Advertisement
আমি এদেশের একজন সাধারণ নাগরিক। আমি আমার দেশের নির্বাচনের পরিবর্তন চাই। আমি চাই বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের। সংসদীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনগুলো করে ফেলাটাকে উত্তম বলে আমি মনে করি। এতে মানুষ সংসদীয় নির্বাচন কেমন হবে সে বিষয়ে আগাম একটি ধারণা পাবে এবং স্থানীয় নির্বাচন অনেকটা রাজনৈতিক প্রভাবমুক্ত থাকবে। বাংলাদেশের প্রেক্ষাপটে স্থানীয় নির্বাচন গুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ এসব নির্বাচনে দেশের জনগণ সরাসরি তাদের এলাকার পছন্দের সৎ ও যোগ্য ব্যক্তিকেই নির্বাচন করতে পারে। কিন্তু প্রায় সময়ই সংসদীয় নির্বাচন আগে হয়ে যাওয়াই একটা বড় প্রভাব স্থানীয় নির্বাচনে এসে পড়ে।
এই দেশ কোন রাজনৈতিক দলের একার নয়। এই দেশ এদেশের সকল জনগণের। তাই এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটির পক্ষে সেটিই সবাইকে মেনে নিতে হবে।
Advertisement
Event Venue & Nearby Stays
শাহবাগ - চত্বর, শাহবাগ ,ঢাকা,Dhaka, Bangladesh