Advertisement
রাখাইন সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব "সাংগ্রাইং পোয়ে"। এটি কক্সবাজারে তিন দিনব্যাপী রাখাইনদের রঙিন জলকেলি উৎসব। কেয়াং' বা বৌদ্ধ বিহারকেন্দ্রিক হয়ে থাকে এই উৎসব। তাই পুরনো বছরকে বিদায় জানাতে কক্সবাজার জেলার উল্লিখিত এলাকাগুলোয় সমাজভিত্তিক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রাখাইন সম্প্রদায়ের নারী-পুরুষ, ছোট-বড় নির্বিশেষে এলাকার বিভিন্ন বৌদ্ধ বিহারে গিয়ে বুদ্ধমূর্তিগুলোকে চন্দনমিশ্রিত জল ও অন্যান্য সুগন্ধি দিয়ে স্নান করাতে দেখা যায়। রাখাইনদের কাছে বুদ্ধমূর্তিকে স্নান করানোর তাৎপর্য হল, পুরনো বছরের সব পাপ-পঙ্কিলতা ধুয়েমুছে নিষ্কলঙ্ক করা। এলাকাবিশেষে উৎসবের দ্বিতীয় দিনও এ ধরনের বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন হয়ে থাকে।
'সাংগ্রেং' উৎসবের সবচেয়ে আকর্ষণীয় পর্বটি হচ্ছে তরুণ-তরুণী ও কিশোর-কিশোরীদের পানি ছিটাছিটি খেলা। সাধারণত রাখাইন নববর্ষের দিন থেকে (এলাকা বিশেষে আগে পরে) তিনদিনব্যাপী চলে এই পানি ছিটাছিটি খেলা। পাড়ায়-মহল্লায় একাধিক প্যান্ডেল তৈরি করা হয় এই উপলক্ষ্যে। প্যান্ডেলের ড্রামগুলোয় আগে থেকে তুলে রাখা পানি নিয়ে তরুণ-তরুণীরা পরস্পরের দিকে পানি ছিটাছিটি খেলায় মেতে ওঠে। একে-অপরের দিকে পানি নিক্ষেপের মাধ্যমেই শুরু হয় চিত্তাকর্ষক ও উপভোগ্য এই পানি ছিটাছিটি খেলা।
আমাদের গ্রুপঃ https://www.facebook.com/groups/768808669858355
আমাদের পেজঃ https://www.facebook.com/Sajib072
ইভেন্টটি শেয়ার করে আপনার ফেসবুক বন্ধুদের ক্যম্পিং এ অংশ নেয়ার সুযোগ করে দিতে পারেন এবং পাশাপাশি INVITE করে বন্ধুদের বা নির্দিষ্ট কাওকে জানাতে পারবেন।
যাওয়া আসাঃ
ঢাকা কক্সবাজার ঢাকা- এসি/ নন এসি ট্রেনে যাতায়াত
থাকাঃ
উন্নতমানের আবাসিক হোটেল (...........)
শেয়ার করে ২/৩ জন করে (প্রকার ভেদে)
এক রুমে ২/৩ জন করে থাকা
খাওয়াঃ
সকালের নাস্তা- পরটা+ডিম+সবজি+পানি
দুপুরের খাবার - ভাত+সামুদ্রিক মাছ/মাংস+ভর্তা+ সবজী+ডাল+পানি
রাতের খাবার- ভাত+সবজি+মাছ+ডাল+পানি
বেড়ানোঃ
কক্সবাজার পৌছে নির্ধারিত হোটেল রুমে উঠার সময় মতবিনিময় করে ঠিক করা হবে।
১৭ /১৮ তারিখ এই দুই দিন আমাদের হোটেল থেকে নির্ধারিত বাহনে আমরা পানি উৎসবে
যোগ দিব। সব সময় চেষ্টা করব দলবদ্ধ ভাবে থাকার।
যা যা সাথে থাকা জরুরীঃ
একটি পানির বোতল (খাবার পানি সহ)
সানগ্লাস
সানক্যাপ
গামছা
স্যান্ডেল
অতিরিক্ত কিছু কাপড় চোপড়
একটি পলিব্যাগ (মোবাইল, ক্যামেরা, মানিব্যগ ঢেকে রাখতে)
