Advertisement
প্রতি বছর এই উদযাপনের কারণে মদ-নেশা দ্রব্য, উচ্চশব্দে গানবাজনা-সহ অন্যান্য নানা ইসলাম ও সমাজবিরোধী কাজের সয়লাব হয়। ৩১স্ট নাইটে ফানুস, পটকা আর আতশবাজির কারণে দেশের মানুষের চরম অস্বস্তি হয়, বিশেষ করে ছোট শিশু, বৃদ্ধ ও রোগী, এবং বন্য পশুপাখি। হাজার হাজার ভীত পাখির পাশাপাশি ছোট শিশুরা ট্রমার কারণে মৃত্যু হয়েছে।তাছাড়া ঘনবসতিপূর্ণ এলাকায় ফানুস পড়ার কারণে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আল্লাহর অবাধ্যতা ও পাপাচারের কারণে আমরা এমনিই ভূমিকম্প সহ নানান প্রলয়ঙ্করি দূর্যোগের ঝুঁকিতে আছি।
এই বছর যেকোন মূল্যে অশিক্ষিত ছাপড়িদের ফানুস, পটকা আর আতশবাজি জ্বালানো থেকে প্রতিহত করতে হবে। আপনার এলাকার জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্য করুন। সচেতনতা বৃদ্ধি করুন। সকলেই নিজে, নিজের পরিবার, মহল্লায়, মসজিদে, প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ প্রতিরোধমূলক কর্মকান্ড শুরু করুন।
আসন্ন বিজাতীয় 31st Night ও নিউ ইয়ার উদযাপনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ করতে এখন থেকেই প্রচারনা ও একটিভিজম করতে হবে।
ওয়ামা আইলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমীন।
Advertisement
Event Venue & Nearby Stays
Dhaka Metropolitan, Dhaka, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.











