Advertisement
ক্রিসতং রুংরাং সামিটে Tour Expert ,যারা মিড লেভেলের ,কম ছুটির ট্রেকিং ইভেন্ট চাচ্ছেন তাদের জন্যে আমাদের এই ৩ দিনের প্ল্যান
❤️
⛰ কির্সতং তং হচ্ছে চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া। যার উচ্চতা প্রায় ২৯০০+- ফিট। এটিকে আমাদের দেশের মোস্ট প্রমিনেন্স পিক ও বলা হয় এর গঠন এর কারনে। এই পাহাড়ের নামকরন হয়েছে কিরসা নামক এক ধরনের ছোট পাখি থেকে। এই পাহাড়ে এখনো রয়েছে শতবর্ষী বিশাল বিশাল গাছ এবং রয়েছে ঘন জঙ্গল যেখানে সূর্যের আলো পৌছাতে ও বেগ পেতে হয়।
⛰ রুংরাং এর নামকরন হয়েছে ধনেশ পাখি থেকে। একসময় এইখানে অনেক ধনেশ পাখি দেখা গেলে ও কালের পরিক্রমায় তা এখন বিলুপ্ত প্রায়। এই পাখির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বড় বড় ঠোট। রুংরাং তং এর উচ্চতা প্রায় ২৭০০+- ফিট
📌 আমাদের এই ট্যুর শুধু চট্টগ্রাম/ঢাকা থেকে জয়েন হতে পারবেন, অন্য জেলা থেকে জয়েন হতে চাইলে নিজ দায়িত্ব চট্টগ্রাম/ঢাকা এসে আমাদের সাথে জয়েন হতে হবে অথবা চকরিয়া বা আলীকদমেও এড হয়।
❑ সম্ভাব্য দর্শনীয় স্থানসমূহঃ
> খেমচং পাড়া
> ক্রিস্তং/জঙ্গল পাহাড় সামিট
> রুংরাং পাহাড় সামিট
> মিনিয়াং পাড়া
> শামুক ঝর্ণা
> ম্যানকিউপাড়া
❑ ট্যুর ইনফরমেশন :
যাত্রা শুরু : [২১ নভেম্বর ২০২৪ইং রাত ১১:০০ টায় ঢাকা এবং ২২তারিখ ভোর ৪ টায় চট্টগ্রাম থেকে]
যাত্রা শেষ : [২৫ নভেম্বর ভোর ৬ টায় ঢাকায় এবং ২৪তারিখ রাত ১১ টার মধ্যে চট্টগ্রাম]
📌 ইভেন্ট ফি
চট্টগ্রাম টু চট্টগ্রাম = ৫০০০৳ টাকা
ঢাকা টু ঢাকা = ৬৫০০৳ টাকা
আলীকদম অথবা চকরিয়া আলোচনা সাপেক্ষে।
📌 বুকিং করার শেষ সময় ১৯ই নভেম্বর রাত ১২ পর্যন্ত 📌এই ট্যুর মিড ট্রেকিং, সো নিরদ্বিধায় বুকিং করুন।
❑ বুকিং দেওয়ার সিস্টেমঃ
নাম্বারে ৩০৬০টাকা বিকাশ করলেই আপনার ট্যুর বুকিং কনফার্ম করে ফেলুন! [ অফেরতযোগ্য ]
বিকাশ/রকেট/নগদ করেই সাথে সাথে উপরের নম্বরে ফোন করে নিজের নাম এবং Transaction ID দিয়ে এডমিন অথবা মডারেটরের ইনবক্সে নক করবেন।
জানাবার পরেই আপনার আসন কনফার্ম হবে। অথবা সামনা-সামনিও দেখা করে টাকা দিতে পারেন।
*** বুকিং মানি ছাড়া মৌখিক কনফার্ম করা সম্ভব না।
01604-772366 bKash /nagad personal
📌 ট্যুর প্ল্যান এবং ইনফরমেশন
যেহেতু এটা অফ ট্রেইল ট্রেকিং ট্যুর তাই ট্যুর প্ল্যান বা রুট প্ল্যান শেয়ার করা হচ্ছে নাহ, বুকিং করার পর চ্যাট গ্রুপের সকল প্রকার প্ল্যান শেয়ার করা হবে এবং কল করেও বিস্তারিত জানতে পারবেন ট্যুরের ধন্যবাদ।
❑ যা যা থাকছে ইভেন্ট :
> ঢাকা টু আলীকদম আপ-ডাউন বাস ভাড়া।
> ট্রেকিং পথে শুকনা খাবার।
> রাতে পাড়ায় বা ঝুমঘরে থাকা।
>সকালের নাস্তা -শুকনা খাবার)রাতের খাবার
> চাঁন্দের গাড়ি।
> অভিজ্ঞ গাইড।
> দক্ষ হোস্ট।
কি কি নিতে হবেঃ
এখানে যা লেখা থাকবে তার অতিরিক্ত কিছুই নিবেন না, না হলে আপনার ব্যাগ ভারী হয়ে যাবে।
১. টি-শার্ট ১ টি যা গায়ে দিয়ে আসবেন।
৩. হাফপ্যান্ট ২ টি।
৪. ট্রাউজার ১ টি। রাতে ঘুমানোর জন্য।
৫. এ্যাংলেট। যদি আপনার প্রয়োজন হয়। তবে ফুল মৌজা নিলে জোঁক কম ধরবে।
৬. ট্রেকিং জুতা ভালো মানের গ্রীপ সহ।
৭. গামছা ১ টি।
৮. মোবাইল। ক্যামেরা ভালো হলে ভালো।
৯. পাওয়ার ব্যাংক ও ক্যাবল।
১০. ক্যাপ। রোদ-বৃষ্টি থেকে বাঁচার জন্য।
১১. ব্যাগ।
১২. পানির বোতল প্লাস্টিকের কম ওজনের, ১লিটার এর বোতল।
