জোছনাতরীর সাথে ভরা বর্ষায় কাপ্তাইয়ের নির্জন দ্বীপে ক্যাম্পিং

Thu, 11 Sep, 2025 at 09:00 pm to Sun, 14 Sep, 2025 at 07:00 am UTC+06:00

কাপ্তাই, রাঙামাটি, চট্রগ্রাম | Chittagong

Jochhnatori - \u099c\u09cb\u099b\u09a8\u09be\u09a4\u09b0\u09c0
Publisher/HostJochhnatori - জোছনাতরী
\u099c\u09cb\u099b\u09a8\u09be\u09a4\u09b0\u09c0\u09b0 \u09b8\u09be\u09a5\u09c7 \u09ad\u09b0\u09be \u09ac\u09b0\u09cd\u09b7\u09be\u09df \u0995\u09be\u09aa\u09cd\u09a4\u09be\u0987\u09df\u09c7\u09b0 \u09a8\u09bf\u09b0\u09cd\u099c\u09a8 \u09a6\u09cd\u09ac\u09c0\u09aa\u09c7 \u0995\u09cd\u09af\u09be\u09ae\u09cd\u09aa\u09bf\u0982
Advertisement
কাপ্তাই লেকের নির্জন দ্বীপে তাঁবুবাস⛺🔥
ভরা বর্ষায় কাপ্তাই লেক মানেই অন্য রকম এক মায়া। আর সেই মায়াকে কাছ থেকে ছুঁয়ে দেখার জন্যই আমরা আয়োজন করছি এক্সক্লুসিভ আইল্যান্ড ক্যাম্পিং ট্রিপ।
🌿 এখানে থাকছে—
অফবিট লোকেশন: চারপাশে শুধু পাহাড়, জল আর নির্জন প্রকৃতি।
লাক্সারি-লেভেল কমফোর্ট: তাবু, স্লিপিং ম্যাট, ব্ল্যাঙ্কেট, চার্জিং সুবিধা, ওয়াশরুম—সব কিছুতেই প্রোপার কেয়ার।
ফুড এক্সপেরিয়েন্স: সদ্য ধরা মাছের রান্না, ঘরের স্বাদের খাবার, আর লেকসাইড কফি।
আনপ্ল্যানড রিল্যাক্সেশন: কোনো হেকটিক স্কেজিউল নেই—আপনি চাইলে বই পড়বেন, চাইলে হ্রদে ভাসবেন, আর চাইলে রাতভর তারা দেখবেন।

🔥 স্পেশাল হাইলাইটস-
“ইনফিনিটি লেক ভিউ”তে রাতের তারার নিচে ক্যাম্পফায়ার
হ্যামকে দুলতে দুলতে আড্ডা বা একাকী সময় কাটানো
দ্বীপে থেকেও সম্পূর্ণ নিরাপদ ও আরামদায়ক সেটআপ

এটা সেই ট্রিপ যেখানে একসাথে পাবেন অ্যাডভেঞ্চার + রিল্যাক্স + কমফোর্ট
যারা সবকিছু থেকে একটু দূরে গিয়ে সত্যিকারের প্রকৃতি উপভোগ করতে চান—এটাই আপনার সুযোগ। 🌊
বুকিং ডেডলাইন:
৫ সেপ্টেম্বর [আসন ফাঁকা থাকা সাপেক্ষে]

যাত্রার তারিখ: ১১ সেপ্টেম্বর রাত ১০ টা
ফেরার তারিখ: ১৪ সেপ্টেম্বর সকাল ৬টা
ইভেন্ট আইটিনারি:
১ম দিন-
ঢাকা ফকিরাপুল থেকে রাঙামাটির উদ্দেশ্যে যাত্রা।
২য় দিন-
রাঙামাটি পৌঁছে সকালের নাস্তা সেরে আমরা লঞ্চে করে কাপ্তাই লেক হয়ে দুপুরের আগেই চলে যাবো আমাদের ক্যাম্প সাইটে। শেষ বিকেলে ডিঙি নৌকায় কাপ্তাই তে ভাসবো। রাতে হবে ক্যাম্পফায়ার, বার বি কিউ।
৩য় দিন-
আরাম করে ঘুম থেকে উঠে ছবি তোলা পর্ব সেরে নাস্তা করে আবার বোটে চড়বো। ফিরতি পথে আরো কিছু স্পট দেখে সন্ধ্যা নাগাদ পৌঁছাবো রাঙামাটি। রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো।

