Advertisement
লালগোপাল স্কুল শতবর্ষ উদযাপন-ফটোগ্রাফি প্রর্দশনীআমাদের লালগোপাল স্কুলের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানের ব্যাপারে প্রাথমিকভাবে স্কুলের দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা হয়েছে । একটা রূপরেখা মোটামুটিভাবে ঠিক হয়েছে।
আমরা অপেক্ষা করে আছি স্কুলের তরফে কবে অফিসিয়াল নোটিশ দেওয়া হবে তার জন্য ।তারপরেই আমরা আমাদের অনুষ্ঠানসূচীর ব্যাপারে ঘোষণা করবো । যেহেতু আমাদের হাতে সময় খুবই কম, আমরা আশা করব স্কুল শীঘ্রই শতবর্ষের অনুষ্ঠানের নোটিস ঘোষণা করবে ।
আমরা ইতিমধ্যে যে নির্ধারিত সূচি আছে, তার মধ্যে একটি বিষয়ে কাজ শুরু করে দিতে চাই। আমরা ২১শে জানুয়ারি ২০২৬ এ প্রাক্তণীদের তরফ থেকে একটা ফটোগ্রাফি প্রর্দশনীর আয়োজন করবো যা ওই দিন কোন বিশিষ্ট ফটোগ্রাফারকে দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে । এই প্রর্দশনী ওই সময়ে ৪/৫ দিন চালু থাকবে ।
এই উপলক্ষে প্রাক্তনী সংসদের তরফ থেকে সমস্ত সন্মানিত প্রাক্তণীদের জানানো হচ্ছে যে যারা এই প্রর্দশনীতে অংশগ্রহণ করতে আগ্রহী তারা যেন এই বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন ।
এই ফটোগ্রাফি প্রর্দশনীর দায়িত্বে আছেন আমাদের স্কুলের প্রাক্তনী , রানাঘাটের আরেকজন বিশিষ্ট ফটোগ্রাফার শ্রী সৌগত লাহিড়ী @Sougata Lahiri।।
ফোন: 80016 66569।
যে সমস্ত প্রাক্তনী ও বর্তমান ছাত্র- শিক্ষকমন্ডলী এই ফটোগ্রাফি প্রর্দশনীতে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাঁদেরকে সত্বর যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে ।এই গ্রুপের বাইরেও যাঁরা রয়েছেন,তাঁরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।
Advertisement
Event Venue & Nearby Stays
Subhas Avenue, Ranaghat, West Bengal, India
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.
