Advertisement
"হেমন্তের হিমেল হাওয়ায় শীর্ণ পাতা ঝরে যায়,ফসল তোলার গান ভেসে আসে দূর মাঠ থেকে।
কৃষক-কৃষাণীর ক্লান্ত হাতে ধানের ছড়া,
আনন্দে ভরে ওঠে প্রাণ, ভরে ওঠে ধানের গোলা।"
বাংলার মানুষের জীবন-জীবিকার সঙ্গে মিশে রয়েছে বাংলার মাটি ও দেশের সোনার ফসল। কার্তিক আসন্ন, গ্রাম বাংলার কৃষকদের ঘরে ঘরে উৎসবের আমেজ। আসছে আবার নবরূপে নবান্ন!
কনকনে ঠাণ্ডা উত্তরের শীতল হাওয়া ও শুষ্ক আবহাওয়ার পর বসন্ত যেমন প্রকৃতিকে দেয় এক নতুন প্রাণের সঞ্চার, ঠিক তেমনি গ্রীষ্মের দাবদাহ ও বর্ষার ভারী বর্ষণের পর নাতিশীতোষ্ণ সতেজ মাধুর্য নিয়ে প্রাকৃতিক চাঞ্চল্য ফিরিয়ে আনতেই হেমন্ত আসে এক বিচিত্র বার্তা নিয়ে।
প্রকৃতির এই বৈচিত্র্যময় আয়োজনের মাঝে আমাদের বাংলা সংস্কৃতির উপাদানসমূহও প্রভাবিত হয়। সাহিত্য, সংগীত, চিত্রশিল্প কিংবা যেকোনো সাংস্কৃতিক কলরবে প্রকৃতির রূপসজ্জায় অনুপ্রাণিত হয়েই সৃষ্টি হয় কালজয়ী সাংস্কৃতিক ঐতিহ্য। সংস্কৃতিমনা শিল্পীরা তাদের সৃষ্টিশীলতা ও দক্ষতার নৈপুণ্যে বিকশিত করেন নিজ প্রতিভা। প্রকৃতির সঙ্গে এই হাওয়া বদলের সময়কে কেন্দ্র করেই শুরু হয় নতুন উদ্যমে সাংস্কৃতিক পথচলা। তাই তো এই ধারাবাহিকতা বজায় রাখতে আবারও ফিরে আসছে সকলের বহুল প্রতীক্ষিত ঢাকা কলেজ কালচারাল ক্লাব কর্তৃক জাতীয় পর্যায়ে আয়োজিত দেশের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক উৎসবের দ্বিতীয় সংস্করণ, “ঢাকা কলেজ কালচারাল ক্লাব ২য় জাতীয় সাংস্কৃতিক উৎসব ২০২৪”
ক্যাটেগরি:
∎ গ্রুপ ক: অষ্টম শ্রেণি থেকে দশম শ্রেণী
∎ গ্রুপ খ: একাদশ-দ্বাদশ শ্রেণী, এইচএসসি '২৪ পরীক্ষার্থী
সেগমেন্টসমূহঃ
অনলাইন সাবমিশন সেগমেন্টসমূহ:
• বই পর্যালোচনা
• চলচ্চিত্র পর্যালোচনা
• পোষ্টার ডিজাইনিং
• স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
• ডিজিটাল আর্ট
• ডিএসএলআর ফটোগ্রাফি
• মোবাইল ফটোগ্রাফি
• যন্ত্রসঙ্গীত
অফলাইন সেগমেন্টসমূহ: (একক)
• তাৎক্ষণিক গল্প রচনা
• চিত্রাঙ্কন
• নৃত্য
• রবীন্দ্র সঙ্গীত
• নজরুল গীতি
• আধুনিক সঙ্গীত (বাংলা)
• আধুনিক সঙ্গীত (ইংরেজি)
• লোকগীতি
• বাংলা সাহিত্য অলিম্পিয়াড
• সাধারণ জ্ঞান অলিম্পিয়াড
• উপস্থিত বক্তৃতা
• ছন্দ ব্যঞ্জনার লড়াই (কবিতা আবৃত্তি বাংলা)
• Tone in timbre (কবিতা আবৃত্তি ইংরেজি)
• Up to You
• Click 'n Conquer
অফলাইন সেগমেন্টসমূহ: (দলীয়)
• দেয়ালপত্রিকা
• মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন
• বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি কুইজ
(সকল সেগমেন্ট বিস্তারিতভাবে খুব শীঘ্রই প্রকাশ করা হবে)
জরুরি প্রয়োজনে,
ঢাকা কলেজ কালচারাল ক্লাব পেইজ লিংক: facebook.com/dc.cultural.club/
ইমেইল: [email protected]
অথবা,
বৃন্ত বিশ্বাস,
সভাপতি, ঢাকা কলেজ কালচারাল ক্লাব।
মোবাইল নম্বর: 01550002326
ফেসবুক আইডি: facebook.com/brinta.biswas911
এস এম উদয় হায়দার
সাধারণ সম্পাদক, ঢাকা কলেজ কালচারাল ক্লাব।
মোবাইল: 01799250453
ফেসবুক আইডি: facebook.com/bd.uday.me.2004
Advertisement
Event Venue & Nearby Stays
ঢাকা কলেজ, ঢাকা, Santoor, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ,Dhaka, Bangladesh