Advertisement
#Productivity_Hacks: Achieve More in Less Time! আজকের ব্যস্ত জীবনে আমাদের অনেক প্রায়োরিটি ম্যানেজ করতে হয়। অন্যদিকে স্ক্রিন টাইম সহ এরকম আরও অনেক অপ্রয়োজনীয় বিষয়ে সময় অপচয় হয়ে যায়। সবমিলিয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ মুহূর্তে করতে গিয়ে অসুবিধায় পড়ি এবং স্ট্রেসের শিকার হই।
The 5 Choices: The Path to Extraordinary Productivity বইটি থেকে প্রডাক্টিভটি হ্যাকস প্রোগ্রামটি তৈরি করা হয়েছে।
এই প্রোগ্রামে আমরা এমন কিছু সাইন্টিফিক প্রসেস শিখব যা জীবনের আসল প্রায়োরিটিগুলো বুঝতে সাহায্য করবে। তাছাড়া #ScrumLife টুলটি ব্যবহার করলে আপনার কর্মদক্ষতা অনেকগুণ বেড়ে যাবে। প্রোগ্রামের শেষ দিকে আমরা জীবনের এমন ছয়টি দিক সম্পর্কে জানব যেখানে কন্টিনিউয়াস রিনিউয়াল আপনাকে সবসময় আরও বেশি এনার্জেটিক রাখবে।
আগ্রহীরা রেজিস্ট্রেশন করতে ভিজিট করুনঃ
https://ry.zavedparvez.com/productivity-hack/
রেজিস্টেশন ফিঃ ৩,৯৭৫ টাকা।
Advertisement
Event Venue & Nearby Stays
Brac Learning Center, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh