Advertisement
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন৷ সেন্ট মার্টিন দ্বীপ হলো বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ (মাত্র ৮ বর্গকিলোমিটার)। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমারের উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। এটি নারিকেল জিঞ্জিরা, নারকেল জিঞ্জিরা, জিঞ্জিরা, জাজিরা, দারুচিনি দ্বীপ বা দেরদিউসা দ্বীপ নামেও পরিচিত। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরা বলা হয়ে থাকে। বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে এটি ব্যাপক পরিচিত একটি নাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এডভেঞ্চার ক্লাবের পরবর্তী গন্তব্য এই সেন্ট মার্টিনেই!✈ট্যুরের তারিখঃ
যাত্রা শুরুঃ ২৭ জানুয়ারি,২০২৫; সোমবার, রাত ১১.৩০ মিনিট ( চট্টগ্রাম দামপাড়া বাস স্টেশন)
যাত্রা শেষঃ ৩১ জানুয়ারি ২০২৫,শুক্রবার , ভোর ৬ টা
🔰 সম্ভাব্য ভ্রমণ বর্ণনা-
২৭ জানুয়ারী,২০২৫ রাত ১২টার বাসে দামপাড়া থেকে আমাদের ভ্রমণ শুরু হবে। ভোর বেলায় কক্সবাজার পৌছে সকালের নাস্তা করে নিবো৷ সেখান থেকে সরাসরি নুনিয়াছড়া ঘাট। সেখান থেকে শীপে করে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন পৌঁছে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিজেদের মতো বিচটা ঘুরে দেখবো।
দ্বিতীয় দিন (২৮ জানুয়ারি) ভোর বেলায় সবাই একসাথে সূর্যোদয় দেখবো। সেখান থেকে ছেড়াদ্বীপের উদ্দেশ্যে রওনা হবো৷ ছেড়াদ্বীপ ঘুরে এসে নাস্তা করে নিয়ে নিজেদের মতো সমুদ্রবিলাশ করবো। বিকেলে/সন্ধ্যায় হবে গানের আড্ডা!
তৃতীয় দিন (২৯তারিখ) শীপে করে রওনা দিবো কক্সবাজারের উদ্দেশ্যে৷ সেখান থেকে রাতের বাসে চট্টগ্রাম!
✈ভ্রমন ফি (চট্টগ্রাম থেকে চট্টগ্রাম ): ৬৫০০/- টাকা
✈অগ্রিম প্রদানের শেষ তারিখঃ ১৫ই জানুয়ারি, ২০২৫ (এরপর কোনোভাবেই বুকিং দেয়া যাবে না)
✈ভ্রমনের মেয়াদঃ ৩ রাত ২ দিন
✈যাতায়াতঃ ননএসি বাস, শীপ
🔰ইভেন্টে বুকিং করার নিয়ম-
১ম ধাপঃ আমাদের ফেসবুক পেজের ইভেন্টে "Going" দিন এবং নিজের টাইমলাইনে শেয়ার করুন।
২য় ধাপঃ ইনবক্সে স্টুডেন্ট আইডি কার্ডের ছবি পাঠিয়ে দিবেন অথবা জাতীয় পরিচয়পত্রের ছবি দিবেন ।
৩য় ধাপঃ অগ্রীম ৩৫৭০ টাকা বিকাশ/নগদে দিতে হবে (অফেরতযোগ্য ও খরচ সহ)।
বিকাশ/নগদ - 01518634148 (সেন্ড মানি করবেন)
**বুকিং মানি ছাড়া ট্যুর কনফার্ম করা হবে না। অবশিষ্ট টাকা ট্যুরের দিন কালেক্ট করা হবে।**
⭐যা যা অন্তর্ভুক্ত থাকবেঃ
০১. চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে ফিরে আসার সম্পূর্ণ বাস ভাড়া।
০২.সেন্টমার্টিন দ্বীপে আসা-যাওয়ার জাহাজ ভাড়া।
০৩. ট্রিপ চলাকালীন সকল মূল খাবার ও একটি ফিস বার্বিকিউ।
০৪. সেমিবিচভিউ সেন্টমার্টিনের সেরা রিসোর্টে রুম।
০৫. ছেঁড়াদ্বীপে যাওয়ার ট্রলার ভাড়া
🌺খাবার মেন্যু:-
শুরুতেই আমাদের প্রয়োজন একটি স্বাস্থ্যকর নাস্তা। প্রতিদিন সকালের নাস্তায় থাকবে খিচুরী,ডিম ভূনা অথবা পরটা,সবজি, ডিমভাজি।
দুপুরে থাকবে কয়েকপ্রকার ভর্তা(শুটকি,মাছ,ডাল) এবং ডাল ও সমুদ্রের তাজা কোন মাছ ।সেন্ট মার্টিন গিয়ে রাতে সেখানকার বার বি কিউ না খেলে ট্যুরটাই অসম্পূর্ণ থেকে যাবে তাই রাতের খাবারের তালিকায় থাকবে আবার সুস্বাদু কোন মাছের বার বি কিউ এবং সাথে পরটা।
