ত্রয়োদশ ভাষা দিবস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫

Fri, 14 Feb, 2025 at 08:30 am UTC+06:00

Amar Ekushey Hall, Dhaka University | Dhaka

\u098f\u0995\u09c1\u09b6\u09c7 \u09a1\u09bf\u09ac\u09c7\u099f\u09bf\u0982 \u0995\u09cd\u09b2\u09be\u09ac (Ekushey Debating Club)
Publisher/Hostএকুশে ডিবেটিং ক্লাব (Ekushey Debating Club)
\u09a4\u09cd\u09b0\u09df\u09cb\u09a6\u09b6 \u09ad\u09be\u09b7\u09be \u09a6\u09bf\u09ac\u09b8 \u099c\u09be\u09a4\u09c0\u09df \u09ac\u09bf\u09a4\u09b0\u09cd\u0995 \u09aa\u09cd\u09b0\u09a4\u09bf\u09af\u09cb\u0997\u09bf\u09a4\u09be \u09e8\u09e6\u09e8\u09eb
Advertisement
ত্রয়োদশ ভাষা দিবস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৫
❝বাংলা আমার প্রজ্বলিত গৌরব, উচ্চকিত প্রত্যয়❞
বাংলা ভাষা ও সংস্কৃতি বিকাশের উদ্দেশ্যে ভাষা দিবস বিতর্ক প্রতিযোগিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি নিজস্ব অনুষ্ঠান, যা আয়োজনের দায়িত্ব একুশে ডিবেটিং ক্লাব পালন করে থাকে। ২০০৬ সাল থেকে শুরু করে এই আয়োজনের বিগত ১২ টি আসরই বাংলা ভাষা ও সংস্কৃতি বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। তারই ধারাবাহিকতায় বাংলা ভাষা ও ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে এবারের আয়োজন 'ত্রয়োদশ ভাষা দিবস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৫'।
প্রতিযোগিতার সাধারণ নিয়মাবলি:
১। প্রতিটি বিতর্ক সংসদীয় পদ্ধতিতে হবে।
২। প্রতিযোগিতার বিভাগ:
আন্তঃক্লাব (স্কুল পর্যায়) - ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫, শুক্রবার
আন্তঃক্লাব (কলেজ পর্যায়) - ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫, শুক্রবার
আন্তঃক্লাব (বিশ্ববিদ্যালয় পর্যায়) - ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫, শনিবার
৩। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম রাউন্ড বিতর্ক হবে নক আউট পদ্ধতিতে এবং পরবর্তীতে তিন রাউন্ড ট্যাব অনুষ্ঠিত হবে। ট্যাব শেষে স্কুল-কলেজ পর্যায়ে সরাসরি সেমিফাইনাল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রি-সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। তিনটি পর্যায়ের ফাইনাল বিতর্ক ১৬ই ফেব্রুয়ারি (রবিবার),২০২৫ অনুষ্ঠিত হবে।
৪। বিতর্কের সময় ০৫ মিনিট (গঠনমূলক)। ১ম মিনিট, ৪র্থ মিনিট ও ৫ম মিনিটে সতর্ক সংকেত প্রদান করা হবে। যুক্তিখন্ডন হবে ০৩ মিনিট। ১ম ও ৩য় মিনিটে সতর্ক সংকেত প্রদান করা হবে।
৫। POI, POO এবং POP ২য় মিনিট থেকে ৪র্থ মিনিটের মধ্যে উত্থাপন করা যাবে।
৬। ইংরেজি শব্দের যথেচ্ছ ব্যবহার করতে নিরুৎসাহিত করা হচ্ছে।
৭। সময় সংক্রান্ত সকল ব্যাপারে "অতিরিক্ত সতর্কতা" অবলম্বন করার জন্য দলসমূহকে উৎসাহিত করা হচ্ছে।
• সময়মত উপস্থিতি
• সময়মত বক্তব্য শেষ করা
• সময়মত যোগাযোগ ইত্যাদি
৮। বিতর্কের বিচারকার্যে বিচারকের সিদ্ধান্তই চূড়ান্ত। দক্ষ বিচারকের প্রশ্নে আমরা আপোসহীন। তাই, বিচারকদের সম্পর্কে কোনোপ্রকার ডিসপিউট গ্রহণযোগ্য নয়।
৯। বিতর্ক ও উৎসব সংক্রান্ত যে কোন সিদ্ধান্তে কর্তৃপক্ষকে সহায়তা করার জন্য প্রতিটি টিম ও তার্কিকদের বিনীত অনুরোধ করা হলো।
১০। তিন রাউন্ড ট্যাবের মধ্যে এক/দুই রাউন্ড বিতর্ক সাইলেন্ট অনুষ্ঠিত হবে।
১১। অনলাইন নিবন্ধনের সর্বশেষ সময়- ১০ ফেব্রুয়ারি, ২০২৫। অনলাইন নিবন্ধন ব্যতীত কোন দলকে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবেনা।
১২। নিবন্ধন ফি-
আন্তঃক্লাব (বিশ্ববিদ্যালয় পর্যায়) - ৫০০ টাকা
আন্তঃক্লাব (কলেজ পর্যায়) - ৫০০ টাকা
আন্তঃক্লাব (স্কুল পর্যায়) - ৫০০ টাকা
যা বিকাশ/নগদ নম্বরে পরিশোধযোগ্য (বিকাশ- ০১৭৩৫১৮৬৯৯৪; নগদ- ০১৭৩৫১৮৬৯৯৪)।
***প্রথম রাউন্ড বিতর্কের পর নিবন্ধন ফি ফেরত দেয়া হবে।
উল্লেখ্য, শুধুমাত্র নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানকে তালিকা প্রকাশের পর নিবন্ধন ফি দিয়ে তাদের স্লট নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি দিতে ব্যর্থ হলে অপেক্ষমান তালিকা থেকে স্লট প্রদান করা হবে।
***নিবন্ধন ফি পাঠানোর পর ০১৭৩৫১৮৬৯৯৪ নাম্বারে একটি এস. এম.এস. পাঠাতে হবে এবং ফরম্যাট হবে:
Your Name->Club Name->Amount-> TrxID
১৩। বিতর্ক সংক্রান্ত যে কোন পরিস্থিতিতে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
১৪। নিবন্ধন লিংক-
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeAdiJ0xgCjrElBQOjrTf5PbqzLg8uFXoV5L-cluAcmsSKYmA/viewform?usp=header
Advertisement

