Bhawal Half Marathon 2024

Fri Nov 22 2024 at 06:00 am to 11:00 am

Gazipur | Dhaka

Bhawal Half Marathon
Publisher/HostBhawal Half Marathon
Bhawal Half Marathon 2024
Advertisement
ইতিহাস, ঐতিহ্যে ভরপুর গাজীপুরে আপনাকে সুস্বাগতম। আগামী ২২ নভেম্বর, ২০২৪ খ্রি. রোজ-শুক্রবার Bhawal Runners কর্তৃক "মাদক মুক্ত থাকব, সুস্থ সুন্দর সমাজ গড়ব" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২য় বারের মত আয়োজিত হতে যাচ্ছে "ভাওয়াল হাফ ম্যারাথন-২০২৪।
রেজিষ্ট্রেশনের পূর্বেই আমাদের ইভেন্টের বিস্তারিত তথ্য আপনাদের জন্য তুলে ধরা হলো।

❇️ইভেন্ট এর বিস্তারিত তথ্যসমূহ❇️

?ইভেন্ট গ্রাউন্ডঃ বসুন্ধরা আবাসিক প্রকল্প, পলাশতলী, কালিয়াকৈর, গাজীপুর ।

?ইভেন্টটি ১টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবেঃ-
১. ২১.১ কি.মি হাফ ম্যারাথন-স্লট- ৫০০ টি।

?কাট অফ টাইম?
২১.১ কি.মি হাফ ম্যারাথন- ৩.৩০ ঘন্টা।

➡️ পুরুষ ও মহিলা আলাদাভাবে পোডিয়াম নির্বাচিত হবেন।
➡️ বয়স্ক ক্যাটাগরিতে বয়স সীমা নূন্যতম ৪৫ বছর।

——————————————
?রেজিষ্ট্রেশন প্রক্রিয়া?

?আমাদের Bhawal Half Marathon ও Bhawal Runners-এর ফেসবুক পেইজ, গ্রুপ এবং ইভেন্টে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হবে এবং বিস্তারিত দেওয়া হবে।

?রেজিষ্ট্রেশন করার পর একজন দৌড়বিদ এর জন্য যা যা থাকবেঃ-
১. ইভেন্ট টি-শার্ট
২. ফিনিশার মেডেল
৩. হাইড্রেশন সাপোর্ট
৪. মেডিকেল সাপোর্ট
৫. খাবার
৬. ই-সার্টিফিকেট ( অবশ্যই দৌড় সম্পূর্ণ শেষ করতে হবে)
৭. পোডিয়াম অর্জনকারীদের জন্য প্রাইজ মানি।
৮. বয়স্ক ক্যাটাগরিতে পোডিয়াম অর্জনকারীদের জন্য গ্রিফ্ট বক্স।

আমরা আশা করি, আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ভাওয়াল হাফ ম্যারাথন-২০২৪ একটি সফল, স্বার্থক ইভেন্ট হবে, ইনশাআল্লাহ।

শুভেচ্ছান্তে
ভাওয়াল হাফ ম্যারাথন আয়োজক টিম
Advertisement

Event Venue & Nearby Stays

Gazipur, Dhaka, Bangladesh

Sharing is Caring: