Advertisement
মহীরুহ'২৫ – একটি যুব নেতৃত্বাধীন জলবায়ু সচেতনতা অভিযান২০২৩ সালে যাত্রা শুরু করা ‘মহীরুহ’ এখন উত্তরাঞ্চলের সবচেয়ে বড় ইয়ুথ-লেড ক্লাইমেট ইনিশিয়েটিভ।
২০২৫ সালে "মহীরুহ'২৫" শিরোনামে এটি আয়োজন করা হচ্ছে আরও বড় পরিসরে, যেখানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন নিয়ে শিখবে, ভাববে এবং নিজ নিজ কমিউনিটিতে সচেতনতা ছড়াবে।
ইভেন্টে যা থাকছে:
- 🌍 জলবায়ু অলিম্পিয়াড
- 🧱 দেয়ালিকা প্রদর্শনী
- 🎤 সেমিনার ও কর্মশালা
পুরস্কার হিসেবে থাকছে:
🏆 প্রাইজমানি
📚 মেধাবৃত্তি
🥇 ক্রেস্ট ও মেডেল
🎁 আকর্ষণীয় উপহার সামগ্রী
কার্যক্রম চলবে:
📆 ১৭ আগস্ট ২০২৫ থেকে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত
📍 রংপুর বিভাগের ৮টি জেলা শহর ও ৫টি উপজেলা
আয়োজক: রূপান্তর
সহযোগিতায়:প্রায় ৫০টিরও বেশি ক্লাব ও যুব সংগঠন, যারা মাঠপর্যায়ে ইভেন্টটি বাস্তবায়নে যুক্ত থাকবে।
চলুন, আমরা সবাই মিলে গড়ে তুলি এক সচেতন, পরিবেশবান্ধব নতুন প্রজন্ম—মহীরুহ'২৫-এর মাধ্যমে!
Advertisement
Event Venue & Nearby Stays
Rangpur Zilla School, Rangpur, Kachari Bazar, Rangpur,Rangpur City, Cooch Behar, India
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.








