Advertisement
স্থানীয়রা তাকে ডাকে ধুপপানি নামে যার মানে দাড়ায় "ধুপ অর্থ সাদা আর পানি যুক্ত করে এটিকে সাদা পানির ঝর্ণা"। রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ওড়াছড়ি নামক স্থানে গেলে দেখা মিলবে অনিন্দ্য সুন্দর এই ঝর্ণার। প্রায় ১৫০ মিটার উচ্চাতার এই ঝর্ণার আসে পাশে রয়েছে হরিণ, বুনো শুকর, বনবিড়াল ও বাল্লুক সহ বেশ কিছু বন্য প্রানী।এবার আমরা যাব এই নয়নাভিরাম ঝর্ণার সৌন্দর্য্য উপভোগ করতে।
যাত্রার বিবরণ:
১১ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার ২০২৫
রাতে ঢাকা থেকে কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা।
১২ই সেপ্টেম্বর, শুক্রবার।
সকালে কাপ্তাই নেমে নাস্তা করে বিলাইছড়ির উদ্দেশ্যে রওনা (জার্নি বাই ট্রালার)। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে, মুপ্পোছড়া ঝর্ণা ও ণ কাটা ঝর্ণার উদ্দেশ্যে পদভ্রমন।
বি: দ্র: বিকাল ও সন্ধ্যাটা শুধুই তোমার আর আমার তাও আবার কাপ্তাই লেকে সাথে।
১৩ই সেপ্টেম্বর, শনিবার।
সকালে নাস্তা করে ধুপপানির উদ্দেশ্য রওনা। জার্নি বাই ট্রালার ও পদভ্রমন। রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা।
১৪ই সেপ্টেম্বর, রবিবার।
কংক্রিটের সেই চির চেনা শহরে।
ভ্রমণ খরচঃ ৫,৯০০/- টাকা।
এই খরচের মধ্যে যা যা থাকবে -
- ঢাকা টু কাপ্তাই টু ঢাকা নন এসি লক্কর ঝক্কর বাস সার্ভিস।
- শুক্রবার সকাল থেকে শনিবার রাত অব্দি তিন বেলা আহারের ব্যবস্থা।
- চিত কাত বোডিংয়ে রাত্রি যাপন।
- জার্নি বাই ট্রলার সার্ভিস।
কাপ্তাই লেকের নির্মল বাতাস ও একটু প্রশান্তির জন্য কোন টাকা লাগবে না।
যে কোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন:
রাজু মংলা – ০১৯ ৮৩ ১২১ ১২১
সাত্তার - ০১৭ ১০ ৪৬৮ ৭২৭
০১৬১৩৩৮০২১৪
“আগে দেখি নিজের দেশ”
- মাহামুদ হাসান খান
Advertisement
Event Venue & Nearby Stays
Dhuppani Falls - ধুপপানি ঝর্না, Chittagong, Bangladesh