সোনাদিয়া দ্বীপে ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে GDM (12)

Thu, 15 Jan, 2026 at 09:00 pm to Sun, 18 Jan, 2026 at 06:00 am UTC+06:00

মহেশখালী, কক্সবাজার | Chittagong

\u09b8\u09cb\u09a8\u09be\u09a6\u09bf\u09df\u09be \u09a6\u09cd\u09ac\u09c0\u09aa\u09c7 \u0995\u09cd\u09af\u09be\u09ae\u09cd\u09aa\u09bf\u0982\u09df\u09c7\u09b0 \u0989\u09a6\u09cd\u09a6\u09c7\u09b6\u09cd\u09af\u09c7 GDM (12)
Advertisement

হোস্ট : কাউছার পলাশ -01673898407
ইভেন্ট ফি ৭৫০০ টাকা। ( ঢাকা টু ঢাকা)
"এই ইভেন্টটি Group De Madventurers (GDM) এর একটি অফিসিয়াল ইভেন্ট। সবাইকে ১০০% নিশ্চিত হয়ে ইভেন্টে Going দিতে অনুরোধ করছি। ইভেন্টের সমস্ত আপডেট পেতে Interested দিয়ে রাখলেই যথেষ্ট।"
যারা নিশ্চিত ভাবে যাচ্ছেন, তারা এই ইভেন্ট নিজস্ব টাইমলাইনে শেয়ার করবেন, যেন আপনার নিজের পরিচিতরাও জানার এবং যাবার সুযোগ পায়।
আমাদের গ্রুপ লিঙ্কঃ https://www.facebook.com/groups/GroupDeMadventurers/
আমাদের পেজ লিঙ্কঃ https://www.facebook.com/GroupDeMadventurers/

***এটা একটা প্রাথমিক প্ল্যান। বিস্তারিত যারা যাবেন তাদের জানানো হবে।
ঢাকা থেকে রওয়ানা হবো ১৫ জানুয়ারী ২০২৬ রোজ বৃহস্পতিবার রাতের বাসে। ১৬ জানুয়ারী রোজ শুক্রবার রাতে আমরা সোনাদিয়া দ্বীপে ক্যাম্পিং করবো। ১৭ জানুয়ারী শনিবার রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবো এবং ১৮ জানুয়ারী রবিবার সকালে ঢাকায় থাকবো ইন শা আল্লাহ।

সোনাদিয়া দ্বীপ কক্সবাজার জেলার অন্তর্ভুক্ত একটা এরিয়া। এই দ্বীপে প্রায় ১৫০০-২ হাজার লোকের বসবাস। আয়তনে মোটামুটি এটা প্রায় ১৫ কিলোমিটারের মতো একটা জায়গা। চারদিক থেকে পানি দ্বারা আবদ্ধ এই এরিয়ার এক পাশ ঘেঁষে বিশাল ম্যানগ্রোভ বনাঞ্চল রয়েছে, যা কিনা দেখতে অত্যন্ত চমৎকার। আর বাকী ৩ পাশ দিয়েই যতদুর চোখ যায় বিশাল সাগর। এই দ্বীপে দিনের যে কোন সময়েই লাল কাকড়াদের বিশাল বহরের দেখা পাওয়া যায়, যা কিনা বর্তমানে দেশের আর অন্য আর কোন সাগর পারে কিংবা দ্বীপে দেখা পাওয়া কঠিন।
এই দ্বীপের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো খুবই পরিস্কার পরিচ্ছন্ন এবং নির্জন এক দ্বীপ। একাকী সময় কাটানোর জন্য সবচেয়ে আদর্শ একটা জায়গা। এক পাশ থেকে সাগরের গর্জন আর আরেক পাশ থেকে সবুজ বনের মায়াবী সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে।
***** ইভেন্ট ফি: ৭৫০০ টাকা। ( সাত হাজার পাচশত টাকা)

⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
কনফার্ম করার পদ্ধতিঃ
এই ট্যুরে আপনার আসনটি নিশ্চিত করার জন্য আপনাকে নিম্নোক্ত নম্বরগুলোর মধ্যে যেকোনো একটিতে ৪,০৮০ টাকা (বিকাশ) অথবা ৪,০৪০ টাকা (নগদ) [***অফেরতযোগ্য***] Send Money করতে হবে। টাকা পাঠানোর পরে ফোন করে অথবা ইভেন্টে পোস্ট করে কনফার্ম করবেন। আমরা অগ্রীমের সিরিয়াল অনুযায়ী বাসের সিট বন্টন করে থাকি, তাই সামনের দিকে সিট চাইলে আগে কনফার্ম করতে হবে। যারা ঢাকায় আছেন তাঁরা ইচ্ছে করলে দেখা করেও এডভান্স করতে পারেন।
★ এই ইভেন্ট ফি এর অন্তর্ভুক্ত যা যা থাকছে :
১) ঢাকা থেকে আসা-যাওয়া ৩৬ সীটের নন এসি বাসের খরচ।
২) সকল প্রকার ট্রান্সপোর্ট খরচ।
৩) সোনাদিয়া দ্বীপে ক্যাম্পিং এবং খাওয়া ধাওয়ার খরচ।
৪) ক্যাম্পিংয়ের সময় হাল্কা নাস্তা এবং পানির খরচ।
৫) ফেরার দিন রাতে কক্সবাজারে GDM এক্সট্রা খাতিরদারি খাবার।

> যে সকল বিষয় গুলা মেনে নিয়ে এই ট্যুরের জন্য আপনাকে কনফার্ম করতে হবে ঃ
১) ওয়াশরুমের ব্যবস্থা নরমালের মধ্যে ভালো , পাহাড়ের তুলনায় ভালো বলা যায়। হাই কোমডেরও ব্যবস্থা আছে। তারপরও এই ব্যাপারে যাদের প্রত্যাশা বেশি তাদের জন্য এই ট্যুর না।
২) খাওয়া দাওয়ার ব্যবস্থা আলহামদুলিল্লাহ ভালো। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো সেরাটা দেওয়ার জন্য। লোকাল ট্যুর অপারেটরদের দেওয়া খাবারের বাহিরেও আমরা আলাদা ভাবে কাস্টমাইজড করে খাবারের ব্যবস্থা করি আমাদের টিমের জন্য। যার কারণে আমাদের ইভেন্ট ফি তুলনামূলক বেশি নিতে হয়।
৩) কক্সবাজার থেকে সোনাদিয়াতে আসা-যাওয়ার ক্ষেত্রে ট্রলার অথবা লাইফ বোট ব্যবহার করবো আমরা।
অগ্রিম প্রদানের নম্বর সমূহঃ
বিকাশ নম্বর সমূহঃ
শরীফ - 01674948668
লালন - 01711312726
আরিফ : 01912191847
মামুন : 01715-666861
পলাশ : 01757831318
✤✤ রকেট নম্বরঃ
শরীফ - 01674948668(6)
আরিফ - 01912191847(9)
সোহাগ - 01670152610(9)
✤✤ নগদ নম্বরঃ
শরীফ - 01674948668
আরিফ - 01912191847
লালন - 01711312726
♣♣ ব্যাংকের হিসাব নম্বরঃ
1)
Mohammad Samsul Arefin
A/C- 1151570014570
Dutch Bangla Bank Ltd
Mirpur-01 Branch
2)
Mohammad Arif-Uz-Zaman
A/C-02934011309
Bank Asia Ltd, Mirpur Branch

⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
কনফার্ম করার শেষ সময় :
আসন ফিলাপ হওয়ার আগ পর্যন্ত।

⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
আসন সংখ্যাঃ ১৫ জন।
⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
যে কোন প্রয়োজনে যোগাযোগ করুনঃ
লালন (01711312726)
শরীফ (01674 948668)
পলাশ (01673898407)
আরিফ (01912191847)
হোস্ট কাউছার পলাশ।
Advertisement

Event Venue & Nearby Stays

মহেশখালী, কক্সবাজার, Cox's Bazar, Bangladesh, Chittagong

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Discover more events by tags:

Travelling in ChittagongCamping in Chittagong

Ask AI if this event suits you:

More Events in Chittagong

Study in Australia and New Zealand Expo 2026
Thu, 15 Jan at 10:30 am Study in Australia and New Zealand Expo 2026

Radisson Blu Chattogram Bay View

15-01-26 \u09ae\u09bf\u09b0\u09bf\u099e\u09cd\u099c\u09be + \u0995\u0995\u09cd\u09b8\u09ac\u09be\u099c\u09be\u09b0 \u099f\u09cd\u09b0\u09bf\u09aa\u09c7 \u099f\u09bf\u09ae Rangpur Travel Aura
Thu, 15 Jan at 04:30 pm 15-01-26 মিরিঞ্জা + কক্সবাজার ট্রিপে টিম Rangpur Travel Aura

Mirinja Valley -মিরিঞ্জা ভ্যালি

15-01-26 \u09b8\u09c0\u09a4\u09be\u0995\u09c1\u09a3\u09cd\u09a1 \u09a1\u09c7 \u099f\u09cd\u09b0\u09bf\u09aa\u09c7 \u099f\u09bf\u09ae Rangpur Travel Aura
Thu, 15 Jan at 06:00 pm 15-01-26 সীতাকুণ্ড ডে ট্রিপে টিম Rangpur Travel Aura

সীতাকুন্ড, চন্দ্রনাথ পাহাড়, চট্টগ্রাম।

\u0986\u09b2\u09cd\u09b2\u09be\u09b9\u09b0 \u0998\u09b0\u09c7\u09b0 \u09a2\u09be\u0995\u09c7 \u0993\u09ae\u09b0\u09be\u09b9 \u09b8\u09ab\u09b0 \u2764\ufe0f \u09e8\u09e6\u09e8\u09ec \ud83d\udd30
Thu, 15 Jan at 08:00 pm আল্লাহর ঘরের ঢাকে ওমরাহ সফর ❤️ ২০২৬ 🔰

923, Ali Building, Amir Market, Khatunganj., Chittagong, Chittagong, Chittagong Division, Bangladesh

\u0997\u09be\u09b0\u09cd\u09b2\u09b8 \u099f\u09cd\u09b0\u09bf\u09aa \u099f\u09c1 \u0995\u0995\u09cd\u09b8\u09ac\u09be\u099c\u09be\u09b0
Thu, 15 Jan at 09:40 pm গার্লস ট্রিপ টু কক্সবাজার

Cox's Bazar Sea Beach । কক্সবাজার সমুদ্র সৈকত

\u09b0\u09b9\u09b8\u09cd\u09af\u09ae\u09df \u0986\u09a8\u09cd\u09a7\u09be\u09b0\u09ae\u09be\u09a8\u09bf\u0995 \u0985\u09ad\u09bf\u09af\u09be\u09a8\u09c7 \u099f\u09bf\u09ae\nAltitude Hunter \ud83c\udfde\ufe0f
Thu, 15 Jan at 10:00 pm রহস্যময় আন্ধারমানিক অভিযানে টিম Altitude Hunter 🏞️

আলীকদম, বান্দরবান।

1st IERDC Nationals-2026
Thu, 15 Jan at 11:00 pm 1st IERDC Nationals-2026

University of Chittagong - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Influenter Full Moon Camping Trip
Thu, 15 Jan at 11:30 pm Influenter Full Moon Camping Trip

Kaptai Lake, Rangamati

Chittagong is Happening!

Never miss your favorite happenings again!

Explore Chittagong Events