Advertisement
💥শীতের আমেজে সাপ্তাহিক ছুটিতে মাত্র ৩৫০০/- টাকায় মেঘের রাজ্য সাজেক ভ্রমণের সুবর্ণ সুযোগ💥শুধু মাত্র যারা যাবেন ১০০% শিওর তারাই Going এ ক্লিক করবেন নতুবা Interested এ ক্লিক করে রাখুন। আপনি ট্যুরের আপডেট পেয়ে যাবেন।
🏜ভ্রমণ বিস্তারিতঃ
🚎যাত্রা শুরুঃ চট্টগ্রাম থেকেঃ ২২শে নভেম্বর, ভোর ০৬:০০ অক্সিজেন থেকে।
🚎যাত্রা শেষঃ ২৩শে নভেম্বর, রাত ০৯:৩০ এ চট্টগ্রাম পৌছাব ইনশাআল্লাহ।
🏜ট্যুরের ধরনঃ রিল্যাক্স
💺আসন সংখ্যাঃ ১২টি।
💰💰প্যাকেজ মূল্যঃ (চট্টগ্রাম থেকে)
💠 প্যাকেজঃ (স্ট্যান্ডার্ড)
➡️জনপ্রতি- ৩৫০০/- টাকা। (প্রতিরুমে ৪ জন)
➡️কাপল প্যাকেজঃ ৯০০০/- টাকা। (এক রুমে ২জন)
💠 প্যাকেজঃ (প্রিমিয়াম ফুল ভিউ রিসোর্ট)
➡️জনপ্রতি- ৩৮০০/- টাকা। (প্রতিরুমে ৪ জন)
➡️কাপল প্যাকেজঃ ৯৫০০/- টাকা। (এক রুমে ২জন)
🔈 অন্যান্য জেলা থেকে কেউ যোগ দিতে চাইলে আগাম যোগাযোগ করুন।
💰 বুকিং ফিঃ ১৫০০/- টাকা
আসন পূর্ণ হওয়া পর্যন্ত বুকিং নেয়া হবে। আসন পূর্ণ হয়ে গেলেই যেকোনো মূহুর্তে বুকিং ক্লোজ করা হবে।
❑ ভ্রমণের স্থান সমুহঃ
🏞 সাজেক ভ্যালি
🏞 রুই লুই পাড়া
🏞কংলাক পাহাড়
🏜 লুসাই গ্রাম
🏞 স্টোন গার্ডেন
🏜হ্যালিপ্যাড
🏔 আলুটিলা গুহা
🏔 হার্টিকালচার পার্ক
🎁 প্যাকেজে যা থাকছেঃ
✅চট্টগ্রাম → খাগড়াছড়ি → চট্টগ্রাম বাস টিকেট (নন এসি,উন্নতমানের চেয়ার কোচ)
✅ রিজার্ভ চাঁদের গাড়ি।
✅ দু-দিনের সকালের নাস্তা, লাঞ্চ এবং একটি ডিনার
✅ সাজেকের প্রবেশ টিকিট।
✅ রিসোর্ট খরচ।
✅ প্রতি রুমে ডাবল বেডে ২ জন করে ১ রুমে ৪ জন শেয়ারিং করে থাকা
✅ নারী ট্রাভেলারদের জন্য আলাদা রুমের ব্যবস্থা।
✅ দক্ষ গাইড
★★ প্যাকেজে যা যা থাকছে নাঃ
❌ সকল প্রকার ব্যক্তিগত খরচ।
❌ সাজেক ব্যাতিত কোনো ধরনের এন্ট্রি ফি।
🕐সম্ভাব্য ভ্রমণ বর্ণনাঃ
🕰২২শে নভেম্বরঃ
সকাল ০৬:৩০ এ অক্সিজেন থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওয়ানা হবো আমরা। সকালে খাগড়াছড়িতে বাস থেকে নেমে নাস্তা সেরে নেয়া হবে। এরপর যাব রিসাং ঝর্ণা, আলুটিলা গুহা, হার্টিকালচার পার্ক। দুপুরের খাবার শেষে চাঁদের গাড়িতে করে সাজেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। পাহাড়ি আঁকা-বাঁকা পথ ধরে পুরো রোলার কোস্টারের ফিলিং। কখনো মেঘের ভেতর দিয়ে আবার কখনো উঁচু উঁচু অনেক পাহাড় ভেদ করে আপনি পৌঁছে যাবেন স্বপ্নের সাজেক ভ্যালিতে। তারপর হোটেল/রিসোর্টে চেক ইন করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেবো। হেলিপ্যাডে সূর্যাস্ত দেখা সারাজীবন মনে রাখার মত একটি দৃশ্য। রাতে বারবিকিউ পার্টি আর গান বাজনা করে কাটিয়ে দিতে পারবেন আপনার প্রিয় মানুষগুলোর সাথে।
