বসন্তের রঙে রঙিন শিমুল বাগানে TripBd

Thu, 20 Feb, 2025 at 10:00 pm to Sat, 22 Feb, 2025 at 06:00 am UTC+06:00

Panthapath, Dhaka, Dhaka Division, Bangladesh | Dhaka

Trip Bd - Adventure & Tourism
Publisher/HostTrip Bd - Adventure & Tourism
\u09ac\u09b8\u09a8\u09cd\u09a4\u09c7\u09b0 \u09b0\u0999\u09c7 \u09b0\u0999\u09bf\u09a8 \u09b6\u09bf\u09ae\u09c1\u09b2 \u09ac\u09be\u0997\u09be\u09a8\u09c7 TripBd
Advertisement
এটি Trip Bd.. Advanture and Tourism এর একটি লাভজনক ইভেন্ট। আমাদের গ্রুপের অন্যান্য ইভেন্ট সম্পর্কে জানতে লিংকে গিয়ে জয়েন করুন।
⭕ পেজ লিংক:
https://www.facebook.com/trip2bd
⭕ গ্রুপ লিংক:
https://www.facebook.com/groups/TripBd/
ইভেন্টে অযথা going অথবা interested দিবেন না। যাওয়ার সম্ভাবনা থাকলে interested এ ক্লিক করে রাখুন যাতে সার্বক্ষণিক আপডেট পেতে পারেন। কনফার্ম করার আগে সবকিছু ভালোভাবে পড়ে নিবেন এবং কনফার্ম করার পর ইভেন্ট আপনার ওয়ালে শেয়ার করে রাখতে পারেন যাতে আপনার পরিচিতরাও যাবার সুযোগ পায়।
প্রায় ১৪ বছর আগে ২ হাজার ৪০০ শতক জমিতে শুধুই সৌখিনতার বসে এই শিমুল বাগান গড়ে তুলেছিল জয়নাল আবেদীন নামে স্থানীয় একজন ব্যবসায়ী।বসন্ত এলে যখন একসাথে দু হাজার গাছে ফুলে ফুলে ভরে ওঠে তখন পর্যটকদের নজর না কেড়ে উপায় থাকে না। সুনামগঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদীর তীরে এই শিমুল ফুলের বাগান।বসন্তের দুপুরে পাপড়ি মেলে থাকা শিমুলের রক্তিম আভা মন রাঙায়। এ যেনো কল্পনার রঙে সাজানো কোন এক প্রান্তর। মাঝে যাদুকাটা নদীর গাঢ় কাচের মত স্বচ্চ নীল পানির চিক চিক দৃশ্য। ওপারে দেখা মিলবে মেঘালয়ের সুউচ্চ পাহাড়ের সারি।সব মিলে মিশে গড়ে তুলেছে অদ্ভুত সৌন্দর্যময় এক শিল্পীর তুলির আঁচড়। আমাদের Trip Bd এর এবারের আয়োজন সেই শিমুলবাগান দর্শন।
👉যা যা দেখব:
১। শিমুল বাগান।
২। জাদুকাটা নদী।
৩। বারিক্কাটিলা।
৪। নীলাদ্রি লেক।
৫। টেকেরঘাট।
৬। মেঘালয় পাহাড়।
👉খরচপাতি: সবকিছু মিলে ২৯৯৯ টাকা ইভেন্ট ফি।
👉এই টাকায় যেসব সুবিধা পাবেন:
১।সকল যাতায়াত খরচ।
২।তিনবেলা খাবার ও বিকেলের চা।
৩।সকল প্রকার গাইড ফি।
৪।সকল প্রকার এন্ট্রি ফি।
👉এই টাকায় যেসব জিনিস থাকছে না:
১।ব্যক্তিগত কোন ধরনের খরচ।
২।কোন ধরনের ঔষধ।
৩।আমাদের সার্ভ করা প্যাকেজের বাইরে কোন বাড়তি খাবার খেলে।
৪।হাইওয়েতে যাত্রা বিরতিতে কোন ধরনের খাবার।
👉কনফার্ম করার নিয়ম।
আপনার ট্রিপ কনফার্ম করতে অগ্রিম ১৫৩০ টাকা বিকাশ করে আসন নিশ্চিত করুন (অফেরতযোগ্য)।
বিকাশ নাম্বার : 01743689600(পার্সোনাল)।
01750705125 (পার্সোনাল)।
01912823837 (পার্সোনাল)।
নগদ: 01743689600(পার্সোনাল)।
কারো সুবিধা হলে ব্যাংক একাউন্টে এডভান্স মানি দিতে পারেন।
Bank asia
A/c name :Md Arifur Rahaman
Comilla branch
A/c no: 07134004552
বিকাশ করার পর আপনার নাম, ঠিকানা এবং আপনার বিকাশের ট্রানজেকশন আইডি নাম্বারটা আমাদের টেক্সট করে জানাবেন। অগ্রিম পেমেন্ট ছাড়া কোনভাবেই কনফার্ম ধরা হবে না।
কনফার্ম করার লাষ্ট ডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ (আসন থাকা সাপেক্ষে)।
👉আসন সংখ্যা: ২৮ জন।
👉যাত্রা পরিকল্পনা:
# ঢাকার সায়দাবাদ থেকে বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি রাত ১০:০০ টায় সুনামগঞ্জের বাসে উঠবো।
# ২১ তারিখ সকালে সুনামগঞ্জে নেমে ফ্রেশ হয়ে নাস্তা করে লেগুনাতে উঠবো।
# লেগুনা নিয়ে চলে যাবো শিমুল বাগান, নীলাদ্রি লেক ও বারিক্কা টিলা দেখতে।
# দুপুরের মধ্যে সেখানেই কোথাও দুপুরের খাবার খেয়ে নিব।
# সবকিছু দেখা শেষে সুনামগঞ্জ ফিরে আসব একই পথে।
# সুনামগঞ্জ এসে রাতের খাবার খেয়ে বাসে উঠবো।
২২ ফেব্রুয়ারি সকাল ৬ টার মধ্যে ঢাকায় থাকবো ইনশাআল্লাহ।
👉সাথে যা নিবেন:
১। ব্যাথানাশক ঔষধ।
২। গামছা।
৩। পলিথিন।
৪। ক্যাপ।
৫। পানির বোতল।
৬। ট্রেকিং উপযোগী সেন্ডেল/শো।
৭। শর্টপ্যান্ট।
৮। খাবার স্যালাইন।
৯। ব্যান্ড এইড।
১০। ক্যামেরা(যদি থাকে)।
১১। পাওয়ার ব্যাংক।
১২। টুথপেষ্ট ও টুথব্রাশ।
👉কনফার্ম করার আগে এই ট্রিপের কিছু নিয়ম ও শর্ত জেনে নিন:
# প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে। এটি একটি গ্রুপ ট্যুর, সবার সাথে ঘুরার মনমানষিকতা থাকতে হবে।
# ট্রিপ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
# আমরা শালিনতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব। গ্রুপে অশ্লীলতার কোন সুযোগ নেই।
# দূর্ঘটনা ও প্রতিকূল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে। যেটা আমরা সকলে মিলেই ঠিক করব ও মোকাবিলা করব।
# ট্রিপ কনফার্মেশন এর সিরিয়ালের উপর ভিত্তি করে বাসের সিট এবং রিসোর্ট/হোটেল দেয়া হবে।
# প্রতিটি জায়গার সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব যেন ভবিষ্যত ট্যুরিজম এর কোন ক্ষতি না হয়। তাই যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা সম্পূর্ন নিষেধ। খালি পলিথিন, চকলেট বিস্কিটের প্যাকেট, পানির বোতল ট্রেইল থেকে বহন করে নিয়ে এসে লোকালয়ে নিদিষ্ট স্থানে ফেলতে হবে।
# গ্রুপের সকলের সাথে এবং স্থানীয় লোকদের সাথে ভালো আচরন করতে হবে। আপনার আচরনে যাতে কেউ কষ্ট না পায়। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
# ট্যুর চলাকালিন ব্যক্তিগত কোন সমস্যায় পড়লে নিজে পদক্ষেপ না নিয়ে আমাদেরকে জানাবেন আমরা সেবা দেওয়ায় প্রস্তুত আছি। তবে যেকোন বিষয়ে হোষ্টের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য হবে।
# ছবি তোলার সময় সবাইকে সাহায্য করবেন।অযথা কেউ সময় নষ্ট করবেন না। আমরা সবকিছু সময়ের মধ্যে করব।
# আপনার ব্যক্তিগত কিছু হারালে আমরা দায়ী থাকবো না। তাই নিজের জিনিস নিজেই দেখে রাখবেন।
# কোন প্রকার মাদক সেবন বা বহন সম্পূর্ণ নিষেধ এবং ধূমপানের অভ্যাস থাকলে নিরাপদ দূরত্ব বজায় রেখে করুন। মাদক সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হবে।
# ব্যক্তিগত লেনদেন থেকে বিরত থাকবেন।
# ব্যাগ যতটা সম্ভব হালকা রাখবেন।
আশা করি সবকিছু মেনেই আপনি Trip Bd এর একজন ট্যুর মেম্বার হবেন। আমরা থাকব আপনার পাশে।
ট্রিপের সম্পর্কে বিস্তারিত জানতে ও কনফার্ম করতে এবং ট্রিপ এর সকল ডিটেইল পড়ে কোন জিজ্ঞাসা বা কনফিউশন থাকলে নিচের নাম্বার গুলোতে যোগাযোগ করতে পারেন:
গ্রুপ এডমিন:
📱উজ্জ্বল: +8801672-266989
📱সিফাত: +8801750-705125
📱তৃষা: +880 1912-823837
📱কাউসার: +880 1795-796233
⛺ TripBd (Advanture and Tourism)
Advertisement