এবং
আমার ফোন নাম্বার - ০১৭ ১১৯৭ ৮০৭২ ও ০১৬ ৭৬১৬ ৮৮৪৪
খরচঃ
জনপ্রতি ৫৯৯৯/-
বাচ্চা পার্টি ৩৯৯৯/- (৫ বছরেরে নিচে)
নিবন্ধন করার নিয়মাবলীঃ
================
অবশ্যই ২০০০/- জমা দিয়ে আপনার আসন নিশ্চিত করবেন।
নিবন্ধনের শেষ সময় ৫ এপ্রিল ২০২৬।
পার্সোনাল বিকাশঃ
01711978072
(দয়াকরে বিকাশে টাকা পাঠানোর পর অবশ্যই উপোরোক্ত বিকাশ নাম্বারে আপনার নামঃ ঠিকানাঃ কন্টাক্ট নাম্বার সহ একটা এসএমএস করবেন। এবং বুকিং মানি ভ্রমণের ১০ দিনের হলে হলে অফেরতযোগ্য)
অথবা
ব্যাংক বিস্তারিত
অ্যাকাউন্টের নাম- সাইফুর রহমান সজীব
অ্যাকাউন্ট নম্বর ১১৬ ১৫১ 00২০১৯৫
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড
গুলশান শাখা।
যাত্রাঃ
১৬ এপ্রিল রাত ৯.৩০ কমলাপুর বা এয়ারপোর্ট স্টেশন
১৭ এপ্রিলঃ ৮.৩০ এ কক্সবাজার পৌছানো
৯.০০ হোটেল এ পৌছানো
৯.৩০ নাস্তা করা
১০.৩০ সমুদ্র দর্শন
০১.০০ দুপুরের খাবার
০২.০০ রাখাইন পাড়াতে যেয়ে সাংগ্রেং এ অংশগ্রহণ করা
০৬.০০ হোটেল এ ফিরে আসা
৯.১৫ রাতের খাবার
১৮ এপ্রিলঃ ৮.০০ সকালের নাস্তা
০৯.`০০ ইনানী সৈকত ও পাটুয়ারটেকের উদ্দেশ্যে রউনা
১০.৩০ ইনানী পাটুয়ারটেক ঘুরাঘুরি
১২.০০ হোটেলের দিকে রউনা দেয়া
০১.৩০ হোটেলে পৌছানো
০২.৩০ দুপুরের খাবার
০৩.৩০ রাখাইন পাড়াতে যেয়ে সাংগ্রেং এ অংশগ্রহণ করা
০৭.০০ রাতের খাবার
০৮.০০ স্টেশনে থাকা
০৯.০ ট্রেনে আসন গ্রহণ
১৯ এপ্রিলঃ ভোরে ঢাকায় পৌছানো
## একটি বিশেষ ঘোষনা ##
রুম পলিসিঃ
কাপল 'রা বা যারা এক রুম এ দুই জন থাকতে চান তাদেরকে জন প্রতি ৫০০ টাকা অতিরিক্ত দিতে হবে। বা রুম প্রতি ১০০০টাকা অতিরিক্ত দিতে হবে।
এছাড়া আমরা ২/২ রুমে ৪ জন করে এবং
২/১ রমে ৩ জন শেয়ার করে থাকব
** গুরুত্বপূর্ণ -
# সব থেকে জরূরী, ট্রিপ ডিটেইলস টা মনোযোগ দিয়ে পড়বেন প্লিজ।
# প্রাকৃতিক দুর্যোগ বা এক্সিডেন্টাল কোনো ইস্যুতে খরচ বেড়ে গেলে সেই বর্ধিত খরচ আমরা সবাই মিলেই বহন করবো।
# প্ল্যানের মধ্যে নতুন কোনো প্ল্যানের আবদার না করার বিশেষ অনুরোধ।
# ট্রেনে যাওয়া আসার পথে ঘাটে কোনো খাবার নেই। শুকনো খাবার, জুস চকোলেট যা কিছু প্রয়োজন আপনার প্রয়োজনীয় জিনিসপত্র অবশ্যই ঢাকা থেকে নিয়ে রওনা দিবেন প্লিজ।
# যথাসম্ভব হেল্প করার মানসিকতা থাকা প্রয়োজন।
# নিশ্চিত যারা যাবো তাদের একটি গ্রুপ চ্যাটবক্স করে বিস্তারিত আলোচনা করবো।
যেকোনো প্রয়োজনেঃ
সজীব - ০১৭১১৯৭৮০৭২
Advertisement
Event Venue & Nearby Stays
কক্সবাজার, chittagong,Chittagong, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.