🕰২৩শে নভেম্বরঃ
ভোরে উঠে চলে সূর্যোদয় দেখতে চলে যাব কংলাক পাহাড়ে। মেঘের পরশে গা ভিজিয়ে সকালের নাস্তা সেরে ব্যাগপত্র গুছিয়ে নিব। এরপর লুসাই গ্রাম, স্টোন গার্ডেন নিজেদের মতো ঘুরে দুপুরের খাবার শেষে পুনরায় (চাঁদের গাড়ী) জীপে উঠে খাগড়াছড়ি ফিরব।
খাগড়াছড়ি পৌঁছে সন্ধ্যার গাড়িতে আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হবো।
🍲খাবার মেনুঃ
১ম দিনঃ
🌅সকালের নাস্তা: ডিম, খিচুড়ি।
🏜দুপুরের খাবার: ব্যাম্বোচিকেন, বাঁশের কোরল, ভর্তা, সবজি, ডাল।
🌃রাতের খাবার: বারবিকিউ, পরোটা, কোল্ড ড্রিংকস।
২য় দিনঃ
🌅সকালের নাস্তা: পরটা, ডিম/ডাল/ সবজি।
🏜দুপুরের খাবার: সবজি, ডাল, মাছ/মুরগী।
📤বুকিং পদ্ধতিঃ
বিকাশ, নগদ, ব্যাংক ডিপোজিট এর মাধ্যমে ইভেন্ট ফি জমা করতে পারবেন। বুকিং মানি ১৫০০/-, বিকাশ করলে খরচসহ পাঠাতে হবে। এছাড়াও আমাদের সাথে সরাসরি দেখা করেও ইভেন্ট ফি জমা দিতে পারবেন।
(বিঃদ্রঃ ’’আগে বুকিং করলে সামনে সিট পাবেন’’ ভিত্তিতে বাসের সিট প্রদান করা হবে। )
বিকাশ এবং নগদ নাম্বারঃ
01828065300 (BKash Merchant)
01828065300 (Nagad Personal)
01999246825 (BKash Personal)
ঠিকানাঃ এইচ টাওয়ার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নীচে, অলংকার মোড়, চট্টগ্রাম।
🔰ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কল করতে পারেন:
☎01828065300
☎️01999246825
🔈-কিছু তথ্যঃ
– বাসের সিট ও হোটেল রুম বণ্টন বুকিং অনুযায়ী করা হয়।
–সাজেকে সচরাচর খাবার পানির দাম একটু বেশি।তাই যতটা সম্ভব চট্টগ্রাম থেকে সাথে করে মিনারেল ওয়াটার নিয়ে নিবেন। এতে আপনার কিছুটা সাশ্রয় হবে।
–নিজস্ব জিনিসপত্র (মোবাইল, ক্যামেরা,টাকাপয়সা, ঔষধ, সানগ্লাস,ইত্যাদি)নিজ দ্বায়িত্বে রাখুন।
★ এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ ।সুতরাং সবাই ভদ্রতা বজায় রেখে একে অপরকে সহযোগিতার ভিত্তিতে আমার এই ভ্রমনকে আনন্দঘন করে তুলুন।
(বিঃদ্রঃ বিশেষ কারন সাপেক্ষ গ্রুপের এডমিনগন ট্যুরপ্ল্যান পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে)
যাদের ঘ্যানঘ্যান করার অভ্যাস আছে তারা দয়া করে আমাদের সাথে আসবেন না।
Advertisement
Event Venue & Nearby Stays
H Tower, Ground Floor, Below Mutual Trust bank, Alangkar More, Pahartali, Chittagong, Chittagong Division, Bangladesh