Advertisement
নববর্ষ বরণ করে নিতে আগামী ২৮শে ডিসেম্বর ২০২৫ রবিবার আসতে চলেছে নবদূত ফাউন্ডেশন অফ ইন্ডিয়া কর্তৃক আয়োজিত এবং বিহান সাহিত্য পত্রিকা পরিষদ কর্তৃক পরিচালিত সংগঠনের বাৎসরিক অনুষ্ঠান USHAAN 🇮🇳এই অনুষ্ঠানে প্রকাশিত হবে বিহান সাহিত্য পত্রিকার পৌষ পার্বণ সংখ্যা...
১. এই সংখ্যার জন্যে স্বরচিত এবং অপ্রকাশিত কবিতা, প্রবন্ধ, সাদা কালো ছবি (কোনো ট্যাগ ছাড়া) পাঠানোর সময় ০৫/১২/২০২৫ তারিখ পর্যন্ত।
২. সংখ্যার নাম যেহেতু 'পৌষ পার্বন' সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আপনার সৃষ্টির নাম যেন কোনোভাবেই পত্রিকার নামে বা ' পিঠে-পুলি ' নামে না হয়। সেক্ষেত্রে অনিচ্ছাকৃতভাবে লেখাটি বাতিল হিসেবে গণ্য হবে।
৩. এই সংখ্যাটি কবি সম্মেলনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হবে এবং অনুষ্ঠানের মঞ্চে প্রতিটি বিভাগে ২ টি করে সেরার সেরা লেখনী/আমার লেন্স সৃষ্টিকর্তার হাতে তুলে দেওয়া হবে স্মারক ও মানপত্র।
৪. অনুষ্ঠান পরিবেশিত হবে কবিতা পাঠ, নৃত্য ও সঙ্গীত কলার মধ্যে দিয়ে।
৫. ঐদিনেই যাদের সৃষ্টি জায়গা করে নেবে বিহান সাহিত্য পত্রিকার পৌষ পার্বন সংখ্যায় তাদের মধ্যে থেকে ১৫ জন নিজেরদের স্বরচিত কবিতা পাঠের সুযোগ পাবেন। সূচিপত্র প্রকাশের পর, আমাদের ফাউন্ডেশনের নির্দিষ্ট ফোন নম্বরে ফোন করে নিজের নাম নথিভুক্ত করতে হবে এবং এক্ষেত্রে যারা প্রথম ১৫ জন, ফোন কলের মাধ্যমে নাম নথিভুক্ত করবেন তাদেরই অংশগ্রহনের সুযোগ থাকবে।
৬. লেখার মানের সাথে কোনোভাবেই আপোষ করা হবেনা, তাই অবশ্যই সকলে যতি চিহ্ন ব্যবহারে সতর্ক থাকবেন। আর, লেখা পাঠানোর পর একটু ধৈর্য্য ধরে অপেক্ষা করবেন, লেখা নির্বাচিত হলে অবশ্যই জানানো হবে।
৭. নির্বাচিত লেখা প্রকাশ হবার সাথে অগ্রিম টাকা দিয়ে বই বুকিংয়ের ব্যাপার নেই। যেহেতু এটা একটি স্বেচ্ছা সেবী সংগঠন, কোনো লাভের বিষয় নেই, তাই বই বিনামূল্যে দেবার সাধ থাকলেও সাধ্য আমাদের নেই। যদি মনে হয় আমাদের নয়, সমাজের পাশে থাকবেন তবে একটি নির্ধারিত অনুদান মূল্যে সংগ্রহ করা যাবে। এক্ষেত্রে সূচিপত্র প্রকাশের পর বুকিং করা যাবে।
৮. বই অনুষ্ঠানের দিন সংগ্রহ করা যাবে নির্দিষ্ট টেবিল থেকে। যদি কেউ বই ডেলিভারি পেতে চান সেটাও সম্ভব।
৯. আরও একটি বিশেষ তথ্য এইদিনেই একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হবে। চারটে বিভাগে হবে প্রতিযোগিতা।
১০. বিভাগ: 'কিচির মিচির' আঁকবে নিজেদের খুশি মতো
(শ্রেণী ১ম -৪র্থ) ( সময় ১ঘ:)
১১. বিভাগ: "আমরা নই ভীতুর ডিম" আঁকবে শীতের দৃশ্য
(শ্রেণী ৫ম -৭ম) ( সময় ১ঘ:)
১২. বিভাগ: "আমরা দুর্বার" আঁকবে শীতের উৎসবমুখরিত দিন
(শ্রেণী ৮ম -১০ম) ( সময় ১ঘ: ৩০মি:)
১৩. বিভাগ: "বীরাঙ্গনা ও বীরপুরুষ" আঁকবে 'শীতের আমেজ ঐতিহ্য ও সংস্কৃতি' (শ্রেণী ১১শ -১২শ) ( সময় ১ঘ: ৩০মি:)
১৪. প্রতিটি ক্ষেত্রেই প্রতিযোগিতায় অংশগ্রহণের পূর্বে নির্ধারিত দিনে অংশগ্রহণকারীর বর্তমান শ্রেণীর প্রমান দাখিল করা আবশ্যিক। অন্যথায় নাম নথিভুক্তকরণ বাতিল হয়ে যাবে।
১৫. তবে যেহেতু স্বেচ্ছাসেবী সংগঠন তাই খানিক নিরুপায় হয়ে এই আঁকা প্রতিযোগিতার অনুদান মূল্য নির্ধারণ করতে হয়েছে ২০ টাকা মাত্র।
১৬. বসে আঁকো প্রতিযোগিতায় নাম নথিভুক্ত করা যাবে ফাউন্ডেশনের অফিসিয়াল নম্বরে ফোন করে এবং প্রতিযোগিতার দিন সকালে ৯. ৩০ টা থেকে ১০টা পর্যন্ত।
১৭. প্রতিযোগিদের রিপোর্টিং এর ধার্য সময় সকাল১০ টা থেকে ১০. ৩০ পর্যন্ত।
১৮. প্রতিযোগিতা শুরু হবে ১১ টা থেকে।
১৯. পুরস্কার বিতরণী হবে ওইদিনেই বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে।
২০. আমরা প্রত্যেক প্রতিযোগীকেই সংশাপত্র প্রদান করবো।
২১. এর পাশাপাশি পৌষ পার্বণ সংখ্যায় নির্বাচিত সেরার সেরা দের হাতে তুলে দেওয়া হবে মানপত্র ও স্মারক সম্মান।
২২. এছাড়াও পৌষ পার্বণ সংখ্যার প্রত্যেক নির্বাচিত কলমচির হাতে তুলে দেওয়া হবে মানপত্র।
Advertisement
Event Venue & Nearby Stays
Phulia Rangamancha, Santipur, Ranaghat, India
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.




