Advertisement
মানুষের পাশে থাকার একটানা দশ বছর পূর্ণ করতে চলেছে আমাদের — অগ্নিকল্প।এই দীর্ঘ যাত্রায় আমাদের প্রতিটি প্রকল্প, প্রতিটি পদক্ষেপ ছিল এক একটি আলো —
যা ছুঁয়েছে অসংখ্য মানুষের জীবন, এনে দিয়েছে আশা ও ভালোবাসা।
আগামী ১৩ই ডিসেম্বর, ২০২৫ অনুষ্ঠিত হতে চলেছে
আমাদের বার্ষিক অনুষ্ঠান — “বহ্নিশিখা ২০২৫”
সারথি, প্রগতি-এ, প্রগতি-বি, উড়ান, প্রবাহ, অপরাজিত, মৃত্যুঞ্জয়, প্রেরণা, স্পর্শ, অগ্নিজ্যোতি, বন্ধু, অধিকার, জোনাকি, অনির্বান এবং আরও অনেক মানবিক প্রয়াস।
থাকবে সৃজনশীল সাংস্কৃতিক অনুষ্ঠান l
আসুন, আমরা সবাই একসাথে উদযাপন করি এই ভালোবাসা, সহযোগিতা আর মানবতার ১০ বছরের দীপ্ত যাত্রা।
কারণ, অগ্নিকল্প মানে শুধু একটি নাম নয় — এটি এক প্রতিজ্ঞা, মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি।
Advertisement
Event Venue & Nearby Stays
Uttar Adan, Begampur, Hooghly, Dankuni, West Bengal, India, Uttarpara, India
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.



