Advertisement
সবাইকে ১০০% নিশ্চিত হয়ে ইভেন্টে Going দেয়ার অনুরোধ করছি। ইভেন্টের সমস্ত আপডেট পেতে Interested দিয়ে রাখলেই যথেষ্ট।.
আমাদের গ্রুপের সকল ইভেন্ট আপডেট পেতে জয়েন করুন নিচের লিংকে।
https://www.facebook.com/share/g/1Bnhm41R5T/?mibextid=wwXIfr
.
পেইজ লিংক:
https://www.facebook.com/profile.php?id=61558686423543
.
লম্বা সময় হাটার মানসিকতা নিয়ে নিজেকে ট্যুরের আগেই প্রস্তুত করে নিন।নিয়মিত হাঁটাহাঁটি, শরীর চর্চা করলে আশা করছি সমস্যা হবে না।
.
>এডভেঞ্চার পাগল সবার জন্য ট্রেক বাংলা থেকে এবারের আয়োজন।
কল্পনার রাজ্যের মতো আন্ধারমানিক পর্যটকদের কাছে আকর্ষণীয় এক স্থান।আন্ধারমানিকের সৌন্দর্য যেমন হৃদয় হরণ করে; ঠিক সেখানকার রহস্য কৌতূহল আরও বাড়িয়ে দেয়। বান্দরবান জেলার থানচি উপজেলার বড় মদক এলাকায় অবস্থিত আন্ধারমানিক।
.
.
ভ্রমণের সময়কালঃ
🚌 যাত্রার:- ৩০ জানুয়ারি , ২০২৫ রাত ১০ টা
🚌 ফেরার:- ৪ ফেব্রুয়ারী , ২০২৫ ভোর ৬ টা
.
.
সম্ভাব্য দর্শনীয় স্থান সমূহ:
-নারিশ্যা ঝিরি
-তৈন খাল
-চাইম্ফ্রা ঝিরি
.
👥 ট্যুর সাইজ: ১৫ জন।
.
💰 ইভেন্ট ফি:
ঢাকা থেকে - ৭৯০০/- প্রতি জন।
.
**অতিরিক্তি দিন থাকলে তার খরচ আমরা সবাই ভাগ করে নিবো*
.
🧳 কনফার্ম করার পদ্ধতি: ৪০৮০/- টাকা bKash করেই সাথে সাথে ০১৬৮৬১৪২৪৪০ (অপূর্ব), ০১৫২১২৩০৯৩৪ (হৃদয়), নম্বরে ফোন করে নিজের নাম এবং Transaction Id জানাবার পরেই আপনার আসন কনফার্ম হবে। অথবা সামনা-সামনিও দেখা করে টাকা দিতে পারেন। যেকোন অনাকংক্ষিত ভুল বোঝাবুঝি এড়ানোর জন্যেই এটা জরুরী।
-বুকিং মানি অফেরতযোগ্য-
.
💸Bkash/Nagad/Rocket
01681375354 (personal)
01686142440 (personal)
01747001782 (personal, Bkash/Nagad)
.
💸ব্যাংকে পাঠাতে পারেনঃ-
.
🏛️ Midland Bank Limited
Md Arafat Hossain
A/C- 00261010018535
Mirpur Branch
.
🏛️ Midland Bank Limited
Ashik Mahmud Sagar
A/C- 0026-1010018553
Mirpur Branch
.
🏛️ The City Bank Ltd (City Islamic)
Md. Arafat Hossain
A/C- 1781580038914
Pallabi Branch
.
** আসন সংখ্যা সীমিত তাই আসন পূর্ণ হয়ে গেলে ইভেন্ট ক্লোজ করে দেওয়া হবে।
.
<<ট্রিপ প্ল্যান জানতে কল করুন- ০১৬৮৬১৪২৪৪০ ও ০১৫২১২৩০৯৩৪ >>
.
.
❌ যা থাকছেনাঃ
- কোন ব্যক্তিগত খরচ
- কোন ঔষধ
- ঢাকা থেকে বান্দরবান এবং বান্দরবান থেকে ঢাকা যাওয়ার পথে কোনো খাবার**
.
.
✅ যা সাথে নেওয়া উচিতঃ
- শুকনা খাবার (বাদাম, কিসমিস, খেজুর, বিস্কিট, পানির বোতল)
- ভ্রমণের সময় যত কম জিনিস নেয়া যায়, কাপড় যত কম নেয়া যায় ততই আরামদায়ক ভ্রমণ হবে।
- মশা থেকে বাঁচার জন্য অডোমস
- গামছা নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়
- সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
- ব্রাশ
- প্রয়োজনীয় ঔষধ
- টর্চ লাইট (বাধ্যতামূলক)
- ক্যামেরা এবং এর এক্সট্রা ব্যাটারি
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক (কোনো প্রকার বিদ্যুৎ সংযোগ থাকবে না)
.
ℹ️ কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
.
১/ট্রেক বাংলা ভ্রমনপিপাসু ও দায়িত্বশীল ভ্রমনকারীদের জন্য।
২/প্রতিটি জায়গার সৌন্দর্য রক্ষা করা দায়িত্বশীল ভ্রমণের প্রধান উদ্দেশ্য।
৩/ভ্রমণকালীন সময় আমরা সবাই একে অপরকে সর্বাত্মক সহায়তা করব।
৪/স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না।
৫/ কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। ট্রেক বাংলা মাদক মুক্ত ভ্রমণকে উদ্বুদ্ধ করে। আমাদের সাথে আপনার মূল্যবোধ না মিললে আমাদের সাথে ভ্রমণ না করার অনুরোধ করা হল।
৬/ এখানে কোন প্রকার অশ্লীল আচরনের/কাজের কোন রকম সুযোগ নেই। তাই এমন আচরণ থেকে বিরত থাকার অনুরোধ করা হল। না হলে ট্রেক বাংলা কতৃপক্ষ কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।
৭/ যেহেতু গ্রুপ ট্যুর তাই সবার সাথে মিলেমিশে চলার মানসিকতা থাকতে হবে।
৮/ ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করে নেব।
৯/ রেশন বহন করার জন্য সকলকে সহযোগিতা করতে হবে।
.
.
ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন
.
অপূর্বঃ- ০১৬৮৬১৪২৪৪০
হৃদয়ঃ- ০১৫২১২৩০৯৩৪
.
#neverstopexploring
#trekbangla
Advertisement
Event Venue & Nearby Stays
Alikodom , Bandarban, Alikadam, Bandarban.,Chiringa, Chittagong, Bangladesh