Advertisement
আগামী ২৪ জানুয়ারি, শুক্রবার Capstone চিটাগাং ব্রাঞ্চে আইবিএ এবং চাকরীর প্রস্তুতির উপর একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশা-আল্লাহ । সেশনটিতে আমরা আলোচনা করবো সমসাময়িক সরকারী এবং বেসরকারী চাকরীর প্রস্তুতি নিয়ে । আলোচনায় উপস্থিত থাকবেন ফরেন ক্যাডার, এডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার, কাস্টমস ক্যাডার, বাংলাদেশ ব্যাংকের এডি/ডিডি, পেট্রোবাংলার এসিস্ট্যান্ট ম্যানেজার, আইবিএ গ্রাজুয়েট ছাড়াও আরো অনেকে।
আলোচনা হবেঃ
✅ IBA MBA প্রস্তুতি
✅ বাংলাদেশ ব্যাংক এডি প্রস্তুতি
✅ পেট্রোবাংলার প্রস্তুতি
✅ বেপজা/বেজা, NSI, দুদকসহ IBA বেসড সরকারি চাকরির প্রস্তুতি।
এই ক্যারিয়ার সেশন একদম ফ্রি, অংশ নিতে কোন পেমেন্ট করতে হবে না।
তবে আসন সংখ্যা সীমিত।
আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আসন বরাদ্ধ দেয়া হবে।
সেশনটি অংশ নিতে এই ডক ফাইলটি ফিল-আপ করুন অথবা কল করুন 01970 985 420
রেজিস্ট্রেশন লিংক
https://forms.gle/TVfVm2XFVGCzCETj9
এছাড়া আমাদের বিসিএস এবং চাকরী সংক্রান্ত ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে ফ্রি সাজেশন নিন
https://www.facebook.com/groups/bcsandjobprep
আইবিএ এমবিএর ফেসবুক গ্রুপের লিংক
https://www.facebook.com/groups/capstone.education
Advertisement
Event Venue & Nearby Stays
capstone chittagong branch, রোজ কিন্ডার গার্টেন স্কুল, চট্রগ্রাম, বাংলাদেশ,Chittagong, Bangladesh
Tickets