Advertisement
বিসমিল্লাহির রাহমানির রাহিম" "আসসালামু ওয়ালাইকুম" সকল বিডি বাস লাভার টিম সদস্যগন। আশা করি সবাই ভালো আছেন। বাস প্রেমীদের সবচেয়ে জনপ্রিয় ইভেন্ট হল একসাথে বাস ভ্রমণ করা যেটার মুখ্য উদ্দেশ্যই বাস জার্নি উপভোগ করা ও একে অন্যের সাথে কিছু সুন্দর মূহুর্ত উপভোগ করা।
◾অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি "বিডি বাস লাভার টিম " গ্রুপে আমরা প্রথম ট্যুরের আয়োজন করতে চলেছি।আমাদের গ্রুপের ১ম ট্যুর আমরা চাই আপনাদের সহযোগিতা। আমাদের প্রধান লক্ষ্য হলো নিরাপদ গতির বাস ভ্রমণ ও যে জায়গাটি নির্বাচন করা হয়েছে সেইটি সুন্দরভাবে দর্শন করা এবং নিজেদেরকে একে অন্যের সাথে সুসঙ্গবদ্ধ ভাবে স্থানটিতে সময় কাটানো।
🔰ট্যুরের প্রধান আর্কষন হিসেবে থাকবে কমফোর্ট সিট ওয়ালা বাস সাথে পাইলট হিসেবে চমক থাকবে।
🔰 আমরা যাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকতে
🔰 আমাদের ট্যুরের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ ডিসেম্বর ,২০২৪ বৃহস্পতিবার।
🔶এখন গুরুত্বপূর্ণ কিছু কথা :
ট্যুরে কি কি থাকছে আপনাদের জন্য -
🔖 কক্সবাজার পর্যন্ত আসা-যাওয়া বাস ভাড়া।
🔖 কক্সবাজার পৌছিয়ে সকালের নাস্তা / দুপুরের খাবার / ও রাতের খাবার।
🔖হোটেল থাকার খরচ।
🔖ইভেন্টে আর্কষনীয় টি-শার্ট।
🔰🔰 ট্যুরের চাঁদা:
🔸ঢাকা সেকশন ৩০০০/- টাকা
♦️♦️ সময়ঃ ০২ রাত ০১ দিন।(নাইট টু নাইট) ♦️
আসেন এখন ট্যুর প্লান করি :
ইনশাআল্লাহ আমরা ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার ঢাকা রাত ৯:০০ এর ভিতর আব্দুল্লাহপুর পলওয়েল মার্কেট এর পিছনে উপস্থিত হব।এরপর রাত ৯:৩০ টায় রওনা করবো। কক্সবাজার উদ্দেশ্যে
ইনশাআল্লাহ, কক্সবাজার পৌছে সকালে আমরা আমাদের আগে থেকে ঠিক করা হোটেলে চেক ইন করব, সকালের নাস্তা শেষ করবো, এর পর সবাই মিলে চলে যাবো বিভিন্ন স্পটের দর্শনে। ১২:৩০ এর মাঝে রুমে ফিরে ফ্রেশ হয়ে নামাজ পড়ে দুপুর ২.০০- ২.৪৫ এর ভেতর “লাঞ্চ” করার জন্য নির্ধারিত রেস্টুরেন্টে চলে আসব। এর পর লাঞ্চ শেষে ৩-৫ টা পর্যন্ত আবারও অন্যান্য স্পটে ঘুরতে বের হবো। সন্ধ্যার পর সবাই মিলে সূর্য ডুবা দেখবো আমরা রাত ৮.০০ টায় নির্ধারিত রেস্টুরেন্টে পৌছাব ডিনারের জন্য ৯ টার ভেতর ডিনার শেষ করে কক্সবাজার হতে ৯ টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্য বাস ছাড়ব।
🍷বিশেষ নির্দেশনাঃ
ট্যুরকালীন এডমিন প্যানেলের সিদ্ধান্ত চুড়ান্ত ও নির্দেশনা যথাযথ ভাবে অনুসরণ করতে হবে এবং রাস্তায় যাওয়া-আসার সময় পুলিশ চেক হয় কয়েক জায়গায়। কেউ কোন ধরনের অবৈধ মালামাল বহন করলে তার দায় বিডি বাস লাভার টিম নিবে না উক্ত স্থানে তাকে ফেলে রেখে ট্যুর সম্পন্ন করবে।
🚍কোন সদস্য রাস্তায়, বাসের ভেতর ও ট্যুরস্পটে উচ্ছৃঙ্খল ও আক্রমণাত্মক আচরণ করতে পারবে না, করলে সাথে সাথে চাঁদা ফেরত দিয়ে ট্যুর লিস্ট থেকে নাম কর্তন করা হবে, এই ব্যপারে কোন ছাড় নেই। উল্লেখ্য, চালক তার নিজের মত চালাবে সাধারণ ট্রিপের যাত্রীবাহী বাস যেমন ডিসিপ্লিন মেইনটেইন করে চলে 🚍
💥💥চাঁদা জমা দেয়ার শেষ তারিখ ১০ই ডিসেম্বর ।
🔰 প্রি-বুকিং অর্থের পরিমাণ ১৫০০/- (অফেরতযোগ্য) যা আজ থেকেই প্রি-বুক করতে পারবেন।
আপনারা সামনাসামনি, মোবাইলের বিকাশ/নগদ/ একাউন্টেরমাধ্যমে পূর্ণ চাঁদা/প্রি বুকিং এমাউন্ট পেমেন্ট করতে পারবেন। যারা বিকাশ নগদ টাকা দিবেন তারা এক্সট্রা ক্যাশ আউট চার্জ দিয়ে দিবেন।
🔸পরিশেষে সকলের সহযোগিতা কামনা করছি এবং
সার্বিক সহযোগিতায় আমরা এডমিন প্যানেলের সকলেই সাথে আছি।
🔰চাঁদা পাঠানোর মাধ্যম ও যে কোন প্রয়োজনে যোগাযোগঃ
Fojer All :- 01744985362 bkash
Akash Ahmed : 01962767362(bKash & nagad)
[সকলকে ধন্যবাদ
Advertisement
Event Venue & Nearby Stays
কক্সবাজার সমুদ্র সৈকত, Cox's Bazar, Bangladesh, Chittagong