Advertisement
সুধী, আগামী ২৫ ডিসেম্বর শ্রদ্ধেয় স্থপতি মাজহারুল ইসলাম স্যার এর১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আর্কিটেকচার স্টুডেন্টস ফটোগ্রাফি ক্লাব একটা ছোট্ট আয়োজন করতে যাচ্ছে
"আলোকচিত্রে স্থাপত্য-দ্বিতীয় পর্ব"।
যার বিষয়বস্তু থাকছে স্থপতি মাজহারুল ইসলাম স্যার এর স্থাপত্যের আলোকচিত্র প্রদর্শনী।
এ প্রদর্শনীতে আমরা চেষ্টা করব বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সকল শিক্ষার্থীর উক্ত বিষয়বস্তুতে তোলা আলোকচিত্র প্রদর্শন করতে।
ফটোগ্রাফি সাবমিশনের শেষ সময় ২০ ডিসেম্বর রাত ১২ ঘটিকা
ফটোগ্রাফি সাবমিশনের লিংকঃ
https://forms.gle/hCxhogoz7wnLccXh7
এ আয়োজনের অংশ হিসেবে আমরা ASPC থেকে আগামী ২০ নভেম্বর ও ১৫ ডিসেম্বর মাজহারুল ইসলাম স্যার এর তিনটি স্থাপত্য পরিদর্শন করব। সেখানে গিয়ে ছবি তুলব এবং স্থাপনা নিয়ে নিজেদের জ্ঞান ও চিন্তাধারা পরস্পরের সাথে আলোচনা করব। পরিশেষে ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে ফটোগ্রাফি প্রদর্শন করব আমাদের ইউএপি স্থাপত্য বিভাগের সেন্ট্রাল জুরি স্পেসে।
অতএব আগ্রহী সকলকে দ্রুত রেজিস্ট্রেশন করার জন্য আহবান জানানো যাচ্ছে।
বিস্তারিত ফর্মে আছে।
আমরা এবারের আয়োজনে স্থপতি মাজহারুল ইসলাম স্যার এর যে তিনটি স্থাপত্য এর পরিদর্শন ও ফটোগ্রাফি করব সেগুলো যথাক্রমে
১. চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় (২০ নভেম্বর সকাল ১০ ঘটিকায়)
২. কেন্দ্রীয় লাইব্রেরী, ঢাকা বিশ্ববিদ্যালয় (২০ নভেম্বর দুপুর ২ ঘটিকায়)
৩. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (১৫ ডিসেম্বর সকাল ১০ ঘটিকায়)
২০ নভেম্বর আমাদের সাথে যুক্ত হতে ফরমটি পূরণ করুনঃ
https://forms.gle/wJY9xp1ZPZgRD6oa8
১৫ ডিসেম্বর আমাদের সাথে যুক্ত হতে ফর্মটি পুরণ করুনঃ
https://forms.gle/hLMm2f777TPnPeaq8
প্রয়োজনে যোগাযোগঃ
সন্দিপনঃ ০১৭৪৮৭৯৫৯৮৩
মোস্তাফিজঃ ০১৭০৯৫১৪৭৪৪
Advertisement
Event Venue & Nearby Stays
Department of Architecture, University of Asia Pacific, Dhaka, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.











