Advertisement
IER Debating Club আয়োজন করছে এমন এক মিলনমেলা, যেখানে চিন্তা, যুক্তি আর বন্ধুত্ব মিলে তৈরি হবে এক অন্যরকম আবহ।"1st IERDC Nationals-2026" আগামী ১৬ ও ১৭ জানুয়ারী, ২০২৬ এই দুই দিনে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাংলার শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ,স্কুল কলেজের বিতার্কিকেরা অংশ নেবেন এবং আসা বিতার্কিকরা মুখোমুখি হবে ভাবনা ও বাকশক্তির তর্কযুদ্ধে।
শীতের কাটা পাহাড়ের মিষ্টি বাতাসের গন্ধ, নিরাপাহাড়ের নরম আলো, বৃষ্টিভেজা পথে হাঁটার আনন্দ আর স্টেশনের চায়ের ধোঁয়া সব মিলিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাজবে যুক্তির উৎসবে।
ফরম্যাট: এশিয়ান পার্লামেন্টারি বাংলা
আন্ত স্কুল কলেজ দল সংখ্যা : ২৪ দল
তারিখ: ১৬ জানুয়ারী, ২০২৬
রেজিষ্ট্রেশন ফি:- ১৮০০ টাকা
প্রাথমিক রেজিষ্ট্রেশন লিংক:- https://docs.google.com/forms/d/e/1FAIpQLScW2cV_bFxhTmbhqim4-csLduYZ9heBAKYAfHS8wwe65p0j-w/viewform?usp=publish-editor
আন্ত বিশ্ববিদ্যালয় দল সংখ্যা : ৩২ দল
তারিখ: ১৬ জানুয়ারী, ২০২৬
রেজিষ্ট্রেশন ফি:- ২৩০০ টাকা
প্রাথমিক রেজিষ্ট্রেশন লিংক:- https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeItrnxw4aac0_CAZ_XHINxx9knBtudaYTQrQc4Z9EDdDzbjQ/viewform?usp=publish-editor
ফাইনাল:- ১৭ জানুয়ারী, ২০২৬
“বিস্তারিত জানতে লক্ষ্য রাখুন আমাদের ইভেন্ট পেজ-এ”
প্রয়োজনে যোগাযোগ করুন
১। খন্দকার তানভীন কায়েস
আহ্বায়ক, 1st IERDC Nationals-2026
মিডিয়া সেক্রেটারি ,আইইআরডিসি
যোগাযোগ নম্বর: 01910506958
২। তাহসিনা রহমান
সাংগঠনিক সম্পাদক ,আইইআরডিসি
Advertisement
Event Venue & Nearby Stays
University of Chittagong - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, Hathazari, Chittagong, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.











