার সাথে সাথে ক্লাইম্ব এর জন্য ওয়ালের সামনে আসবেন। নাম ঘোষণার পর থেকে ক্লাইম্বিং এর জন্য প্রত্যেকে ৬ মিনিট সময় পাবেন।
৬। প্রতিযোগিতার দিন প্রথমেই লটারির মাধ্যমে ক্লাইম্বিং এর সিরিয়াল নির্ধারণ করা হবে।
৭। প্রতিযোগিতার দিন সম্পুর্ণ নতুন করে রূট সেট হবে। রূট সেট করার দায়িত্বে থাকা কেউ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
৮। ওপেন চ্যাম্পিয়নশীপ। ছেলে - মেয়ে একই ডিসিপ্লিনের অন্তর্ভুক্ত থাকবেন। ১ম থেকে ৩য় স্থানের মধ্যে কোন ফিমেইল ক্লাইম্বার না থাকলে ৩য় স্থানে অবশ্যই ফিমেইল টপ থাকবেন।
প্রয়োজনীয় তথ্য:
[] তারিখ:
২৯ নভেম্বর,২০২৪
[] ওপেন কম্পিটিশন;ছেলে/মেয়ে সকলেই একই মেডেলের প্রতিযোগিতায় অংশ নিবেন।
[] ১৫ বছর বা ততোর্দ্ধ বয়সের যে কেউ অংশ নিতে পারবেন।
[] প্রতিযোগিতার পূর্বের রাতে থাকার ব্যবস্থা:
“ডিসি এডভেঞ্চার & ইকো ট্যুরিজম পার্ক”-এ ক্যাম্পিং করে থাকতে পারবেন। নিজের টেন্ট নিয়ে আসতে পারেন। অথবা কর্তৃপক্ষ হতে টেন্ট সহ অন্যান্য ক্যাম্পিং গিয়ার রেন্টে নিতে পারবেন। রেজিষ্ট্রেশন ফর্মে উল্লেখ করবেন এবং প্রয়োজনীয় ফি প্রদান করবেন।
[] রেজিস্ট্রেশন ডিটেইলস:
ক) ফি: ১২০০ টাকা
বিলে রোপ, রূট সেটিং, বিলেয়ার, সকালের নাস্তা ও দুপুরের খাবার এ ফি’তে অন্তর্ভুক্ত থাকবে।
খ) ক্যাম্পিং প্যাকেজ(অপশনাল) (যারা আগের দিন রাতে স্পটে থাকতে চান তাদের জন্য): ৬০০ টাকা
অন্তর্ভুক্ত থাকবে:
টেন্ট,ম্যাট,পিলো,
রাতের খাবার ক্যাম্পিং
গ) রেজিষ্ট্রেশন প্রক্রিয়া:
প্রথমে রেজিস্ট্রেশন ফি ১২০০ টাকা(ক্যাম্পিং ছাড়া) /১৮০০(ক্যাম্পিং প্যাকেজ সহ) টাকা বিকাশ করুন। বিকাশ নাম্বার: 01601988776 (make payment)। ট্রান্সেকশন নাম্বার সংরক্ষণ করুন।
এরপর রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে দিন।
রেজিস্ট্রেশন ফর্ম লিংক:
(will be updated soon)
[] রিপোর্টিং টাইম:
সকাল ৫:৩০ টা
নভেম্বর ২৯, ২০২৪
[] ঢাকা থেকে যেভাবে আসবেন : ঢাকা থেকে বিডি টিকেটস এ শান্তি পরিবহন এর টিকেট পেয়ে যাবেন। ঢাকা থেকে সরাসরি Manikchari। মানিকছড়ি নেমে সিএনজি বা মোটরসাইকেল পেয়ে যাবেন মানিকছড়ি ডিসি পার্ক পর্যন্ত।
চট্টগ্রাম থেকে যেভাবে আসবেন : চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে খাগড়াছড়ির বাসে উঠে মানিকছড়ি নেমে যাবেন।ভাড়া ১২০/১৪০ টাকা। মানিকছড়ি নেমে সিএনজি বা মোটরসাইকেল পেয়ে যাবেন মানিকছড়ি ডিসি পার্ক পর্যন্ত। বাইক ভাড়া ১০০/১২০ টাকা। সি এন জি ভাড়া ৩৫০ টাকা।
[] যেকোন প্রয়োজনেঃ ০১৬০১৯৮৮৭৭৬
Advertisement
Event Venue & Nearby Stays
Manikchari DC Park, Manickcheri, Chittagong, Bangladesh