Advertisement
কানাডার জব ভিসা ও ক্যারিয়ার প্রস্তুতি বিষয়ক বিশেষ সেমিনারকানাডা প্রতি বছর দক্ষ পেশাজীবী, কৃষি ও মৌসুমি শ্রমিক নিয়োগ করে। এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অনেক ক্ষেত্রে পরিবারসহ স্থায়ী হওয়ার সুযোগ পাওয়া যায়। তবে, সঠিক প্রস্তুতি ও ভিসা প্রক্রিয়া সম্পর্কে না জানার কারণে অনেকেই প্রতারিত হচ্ছেন।
এই সমস্যার সমাধানে AB Consultancy আয়োজন করেছে "কানাডার জব ভিসার প্রস্তুতি ও আবেদন প্রক্রিয়া" বিষয়ক একটি বিশেষ সেমিনার, যেখানে অভিজ্ঞ কানাডা ইমিগ্রেশন পরামর্শক সি. এম. আমিনুল বাহার সরাসরি উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।
📍 স্থান: গুলশান, ঢাকা
📅 তারিখ: ২৬শে ফেব্রুয়ারী ২০২৫, সকাল ৯:৩০ মিনিট
💰 রেজিস্ট্রেশন ফি: ২০০০ টাকা
সেমিনারে যা জানবেন:
✔ কানাডার জব ভিসার সঠিক প্রস্তুতি ও আবেদন প্রক্রিয়া
✔ সর্বাধিক চাহিদাসম্পন্ন পেশা ও চাকরি খোঁজার কার্যকর কৌশল
✔ প্রফেশনাল সিভি তৈরির নির্দেশনা, যা নিশ্চিত করবে চাকরি
✔ ডিগ্রি ছাড়াই IELTS ছাড়া চাকরি পাওয়ার উপায়
✔ এগ্রিকালচার ও মৌসুমি শ্রমিক হিসেবে কাজের সুযোগ
✔ ভুয়া চাকরির অফার ও প্রতারণা থেকে সুরক্ষার উপায়
সেমিনারের বিশেষ সুবিধা:
🎤 বিশেষ অতিথি: সি. এম. আমিনুল বাহার (কানাডা ইমিগ্রেশন বিশেষজ্ঞ)
🎁 কমপ্লিমেন্টারি স্ন্যাক ও ওয়েলকাম গিফট
🎟 র্যাফেল ড্র – ৩ জন বিজয়ী পাবেন বিনামূল্যে ব্যক্তিগত পরামর্শ
💥 সকল অংশগ্রহণকারীর জন্য ব্যক্তিগত পরামর্শে ৩০% বিশেষ ডিসকাউন্ট
🔹 সীমিত আসন – এখনই রেজিস্ট্রেশন করুন!
📞 যোগাযোগ: +880 1321-221698, +880 1818-717779
Advertisement
Event Venue & Nearby Stays
Lakeshore Heights, Lakeshore Heights, রোড ১২৬, ঢাকা, বাংলাদেশ,Dhaka, Bangladesh