উষ্ণতার ছোঁয়া সিজন-১১

Mon Dec 16 2024 at 10:00 am UTC+06:00

Bhola | ভোলা | Chittagong

Spondon Foundation, Bangladesh \u09b8\u09cd\u09aa\u09a8\u09cd\u09a6\u09a8 \u09ab\u09be\u0989\u09a8\u09cd\u09a1\u09c7\u09b6\u09a8,  \u09ac\u09be\u0982\u09b2\u09be\u09a6\u09c7\u09b6\u0964
Publisher/HostSpondon Foundation, Bangladesh স্পন্দন ফাউন্ডেশন, বাংলাদেশ।
\u0989\u09b7\u09cd\u09a3\u09a4\u09be\u09b0 \u099b\u09cb\u0981\u09df\u09be \u09b8\u09bf\u099c\u09a8-\u09e7\u09e7
Advertisement
ইতিমধ্যেই শীত পড়ছে কোন কোন জায়গায় এখনি হার কাঁপানো শীত পড়েছে, সবাই শীতের জন্য প্রস্তুত হয়ে গেছেন দামি দামি কোর্ড ব্রেজার কিনে। সামনের দিনগুলোতে স্বাভাবিকভাবেই এর তীব্রতা বাড়বে। কিন্তু কিছু মানুষ আজ ও শীতের সাথে লড়াই করে ই যাচ্ছে। তাই এখন ই ধরকার প্রয়োজনীয় উদ্যোগ এবং সৎ চেষ্টা । একজন মানুষ হয়ে আর একজন অসহায় কর্মঅক্ষম মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই তীব্র শীত আমাদের জন্য অনেক আনন্দদায়ক কিন্তু একবার কি ভেবে দেখেছেন? এই শীতে অসহায় গরীব বস্ত্রহীন কর্মঅক্ষম মানুষ কিভাবে রাত কাটাচ্ছেন। তাদের আমাদের মত দামি গরম পোশাক তো দূরে থাক, সামান্য কাপড় টুকু নেই। আসুন আমরা যে যা পারি তাই দিয়েই এদের পাশে এসে দাড়াই। এরা আমাদের ই - এরা আমাদের দিকেই চেয়ে থাকে। আপনার আমার বাতিল হয়ে যাওয়া একটা সুয়েটার বা জ্যাকেট, একটা নষ্ট হয়ে যাওয়া কম্বল বা চাদরই হতে পারে তাদের কাছে মহামূল্যবান বস্তু। শীতের হিমের সাথে লড়াই করার অস্ত্র। আমাদের এই প্রচারনা তাদের সবাইকে জানিয়ে দেয়ার জন্য, আহবান করার জন্য, আসুন আমরা একসাথে আমাদের মানবিক উষ্ণতা দিয়ে ওদের বাঁচিয়ে রাখি।তাই আসুন আমরা এই শীতে শীতার্তদের শীতের কষ্ট থেকে মুক্তি দেই! এই শীতার্থ মানুষের জন্য সুখ কিনতে কত টাকা লাগে জানেন?
মাত্র ৩০০ টাকা!!! ৩০০ টাকা= ১টা কম্বল= একজন মানুষের অন্তত এক বছরের হাসি= অফুরন্ত দোয়া= দাতার সুখনিদ্রা :) নাহ! উষ্ণতা বিলানো খুব কষ্টের নয়। এই একটা কম্বল হয়ত আপনাদের ৩/৪ বন্ধুর একদিনের সিগারেট খরচের সমান। আপনারা চাইলেই বদলে দিতে পারেন তাদের শীতের গল্পটা। একটু চেষ্টা করেই দেখুন। আমরা সবাই যদি সাধ্যমত এগিয়ে আসি অবশ্যই সম্ভব, সামর্থ্য যতো ছোটই হোক, যত অল্পই হোক।
#_আমরা_যাবো বাংলাদেশের সর্বদক্ষিণ নদিভাঙ্গা মানুষের কাছে যাদের ঘড় বাড়ি কিছু নেই। যারা সম্পূর্ণ যোগাযোগ থেকে দূরে হাটার মত রাস্তা ও ঠিকমতো নেই ।
কিছু উষ্ণতা পৌঁছে দিতে বিকাশ করুন:
রকেট, বিকাশ, নগদঃ
কম্বল কুরিয়ার করুনঃ সুন্দরবন কুরিয়ার সার্ভিস, চরফ্যাশন, ভোলা
সার্বক্ষণিক যোগাযোগের নাম্বার: এইচ.এম.রাজু. 01714-825410
অথবা
স্পন্দন ফাউন্ডেশন, বাংলাদেশ 01614825410
( টাকা বা কম্বল পাঠানোর শেষ তারিখ ---- খ্রীঃ রাত ১১ঃ ৫৯টা )
(কুরিয়ার বা টাকা পাঠানোর পর প্রদানকৃত নাম্বারে কনর্ফাম করবেন)
contact: Organized by:- স্পন্দন ফাউন্ডেশন, বাংলাদেশ। (স্বেচ্ছায় মানব সেবা সংগঠন) - রক্তে অর্জিত বাংলার মাটি মানবতায় করবো খাটি,,,,,
----------------************------------------------------------------------
Advertisement

Event Venue & Nearby Stays

Bhola | ভোলা, Bhola,Bhola, Chittagong, Bangladesh

Sharing is Caring:

More Events in Chittagong

ECONOBRIUM 3.0
Sun Dec 15 2024 at 11:00 am ECONOBRIUM 3.0

East Delta University

BD BUS LOVER TEAM TOUR - 01
Thu Dec 19 2024 at 08:30 pm BD BUS LOVER TEAM TOUR - 01

কক্সবাজার সমুদ্র সৈকত

1st Reunion of DoP Alumni USTC
Fri Dec 20 2024 at 12:00 am 1st Reunion of DoP Alumni USTC

USTC

We Brothers Half  Marathon 2024
Fri Dec 20 2024 at 04:45 am We Brothers Half Marathon 2024

Parade Ground

Winter Run 2024 10k
Fri Dec 20 2024 at 05:00 am Winter Run 2024 10k

Shirish Tola, CRB, Chittagong

International Conference on Computer and Information Technology
Fri Dec 20 2024 at 08:30 am International Conference on Computer and Information Technology

Long Beach Hotel Cox's Bazar

Chittagong is Happening!

Never miss your favorite happenings again!

Explore Chittagong Events