Advertisement
"এসো হে বৈশাখ, এসো এসো। তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক
এসো হে বৈশাখ এসো এসো।।"
সকলকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা।
আগামী সোমবার, ১লা বৈশাখ ১৪৩২ বংগাব্দ, ১৪ই এপ্রিল ২০২৫খ্রিস্টাব্দ, আপনাদের সকলকে পূর্ণতা-য় সাদর আমন্ত্রণ রইল।
গান-কবিতা উৎসবে মেতে উঠবে পূর্ণতার ছোট্ট আঙ্গিনা। সকলের জন্যই রয়েছে হালকা জলখাবারের ব্যবস্থা। দুপুর তিনটা হতে রাত নয়টা অব্দি চলবে আমাদের এই ছোটখাটো বর্ষবরণ আয়োজন।
কি কি থাকছে??
অফুরন্ত ভেলপুরি, টাটকা কাঁচা আমের ভর্তা আর মিষ্টি। থাকবে গান-কবিতার আয়োজন, যা কি না সবার জন্যই উন্মুক্ত রয়েছে।
আশা করছি নতুন বছরের শুভ কামনায় আপনাদের পূর্ণতায় উপস্থিতি বাংলা বর্ষবরণ উৎসব পালনের দিনটি আরও আনন্দময় হয়ে উঠবে।
পূর্ণতা
#LifeLifeMemories
#বাংলাবর্ষবরণ #১৪৩২বাংলা
Advertisement
Event Venue & Nearby Stays
পূর্ণতা, 3rd Floor, Azad Bhaban, 79/A JamalKhan, Chittagong, Chittagong Division, Bangladesh