ইভেন্ট ফি: ৫৫০০ টাকা।
♦ কনফার্মেশন এর জন্য:
২০০০/- বুকিং মানি পাঠিয়ে আপনার আসন কনফার্ম করতে পারেন।
আপনার প্যাকেজটি দুইটি উপায়ে বুকিং কনফার্ম করতে পারেন:
১। ব্যাংক ডিপোজিট এর মাধ্যমে বুকিং কনফার্ম:
Shameem Kawser
Account number: 1191580113668
Dutch bangla bank, Dania branch,Dhaka
২। বিকাশ কিংবা নগদ বা রকেটে এর মাধ্যমে বুকিং মানি পাঠাতে:
+8801952537002
(বিকাশ, নগদ, রকেট পারসোনাল)
ইভেন্ট ফি তে ইনক্লুডেড:
১. সকল যাতায়াত (ঢাকা- রাঙামাটি -ঢাকা নন এসি বাস, বাস-বোট/লঞ্চ)
২. প্রফেশনাল গাইড সার্ভিস
৩. থাকার সব খরচ
৪. খাবারের সব খরচ (০২ দিনে মোট ০৬ বেলা খাবার)
৫. প্রত্যেক রাতে পাহাড় সম্পর্কে একটি বেসিক ব্রিফিং ও কন্সাল্টেন্সি।
৬. তাঁবু
৭. স্লিপিং ম্যাট
৮. স্লিপিং ব্যাগ বা কম্বল
৯. ক্যাম্পফায়ারের ব্যবস্থা
🎁এছাড়া যেকোনো ধরণের খরচ নিজেদেরকে বহন করতে হবে এবং অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার জন্য কোনো বাড়তি খরচ হলে তা সবাইকে মিলেই বহন করতে হবে।
✨ট্রিপে যা যা অবশ্যই সাথে নিতে হবে:
১। ব্যাকপ্যাক - সাথে রেইন কভার
২। হেড ল্যাম্প
৩। টি শার্ট ২/৩টি (হাফ ও ফুল স্লিভ)
৪। হাফ প্যান্ট, ট্রাউজার
৫। টুথ ব্রাশ - পেস্ট - সাবান
৬। গামছা
৭। ছাতা
৮। সানগ্লাস, ক্যাপ, সানস্ক্রিম
৯। পানির বোতল
১০। প্রাথমিক ওষুধ, স্যালাইন, গ্লুকস
১১। মশার জন্য ওডোমস ক্রিম
১২। এন আই ডি / স্টুডেন্ট আই ডি কার্ডের ফটোকপি ২ টা
১৩। পাওয়ার ব্যাংক
স্পেশাল নোটস:
# এটি একটি রিলাক্স ট্রিপ তবে ক্যাম্পিং ট্রিপ।
# যেকোনো প্রকারের দুর্ঘটনা যখন তখন হতে পারে।
এছাড়াও বিস্তারিত জানতে যোগাযোগ করুন-
শামীম কাউসার: +8801952537002
আমাদের অফিসিয়াল গ্রুপ:
Jochhnatori (জোছনাতরী) - A Travel Group
আমাদের অফিসিয়াল ফেইসবুক পেইজ: https://www.facebook.com/Jochhnatori.2016/
Advertisement

Event Venue & Nearby Stays

কাপ্তাই, রাঙামাটি, চট্রগ্রাম, কাপ্তাই, রাঙামাটি, চট্রগ্রাম, Chittagong, Bangladesh

Sharing is Caring:

