Advertisement
ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর শিক্ষক বিদায়ী 'সন্ধিক্ষণ' অনুষ্ঠান- ২০২৫ সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গঠিত কমিটির বিভাগসমূহ নিম্নরূপ:🔹 সম্মানিত উপদেষ্টা পরিষদ
🔹 সন্ধিক্ষণ আয়োজক মূল কমিটি
🔹 অর্থ উপ-কমিটি
🔹 অভ্যর্থনা উপ-কমিটি
🔹 প্রচার ও প্রকাশনা উপ-কমিটি
🔹 ক্রয় উপ-কমিটি
🔹 শৃঙ্খলা উপ-কমিটি
এই মহতী আয়োজন সফল করতে অত্র বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীও শুভাকাঙ্ক্ষীদের নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় অংশগ্রহণ ও সর্বাত্মক সহযোগিতা একান্ত কাম্য।
আপনাদের উপস্থিতি ও সানুগ্রহ অংশগ্রহণেই এই বিদায়ী আয়োজন হবে আরও প্রাণবন্ত ও স্মরণীয়।
ধন্যবাদান্তে
আহবায়ক
আবুল হাসনাত মো: মহসীন জুয়েল (৯৪ ব্যাচ)
এবং
সদস্য সচিব
মোহাম্মদ আবু নাছের (৯৫ ব্যাচ)
"সন্ধিক্ষণ অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি"
ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।
Advertisement
Event Venue & Nearby Stays
Chilonia Union High School, Chilonia.Senbag.Noakhali,Maijdee Court, Chittagong, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.