Event Venue & Nearby Stays

Amar Ekushey Hall, Dhaka University, Dhaka, Bangladesh

Sharing is Caring:

More Events in Dhaka

Apex presents 5th NDC National Math Festival 2025
Fri, 14 Feb, 2025 at 08:00 am Apex presents 5th NDC National Math Festival 2025

Notre Dame College, Dhaka

Textile Youth Carnival 2.5
Fri, 14 Feb, 2025 at 08:00 am Textile Youth Carnival 2.5

National Archives of Bangladesh

Picnic
Fri, 14 Feb, 2025 at 08:00 am Picnic

Ark Castle

1st JISCDC Nationals 2025
Fri, 14 Feb, 2025 at 08:00 am 1st JISCDC Nationals 2025

Jatrabari Ideal School & College

Dhaka University Diplomatic Conclave 2025
Fri, 14 Feb, 2025 at 09:00 am Dhaka University Diplomatic Conclave 2025

TSC, 2nd floor, University of Dhaka, 1000 Dhaka, Bangladesh

\u09ae\u09be\u09b8\u09cd\u099f\u09be\u09b0\u09cd\u09b8 \u0995\u09be\u09aa \u0995\u09cd\u09b0\u09bf\u0995\u09c7\u099f \u09b8\u09bf\u099c\u09a8 -\u09e6\u09ee
Fri, 14 Feb, 2025 at 09:00 am মাস্টার্স কাপ ক্রিকেট সিজন -০৮

Binnati High School, Kishoreganj

Training Program on Productivity Hacks!
Fri, 14 Feb, 2025 at 09:00 am Training Program on Productivity Hacks!

Brac Learning Center, Niketon, Gulshan-1

7th BIDEM 2025
Fri, 14 Feb, 2025 at 10:00 am 7th BIDEM 2025

BSMMU Convention Center

Asian Pacific Endodontic Confederation 2025
Fri, 14 Feb, 2025 at 10:00 am Asian Pacific Endodontic Confederation 2025

InterContinental Dhaka

Dhaka is Happening!

Never miss your favorite happenings again!

Explore Dhaka Events