Advertisement
বিতর্ক - শব্দটি শুনলেই তর্কের মধ্য দিয়ে যুক্তি - পাল্টা যুক্তির যে চিত্র সাধারণত মনে ভেসে উঠে, শুধুমাত্র সে অতিসাধারণ সংজ্ঞায় কখনোই সীমাবদ্ধ ছিলনা বিতর্ক। সময়ের পরিবর্তনে বিতর্ক হয়েছে মনজাগতিক বিকাশের অন্যতম অস্ত্র। কখনো বা বাকস্বাধীনতা, মুক্তচিন্তা এবং স্বাধীনচেতা মনের হাতিয়ার। এরই ধারাবাহিকতায় গত একযুগ ধরে বিতর্ক অঙ্গনে মুক্ত চিন্তার বিকাশ, বাকস্বাধীনতা চর্চা, সৃজনশীলতা ও চিন্তাশীল মানুষ গঠনে বরাবর অবদান রেখে আসছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অন্যতম বিতর্ক সংগঠন "এফসেট ডিবেট ক্লাব ইউএসটিসি (এফডিসিইউ)"।অগ্রযাত্রার ১২ তম বছরের এই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে, এফডিসিইউ এর একযুগ পূর্তি উপলক্ষ্যে বাকস্বাধীনতা ও দেশের চলমান সামাজিক - রাজনৈতিক পরিস্থিতিতে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধার এর এই মহাকালে, "তর্কবানে রক্ষা পাক অর্জিত স্বাধীনতা, যুক্তির জোয়ার আনুক রক্তস্রোতে ভাটা" এই স্লোগানকে সামনে রেখে এফডিসিইউ আয়োজন করতে যাচ্ছে, "৩য় এফডিসিইউ জাতীয় বিতর্ক উৎসব ২০২৪"।
বন্দর নগরী চট্টগ্রামের ঠিক হৃদয়ে অবস্থিত চট্টগ্রামের স্বনামধন্য প্রতিষ্ঠান ইউএসটিসির এই আয়োজনে সকল বিতার্কিক ও বিতর্ক-প্রেমিদের কলরবকে স্বাগতম জানানোর জন্য আমরা অধীর আগ্রহে রইলাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মনোরম ক্যাম্পাসে।
প্রতিযোগিতার স্থানঃ ডি-ব্লক, ইউএসটিসি ক্যাম্পাস
তারিখঃ ২৯-৩০ নভেম্বর, ২০২৪
টিমক্যাপ:
স্কুল কলেজ পর্যায়- ২৪
বিশ্ববিদ্যালয় পর্যায়- ৩২
প্রতিযোগিতার ফরম্যাটঃ এশিয়ান পার্লামেন্ট
ইভেন্ট ডিটেইলস:
প্রতি দলে ৩জন করে বিতার্কিক থাকবেন।
সকলের শিক্ষা প্রতিষ্ঠান এবং ক্লাব একই হতে হবে।
আন্তঃস্কুল-কলেজ সেগমেন্টে সর্বোচ্চ এইচএসসি ব্যাচ ২০২৪ পর্যন্ত অংশগ্রহণ করতে পারবেন।
-স্কুল-কলেজ সেগমেন্ট একই ট্যাবে হবে তবে আলাদা করে স্কুল ব্রেক থাকবে।
নিবন্ধন ফি:
স্কুল-কলেজ পর্যায়: ১৫৩০ টাকা
বিশ্ববিদ্যালয় পর্যায়: ২২৪০ টাকা
যোগাযোগ :
+880 1853-444921
ইসরাত জাহান সম্পা
সাধারণ সম্পাদক
এফসেট ডিবেট ক্লাব, ইউএসটিসি
+880 1789-398712
উচ্ছ্বাস বড়ুয়া অমি
সাংগঠনিক সম্পাদক
এফসেট ডিবেট ক্লাব, ইউএসটিসি
Advertisement
Event Venue & Nearby Stays
University of Science and Technology Chittagong, Chittagong, Bangladesh