Advertisement
দেশ স্বাধীন হবার পর টেলিটকের সার্ভিস বেশ উন্নত হয়েছে। এখন গ্রামেও ৪জি ব্যবহার করা যাচ্ছে বেশ ভালো ভাবেই। টেলিটক টু টেলিটক ০.১০পয়সা/মিনিট কল রেট ছিল। পরে অন্যান্য মোবাইল অপারেটরের দাবিতে কল রেট বাড়ানো হয়। এরপর পদ্মা সেতু সাথে সার চার্জ এর নামে কল রেট বাড়ানো হয়। আমরা চাই দেশের টাকা দেশে রাখতে। যেটা শুধু মাত্র টেলিটকের পক্ষেই সম্ভব।
আসুন সবাই টেলিটক ব্যবহার শুরু করি। যেহেতু কোন মোবাইল অপারেটর এখন আর ৩জি সার্ভিস দেয় না তাই ৪ জি সাপোর্টেড সিম একটু কষ্ট করে উঠিয়ে নিবো এবং এটাকেই মেইন সিম হিসাবে ব্যবহার করলে কোন সমস্যা হবে না ইনশা আল্লাহ্।
Advertisement
Event Venue & Nearby Stays
Dhaka University Campus, Shahbagh, Dhaka,Dhaka, Bangladesh