Advertisement
আগামী ২১ ফেব্রুয়ারি ২৯ বছরে পদার্পণ করছে প্রাচ্যনাট। ২৯ বছরে পদার্পণ উপলক্ষ্যে মাসব্যাপী থাকছে নানা আয়োজন। মাসব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে আগামাী ২২ এবং ২৩ ফেব্রুয়ারি টানা দুই দিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্ত হবে টরন্টো থিয়েটার ফোকস, কানাডা এবং প্রাচ্যনাটের যৌথ প্রয়াস "এক জোড়া জুতা"।এক জোড়া জুতা
রচনা: মেহরাব রহমান (টরন্টো)
নাট্য মুখবন্ধ: মাসুম রেজা (ঢাকা)
পরিকল্পনা ও নির্দেশনা: ইমামুল হক (টরন্টো )
সংগীত : নাওয়ার আশিকুজ্জামান, আশিকুজ্জামান টুলু (টরন্টো)
উদ্দীপন প্রত্যয় এবং মঞ্চ : এস এম গোলাম হিলালী (টরন্টো)
মুখ্য সমন্বয়ক: শতাব্দী ওয়াদুদ (ঢাকা)
সার্বিক তত্ত্বাবধান : আজাদ আবুল কালাম (ঢাকা)
২২ এবং ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, শনিবার এবং রবিবার, সন্ধ্যা ৭: ০০ টায়।
পরীক্ষণ থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুন বাগিচা, ঢাকা|
টিকিট বুকিং-এর জন্য যোগাযোগ করুন: ০১৯১৩২৮৯১৪৬
টিকিট লিংক: https://tinyurl.com/5n8dt2d6
এক জোড়া জুতা -
একজোড়া হারানো জুতার গল্প। কি ভাবে হারালো সে জুতা সে এক অন্য কাহিনী। যেদিন থেকে এই জুতা-জোড়া হারালো, সে দিন থেকে শঙ্কাহীন পাখিরা আর ডানা মেলে না আকাশে, শূন্য থাকে নীল আকাশ। যে দিন জুতা হারালো সে দিন শূন্য হলো তাদের সাহসের আধার, শূন্য হলো রাজপথ, শূন্য হলো নির্ভিক মানুষের ঘরে ফেরা, মাতৃভূমির উর্বর মাটিও শূন্য পড়ে থাকে, শূন্য থাকে কৃষকের ঘর, শূন্য থাকে তারুণ্যের সোনালী স্বপ্নের বাসরঘর, দিনে দিনে বাড়ছে শূন্যতার ব্যাসার্ধ।
সবাই প্রতীক্ষায় থাকে কখন খুঁজে পাওয়া যাবে সেই একজোড়া জুতা; আর ক্রমশ ছোট হয়ে আসবে শূন্যতার ব্যাসার্ধ। নানান ঘটনার মধ্য দিয়ে স্বজন হারানো ব্যথার নানান ব্যঞ্জনা উপস্থাপিত হয়েছে নাটকে।
অবশেষে ইমরুল খুঁজে পায় সেই জুতা -জোড়া যা ছিল তার কাছে আত্মনির্ভরতার, সাহসের, আর ভালোবাসার প্রতীক। এখন শুধু আকুল অপেক্ষা অন্ধকার ভেঙ্গে কখন দীপ্ত পায়ে হাঁটতে শুরু করবে মানুষ । অপেক্ষায় পৃথিবী- কখন সাহসী মানুষের পায়ের শব্দে প্রকম্পিত হবে অসভ্য শাসন, আর উজ্জীবিত হবে এই জনপদ।
টরন্টো থিয়েটার ফোকস
প্রবাসে বাংলা নাট্যচর্চাকে উৎসাহিত করতে আমরা টরন্টো থিয়েটার ফোকস একটি গতিশীল প্ল্যাটফর্ম হিসাবে কাজ করতে চাই । সম্মিলিত, সৃজনশীল এবং মুক্ত সাংস্কৃতিক পরিবেশে নাট্য অনুশীলনেই আমাদের আগ্রহ।
কানাডার টরন্টো শহরে আমাদের বর্তমান প্রযোজনা, 'এক জোড়া জুতা' দর্শকদের মন জয় করেছে এবং বাংলা নাটকের জন্যে প্রবাসে নতুন দর্শক তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। মেহরাব রহমানের রচনা ও ইমামুল হকের পরিচালনায় নাটকের কুশীলবরা নিখোঁজ হওয়া এক জোড়া জুতা খোঁজার মধ্য দিয়ে তাদের হারানো আত্মবিশ্বাস খুঁজেছেন, হৃদয় গভীরে জমে থাকা ব্যথাকে অনুভব করেছেন আর সেই সাথে খুঁজেছেন সত্য, সুন্দর আর আনন্দকে।
'থিয়েটার ফোকস ইউ কে' এর সহযোগিতায়, আমরা ২০১৮ সালে যুদ্ধ, নারী ও শান্তিকে উপজীব্য করে সেলিনা শেলির নাটক যমুনা টরন্টো শহরে মঞ্চস্থ করি। ২০১৯ সালে ইমামুল হকের পরিকল্পনা ও নির্দেশনায় কমিউনিটির ইম্প্রোভাইজড নাটক, 'টেলস অফ বাংলাদেশী ডায়াস্পোরা' মঞ্চস্থ করেছি। নিরীক্ষাধর্মী এই নাটকে কমিউনিটির সদস্যরা তাদের অভিবাসী জীবনের চিন্তাভাবনা, অর্জন, সুখ, দুঃখ আর আবেগের নানান কাহিনীর বিবরণ দিয়েছেন। নাটকের প্রায় সকল শিল্পীই প্রথম বারের মতো নাট্যমঞ্চে অভিনয় করেন এবং যার যার জীবনের অভিবাসন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত গল্প উপস্থাপন করেন ।
টরন্টো থিয়েটার ফোকস প্রবাসে সুস্থ বাংলা সংস্কৃতি চর্চা বিশেষ করে বাংলা নাট্য চর্চায় মনেযোগী ও প্রতিশ্রূতিবদ্ধ।
Advertisement
Event Venue & Nearby Stays
Bangladesh Shilpakala Academy, 14/3 Segunbagicha, Ramna,Dhaka, Bangladesh