Advertisement
আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পরিবেশবাদী সংগঠন ১ টাকায় বৃক্ষরোপণ'র উদ্যোগে ও বাংলাদেশ বন অধিদপ্তরের সহযোগিতায় বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে একটি ঐতিহাসিক জলবায়ু উৎসব: ওয়ান আর্থ ফেস্টিভাল ২০২৫
এই উৎসবের লক্ষ্য হলো তরুণ প্রজন্ম, নীতিনির্ধারক, জলবায়ু নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে একত্রিত করে একটি সবুজ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা।
· উৎসবের প্রধান সেগমেন্টসমূহ:
পরিবেশ বিষয়ক ছবি প্রতিযোগিতা
রচনা প্রতিযোগিতা
শর্টফিল্ম প্রতিযোগিতা
চ্যালেঞ্জ ফর ফিউচার (বৃক্ষরোপণ প্রতিযোগিতা)
বিতর্ক প্রতিযোগিতা
এই আয়োজনে সারা দেশ থেকে প্রায় ৫০০ এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবে এবং পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তাদের সৃজনশীলতা, চিন্তাশক্তি ও সমাধান তুলে ধরবে।
·
উৎসব জুড়ে আরও থাকছে:
দুই দিনব্যাপী বই ও বৃক্ষ মেলা (অংশীজনদের প্যাভিলিয়ন)
জলবায়ু বিষয়ক প্রদর্শনী
পুরস্কার বিতরণী অনুষ্ঠান
দেশি-বিদেশি জলবায়ু যোদ্ধাদের ডায়লগ সেশন
পরিবেশ আইন নিয়ে নীতি-সংলাপ
সাংস্কৃতিক অনুষ্ঠান
Advertisement
Event Venue & Nearby Stays
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা নগর, আগার গাও, ঢাকা, Dhaka, Bangladesh
Tickets
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.











