Advertisement
অনেক অনেক প্ল্যান করেও হয়ে উঠছিল নাহ। অবশেষে আমরা দিনক্ষন ঠিক করেই ফেললাম। টিম কোটবাড়ী কে আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে আমাদের এবারের Team Kotbari Camping 2026 । হ্যাঁ, সত্যি সত্যি আমাদের এবারের শীতের চমক হচ্ছে Team Kotbari Camping- 2026। এরপর ধাপে ধাপে আসতেই থাকবে আরো চমক আরো মজার মজার ইভেন্ট 😊 …।Team Kotbari Camping-2026 প্ল্যানিংঃ
স্থান নির্বাচন- লালমাই পাহাড়ের জঙ্গলে
দিনক্ষণ- ২৯ জানুয়ারী, বৃহস্পতিবার বিকাল ৫ টা।
খরচঃ ৩৫০৳ (খাবার+ ইভেন্ট ফি)
৫২০৳৳ ( তাবু ভাড়া+ খাবার+ ইভেন্ট ফি)
কি কি থাকছে??
- ক্যাম্প ফায়ার
- তাবুবাস
- বার বি কিউ (পরোটা ৩-৪টা করে)
- জম্পেশ আড্ডা
- সকালের নাস্তা
- হই-হই রই-রই খেলাধুলা
-পাহাড় হাইকিং
নিয়মাবলিঃ
★রেজিস্ট্র্যেশন করতে হবে।
★রেজিস্ট্রেশন এর পূর্বে বিকাশ এ টাকা পাঠায়ে রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে।
★১৮ বছরের কম বয়সীদের বাবা-মা থেকে অনুমুতি আনতে হবে এবং আমাদের এডমিন কারো সাথে বাবা-মা এর কথা বলিয়ে দিতে হবে।
★ক্যাম্প এর যায়গা অবশ্যই অপরিস্কার এবং নোংড়া করা যাবে না। ময়লা ফেলার নির্দিষ্ট যায়গায় ই ময়লা ফেলতে হবে।
রেজিষ্ট্রেশন লিংক https://forms.gle/NuaJE6oZm3Y9vv5j8
★★★তাবু প্রসংগেঃ★★★
- সবাই নিজ নিজ তাবু নিয়েই আমাদের ইভেন্ট এ অংশগ্রহণ করবেন।
- যাদের তাবু নেই তারা আগে থেকেই আমাদের সাথে যোগাযোগ করে তাবু বুকিং দিয়ে দিবেন। তাবু বুকিং অবশ্যই ১৭ই জানুয়ারী আগেই দিতে হবে। কারণ যাদের তাবু নেই তাদের জন্য তাবু ভাড়া নিতে হবে এবং তাবুর নিরাপত্তা প্রত্যেকে নিজ নিজ ভাবেই দেখতে হবে।
তাবু ভাড়া সম্পর্কেঃ (যা অতিরিক্ত খরচ করতে হবে)
- ২জনের তাবু – ৩৫০টাকা জন প্রতি ১৭৫৳
** যাদের তাবু ভাড়া নিতে হবে তারা অবশ্যই ১৭ই জানুয়ারী তারিখ এর মধ্যে অন্তত তাবু ভাড়া নেবার ব্যাপার টা নিশ্চিত করতে হবে। নাহলে পরবর্তিতে তাবু পাবার নিশ্চয়তা দেওয়া মুশকিল।
** যাদের নিজেদের তাবু আছে তারা ১৭ই জানুয়ারী তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন।
কি কি আনতে পারেন সাথে করেঃ
- শীতের মৌসুম, তাই আপনার কেমন আরাম দরকার সে অনুযায়ী কাথা-বালিশ-কম্বল আনতে পারেন। (বেশী বড়-শড় বোঝা না আনাই ভালো, ছোট কম্বল আনতে পারেন 🙂 ,-- আর বালিশ?? আরে ভাই ব্যাগ আছে নাহ 😛 )
- আপনার নিত্য প্রয়োজনীয় ঔষধ পাতি আনতে পারেন।
- আমাদের গান শুনানোর জন্য আপনার যা উপকরণ আছে সাথে আনলে আমরা কিছু মনে করবো না 🙂 ।
- উড়ুক্কু ছবিতোলক যন্ত্র আনলে ও আমরা কিছু মনে করবো না 🙂 । (খুশি অইয়াম 🙂 )
- সবার জন্য সবাই চকোলেট আনলেও কিছু মনে করবো না 🙂
-
- আর একক্ষান হাসি-খুশি চেহারা 🙂
যোগাযোগঃ
মেহেদী- ০১৭০৬৯৯৯০৯৩ বিকাশ নাম্বার.
আরাফাত- 01956113404
এবার আসি খাবার প্রসঙ্গেঃ
★রাতে বার্বিকিউব সাথে পরোটা..
★★সকালে লেটা সবজি খিচুড়ি সাথে ডিম
#HappyCycling
#TeamKotbari
#MissionComilla
#TeamKotbariCamping
#TeamWorkMakesTheDreamWork
Advertisement
Event Venue & Nearby Stays
Team Kotbari, Chittagong, Bangladesh
Tickets
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.