Event Venue & Nearby Stays

Panthapath, Dhaka, Dhaka Division, Bangladesh

Sharing is Caring:

More Events in Dhaka

The Bangladesh International Textile Fabrics and Accessories Exhibition
Thu, 20 Feb, 2025 at 12:00 am The Bangladesh International Textile Fabrics and Accessories Exhibition

International Convention City Bashundhara

Dhaka International Textile & Garment Machinery Exhibition
Thu, 20 Feb, 2025 at 12:00 pm Dhaka International Textile & Garment Machinery Exhibition

International Convention City Bashundhara (ICCB)

6TH ANNUAL RUNBANGLA RACE 2025
Fri, 21 Feb, 2025 at 04:00 am 6TH ANNUAL RUNBANGLA RACE 2025

Hatir Jheel

Ashulia 10k Run 2025
Fri, 21 Feb, 2025 at 05:30 am Ashulia 10k Run 2025

Jirabo Ashulia Savar, Dhaka

International mother language day
Fri, 21 Feb, 2025 at 06:00 am International mother language day

সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়

AIMS KIDS SERIES 2025
Fri, 21 Feb, 2025 at 07:00 am AIMS KIDS SERIES 2025

Police Staff College, Mirpur

UC Events Pre Ramadan Exhibition @Lakeshore Hotel
Fri, 21 Feb, 2025 at 10:00 am UC Events Pre Ramadan Exhibition @Lakeshore Hotel

Lakeshore Hotel Gulshan

FUSION FEST 2025
Fri, 21 Feb, 2025 at 10:10 am FUSION FEST 2025

Midas, Dhanmondi 27, Dhaka

Dhaka is Happening!

Never miss your favorite happenings again!

Explore Dhaka Events