More Events in Chittagong

 \u09a8\u09be\u09b0\u09c0 \u099f\u09cd\u09b0\u09cd\u09af\u09be\u09ad\u09c7\u09b2\u09be\u09b0\u09a6\u09c7\u09b0 \u09ae\u09bf\u09b0\u09bf\u099e\u09cd\u099c\u09be \u099f\u09cd\u09b0\u09bf\u09aa \u270c\ufe0f\u270c\ufe0f\u2764\ufe0f\u2764\ufe0f
Wed, 10 Sep at 10:30 pm নারী ট্র্যাভেলারদের মিরিঞ্জা ট্রিপ ✌️✌️❤️❤️

মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স

followers
Thu, 11 Sep at 01:00 am followers

Chittagong, Bangladesh

\u09ac\u09be\u09a8\u09cd\u09a6\u09b0\u09ac\u09be\u09a8 (\u09e8\u09ea)
Thu, 11 Sep at 05:04 pm বান্দরবান (২৪)

Bandarban - Nilgiri - Nilachol - Meghla

\u09ac\u09be\u09a8\u09cd\u09a6\u09b0\u09ac\u09be\u09a8 \u09b0\u09bf\u09b2\u09cd\u09af\u09be\u0995\u09cd\u09b8 \u099f\u09cd\u09af\u09c1\u09b0
Thu, 11 Sep at 08:00 pm বান্দরবান রিল্যাক্স ট্যুর

বান্দরবানঃ The Beauty Queen of Nature

\u09a8\u09af\u09bc\u09a8\u09be\u09ad\u09bf\u09b0\u09be\u09ae \u09b8\u09cc\u09a8\u09cd\u09a6\u09b0\u09cd\u09af\u09cd\u09af\u09c7\u09b0 \u09b8\u09c7\u0987 "\u09a7\u09c1\u09aa\u09aa\u09be\u09a8\u09bf"\u0964
Thu, 11 Sep at 08:00 pm নয়নাভিরাম সৌন্দর্য্যের সেই "ধুপপানি"।

Dhuppani Falls - ধুপপানি ঝর্না

\u09a7\u09c1\u09aa\u09aa\u09be\u09a8\u09bf \u099d\u09b0\u09cd\u09a8\u09be\u09df \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3\u0995\u09be\u09b0\u09c0\u09b0\u09be\u0964
Thu, 11 Sep at 10:00 pm ধুপপানি ঝর্নায় ভ্রমণকারীরা।

Dhuppani Falls - ধুপপানি ঝর্না

\u099d\u09b0\u09cd\u09a8\u09be \u0986\u09b0 \u099d\u09c1\u09ae\u09c7 \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3\u0995\u09be\u09b0\u09c0\u09b0\u09be\u0964
Thu, 11 Sep at 10:00 pm ঝর্না আর ঝুমে ভ্রমণকারীরা।

তিন্দু,থানচি,বান্দরবান

TravelGraph - \u098f\u09b0 \u09b8\u09be\u09a5\u09c7 \u09a7\u09c1\u09aa\u09aa\u09be\u09a8\u09bf-\u09ae\u09c1\u09aa\u09cd\u09aa\u09cb\u099b\u09dc\u09be-\u09a8'\u0995\u09be\u099f\u09be \u099d\u09b0\u09cd\u09a3\u09be \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3 ( \u09e7\u09e7 \u09b8\u09c7\u09aa\u09cd\u099f\u09c7\u09ae\u09cd\u09ac\u09b0 )
Thu, 11 Sep at 11:00 pm TravelGraph - এর সাথে ধুপপানি-মুপ্পোছড়া-ন'কাটা ঝর্ণা ভ্রমণ ( ১১ সেপ্টেম্বর )

বিলাইছড়ি,রাঙ্গামাটি পার্বত্য জেলা

Moheshkhali Island Half Marathon 2025.
Fri, 12 Sep at 05:00 am Moheshkhali Island Half Marathon 2025.

Shaplapur,moheshkhali

Chittagong is Happening!

Never miss your favorite happenings again!

Explore Chittagong Events