১৩. টর্চলাইট। ১০০৳ দিয়ে কিনতে পাওয়া যায়, যেগুলো পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ করা যায়। যাদের হেডলাইট আছে তারা এক্সট্রা ব্যাটারি নিয়ে নিবেন।
১৪. বড় পলিথিন, যেনো বৃষ্টি হলে ব্যাগ কভার করা যায়। ছোট পলিথিন, যেনো ভেজা কাপড় রাখা যায়।
১৫. পতাকা,
১৬. NID/জন্মনিবন্ধন/স্টুডেন্ট আইডি/অফিস আইডি যে কোনো একটির ৫ কপি ফটোকপি নিবেন।
১৭. লাইটার এবং সিগারেট পার্সোনাল, যা লাগবে নিয়ে নিবেন, সেখানে গিয়ে কারো কাছে চাবেন না।
১৮. টুথপেষ্ট,টুথব্রাশ।
১৯. শুকনা খাবার আমরা বিস্কিট দিবো। তারপরও আপনি খেজুর, বাদাম, কিচমিচ, মধু, ম্যাঙ্গোবার, চকলেট নিতে পারেন।
২০. ব্যাথার ঔষধ, গ্যাসের ঔষধ, স্যালাইন, ব্যান্ডেজ, মুভ নিয়ে নিবেন।
কোনো কিছু নিতে অবহেলা করলে পাহাড়ে এর প্রয়োজনীয়তা অনুভব করবেন।
বিঃদ্রঃ আমাদের ট্যুরে মেয়েদের সেফটির বিষয়টি সর্বাধিক গুরুত্বের সঙ্গে দেখা হয়, তাই কোনো সন্দেহ ছাড়াই আপুরা জয়েন করতে পারবেন।
❑ যা যা মানতে হবেঃ
• পারমিশন ছাড়া গ্রুপের মেয়েদের ছবি তুলা যাবেনা।
• গ্রুপের কারো সাথে বাজে ব্যবহার করা যাবেনা।
• স্থানীয়দের সাথে কোন ধরনের খারাপ ব্যবহার করা যাবেনা।
_________ আবারো _________
আমাদের সাথে ভ্রমনের শর্তাবলীঃ
>প্রথমত এটি একটি ট্রেকিং ট্যুর মোটামুটি ভালোই হাটা লাগবে তাই চিন্তাভাবনা করেই বুকিং করবেন, পরবর্তীতে কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
>পাহাড়ের পাড়ায় থাকার জন্য লাক্সারিয়াস কোন কটেজ বা হোটেল পাবেন না। তাই থাকার জায়গা নিয়ে কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না। ওখানে যেমন ব্যবস্থা তেমনটাই মানিয়ে নিতে হবে।
>যাওয়ার সময় বাসের সীট বুকিং ডেট অনুসারে দেয়া হবে এবং ফেরত আসার সময় রিভার্স করা হবে।এ সম্পর্কে পরবর্তীতে কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
তবে বয়স্ক ও মহিলারা অগ্রাধিকার পাবে।
>আমরা একটি পরিবার হয়ে ট্রিপ করবো তাই আমরা সদা পরস্পর পরস্পরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল ও হেল্পফুল থাকবো।নিজেদের কোন ব্যবহারে টিমের কেউ মানসিক ভাবে আহত হতে পারে এমন কোন কাজ করবো না।অহেতুক বিবাদে জড়াবো না। এতে ভ্রমণের ভাল সময় নষ্ট হয়।
>ভ্রমণের সময় কোন প্রাকৃতিক দূর্যোগ বা অন্য কোন সমস্যা সৃষ্টি হলে সবাই মিলে সিদ্ধান্ত নিবো।বিপদ কখনো বলে আসে না। তাই কোন বিপদে যদি ভ্রমণ বাতিল/স্থগিত হয় সেক্ষেত্রে কতৃপক্ষ দায়ী না।যদি দিন/সময় বেড়ে গিয়ে অতিরিক্ত খরচ লাগে সেটা সবাই মিলে বহন করতে হবে।
>ভ্রমনের সময় ম্যানেজমেন্টের কথা চূড়ান্ত বলে গণ্য হবে।
>ভ্রমন পরিচালনার জন্য সবার সহযোগিতা মানসিকতা থাকতে হবে।
>নিজেদের কোন কাজে যেন পরিবেশ বা প্রকৃতির কোন ক্ষতি না হয় এ বিষয়ে সর্বোচ্চ সচেতন থাকবো। যে কোন ধরনের প্লাস্টিক, প্যাকেট বা বোতলজাত বর্জ্য ফেলে কোনভাবেই পরিবেশের ক্ষতি করবো না।
ট্রিপ চলাকালীন অন্যান্য নিজের কোন খরচ নিজেকে বহন করতে হবে তাহলে আমাদের বাজেট অনুযায়ী ইনশাআল্লাহ ঘুরে আসা সম্ভব।
>সার্বক্ষনিক গাইড ও ম্যানেজমেন্ট এর কথা মেনে চলতে হবে।
এছাড়া ট্যুর সংক্রান্ত যে কোন তথ্য জানতে কল দিতে দিতে পারেন এই নাম্বারে-
যেকোনো_প্রয়োজনেঃ 01604-772366
আমাদের গ্রুপের যে কোন ট্যুর সম্পর্কে জানতে বা নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন আমাদের গ্রুপে❤️
Advertisement
Event Venue & Nearby Stays
আলীকদম, বান্দরবান।, Ukhiya, Barisāl, Bangladesh, Chittagong