🔐যা থাকছে নাঃ-
*কোন ব্যক্তিগত খরচ
*কোন ঔষধ
*প্যাকেজের বাইরে কোন খাবার খেলে যেমন (ঠান্ডা মিনারেল ওয়াটার, ডাব)
*কোনপ্রকার অটো ভাড়া।
🌺যা সাথে নেওয়া উচিতঃ
- গ্রামীন সিমে নেটওয়ার্ক ওভারঅল ভালো, বাকিগুলাও খারাপ না ।
- মশা থেকে বাঁচার জন্য অডোমস নিলে নিতে পারেন খুব বেশী প্রয়োজন না।
- গামছা নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়
- সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
- ব্রাশ ,প্রয়োজনীয় ঔষধ
- ক্যামেরা এবং এর এক্সট্রা ব্যাটারি যদি নেন আরকি।
★ প্রয়োজনীয় জিনিসপত্রঃ
--জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট বা স্টুডেন্ট আইডি কার্ডের ১টি করে ফটোকপি অবশ্যই সাথে রাখতে হবে (বাধ্যতামূলক)।
-পলিথিন ব্যাগ (মোবাইল, ক্যামেরা রাখার জন্য ও নিজের ময়লা আবর্জনা রাখার জন্য)।
--পানির বোতল।
-যেহেতু শীতকাল তাই গরম কাপড় লাগবে।
--ট্রলারে রোদের ভোগান্তি কমাতে ছাতা।
# মোবাইল চার্জ দেওয়ার জন্য পাওয়ার ব্যাংক মাস্ট
★★শর্তসমূহঃ
-প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকা জরুরি।
--যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রয়োজন হলে আবর্জনা ফেলার জন্য আলাদা পলিথিনের ব্যাগ রাখতে পারেন। আমাদের কারণে যেন প্রকৃতির কোনো প্রকার ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
-ইভেন্ট যেন সুন্দরভাবে পরিচালিত হয় সেজন্য একে অপরকে সাহায্য করার মানসিকতা রাখতে হবে।
--স্থানীয়দের সাথে কোনো প্রকার বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলতে চাইলে প্রয়োজনে ট্যুর হোস্টের সাহায্য নিতে হবে।
-বাসের সীট বন্টন করা হবে এডভান্স পেমেন্টের ভিত্তিতে তাই যে আগে পেমেন্ট করবে সে অগ্রাধিকার পাবে।
--দলছুট হওয়া যাবে না। জরুরী প্রয়োজনে কোথাও যেতে হলে ট্যুর হোস্টের অনুমতি নিয়ে যেতে হবে।
-সর্বোপরি কোন রকম নিয়ম বহির্ভূত ও অসদাচরণ করা যাবে না।
★★বি:দ্র:
- যদিও সর্বোচ্চ সতর্কতা নেয়া হবে। তবুও ট্যুর চলাকালীন যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য CUAC দায়ী থাকবে না। যেকোনো সময় যেকোনো প্রকার দুর্ঘটনা ঘটতে পারে যার উপর আমাদের কোন নিয়ন্ত্রণ নেই তাই যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থেকে নিজ দায়িত্বে ট্যুরে কনফার্ম করার অনুরোধ করা হলো।
- -আবহাওয়া ও পরিবেশ কিংবা যেকোন প্রয়োজনে ট্যুর প্ল্যান চেঞ্জ হতে পারে।
-যেকোনো ব্যাপারে ট্যুর হোস্টের সিদ্ধান্তই চূড়ান্ত। সবাই হোস্টের সিদ্ধান্ত মানতে বাধ্য থাকবে।
ট্যুরটি সকলের জন্যই উন্মুক্ত। নারী-পুরুষ-ধর্ম-বয়স নির্বিশেষে যে কেউ আমাদের সাথে জয়েন করতে পারেন। তবে অবশ্যই পুরো ইভেন্ট ডেসক্রিপশন পড়ে তারপর কনফার্ম করবেন।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন
হোস্ট- মোঃ দিদার ইসলাম বুলবুল
মোবাইল- 01518634148
Happy Travelling 💚💚💚
Advertisement
Event Venue & Nearby Stays
Saint Martin, Narkeljinjira, Teknaf,Cox's Bazar, Bangladesh, Chittagong