Advertisement
সাকা হাফং (saka haphong) যেটি দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। অনেক আগে থেকেই দেশের মানুষজন জেনে এসেছে দেশের শীর্ষ বিন্দু তাজিংডং অথবা কেওক্রাডং কিন্তু ইউএস টপোগ্রাফিক ম্যাপ, রাশিয়ান টপোগ্রাফিক ম্যাপ, গুগল আর্থ, অ্যাডভেঞ্চার বিডিসহ অনেক অভিযাত্রীদের জিপিএস রিডিং এর মাধ্যমে নিশ্চিত হওয়া গিয়েছে যে সাকা হাফং দেশের সর্বোচ্চ চূড়া যার উচ্চতা আনুমানিক ৩৪৪৫ ফুট এর আশেপাশে, স্থানীয় বোমরা একে তল্যাংময় বলে থাকে আবার অনেকে বলে মদক তং।অরণ্যের অভিযাত্রী যাচ্ছে আমিয়াখুম নাফাখুম হয়ে সাকা হাফং অভিযানে।
গ্রুপ লিংক- https://www.facebook.com/share/g/H8Qvr8S6CHGUqqse/
পেইজ লিংক- https://www.facebook.com/oronnerovijatri
⭕ভ্রমন বিস্তারিতঃ
★যাত্রা- ১২ ডিসেম্বর রাত ১১ঃ১৫
★যাত্রা শেষ- ১৭ ডিসেম্বর ভোর ০৫ঃ৩০ ঢাকায় থাকবো ইনশাল্লাহ
💰ইভেন্ট ফি- ১০,৫০০/-
🌏টিম সাইজ- ০৮ জন
🌏এই ট্রেকে থাকবে-
★সাকা হাফং
★আমিয়াখুম
★নাফাখুম
★নাইক্ষ্যংমুখ
★সাতভাইখুম
★মাথভরাখুম
★রেমাক্রি জলপ্রপাত
✅যা যা থাকছে-
★ ঢাকা টু ঢাকা যাওয়া আসা হানিফ/শ্যামলী বাস ভাড়া
★লোকাল ট্রান্সপোর্ট চান্দের গাড়ি, বোট
★০৪ দিনের সকালের এবং রাতের খাবার এছাড়াও হালকা শুকনা খাবার থাকবে
★গাইডের খরচ
★পাহাড়ি পাড়াতে থাকার খরচ
✅বিঃদ্রঃ-
⭕এটি কোনো আরাম অভিলাষী ট্রেক নয় প্রতিদিন কমপক্ষে ০৭-০৮ ঘন্টা ব্যাগপ্যাক কাধে করে হাটার মতো মন মানসিকতা থাকতে হবে
⭕এটি সম্পূর্ণ কঠিন ট্রেকিং ট্রিপ এখানে থাকা এবং খাবারের কষ্ট হবে
⭕যারা ট্রেকিং করতে পারেন না এবং পূর্বের অভিজ্ঞতা নেই তারা এড়িয়ে চলুন
⭕ট্রেকিং এর সময়ে দুপুরে খাবার হয় না সকলকে নিজ খরচে ড্রাই ফুড বহন করতে হবে
✅যা যা সাথে নিতে হবে-
★এন আই ডি/ জন্মনিবন্ধনের ফটোকপি ০৬ টা
★ব্যাকপ্যাক
★ট্রেকিং স্যান্ডেল
★শুকনা খাবার (খেজুর,বাসাম,কিশমিশ ইত্যাদি)
★টি শার্ট ২/৩টি
★হাফ প্যান্ট, ট্রাউজার
★টর্চ লাইট, পাওয়ার ব্যাংক
★টুথ ব্রাশ - পেস্ট - সাবান-গামছা
★প্রাথমিক ওষুধ, স্যালাইন
★মশার জন্য ওডোমস ক্রিম
আরো বিস্তারিত বুকিং এর পরে জানিয়ে দেওয়া হবে
✅যা যা থাকছে না-
★ব্যাক্তিগত কোনো খরচ
★উল্লেখিত নেই এমন কোনো খরচ
✅বিকাশ এবং নগদ নাম্বার-
★01680-330422
✅ট্যুর সংক্রান্ত যে কোনো বিষয়ে যোগাযোগ করুন-
★01680-330422 (সাখাওয়াত), 01868652302 (মুস্তাকিম-হোয়াটসঅ্যাপ)
Advertisement
Event Venue & Nearby Stays
থানচি,বান্দরবান, ফাহমি রেন্ট-এ-কার, ঢাকা, বাংলাদেশ,Dhaka, Bangladesh