রাত জেগে এল ক্ল্যাসিকো আর স্টেডিয়ামের উল্লাস!
নতুন বছরে নব উদ্যমে মাঠের খেলার আলাপ উঠে আসবে বিতর্কের মঞ্চে!
সাথে থাকছে ২০,০০০ টাকা প্রাইজমানি জিতে নেয়ার সুযোগ!
আয়োজিত হতে যাচ্ছে
"Open Sports Debate Championship 2024'
শিডিউল -
প্রিলিমিনারি -
৯ জানুয়ারী, ২০২৫ (বিকাল ৫:৩০ হতে)
প্রি রেজ এর ডেডলাইন- ৩ জানুয়ারী রাত ১২ টা।
পোস্ট ব্রেক রাউন্ড, সেমিফাইনাল, ফাইনাল -
১০ জানুয়ারী, ২০২৫
Segment - Bangla Bp
Medium - Discord
Category - Open
Total Prize money - 20,000 BDT
Reg fee - 1500 BDT only ( Per Team )
Pre-reg link -
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfP9XZKkACQTC6JADCpsLB93e_sLrsTemyZUO2at26_ZenFiw/viewform
( যেসকল দল প্রি-রেজ এর সময়েই রেজ ফি পরিশোধ করবেন তাদের স্লট তখুনি নিশ্চিত হয়ে যাবে, তাই স্লট দ্রুত নিশ্চিত করতে প্রি-রেজ এর সময়েই রেজ ফি দেয়ার চেষ্টা করুন)
তাহলে আর দেরি না করে নিজ দলের স্লট বুক করতে ঝটপট রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করুন আর জিতে নিন ২০,০০০ টাকার প্রাইজমানি।
TOTAL PRIZE MONEY - 20,000 BDT
Champion - 10,000 BDT
Runner-up - 7,000 BDT
DoT- 2,000 BDT
DoF- 1,000 BDT
উক্ত বিতর্ক প্রতিযোগিতার নিয়মাবলী -
১/ বিতর্ক প্রতিযোগিতাটি ব্রিটিশ পার্লামেন্টারি ( বাংলা) ধরনে অনুষ্ঠিত হবে।
২/ বিতর্ক প্রতিযোগিতার বিষয়সমূহ বিচারকবৃন্দ নির্ধারণ করবেন।
৩/ কোনো দল বা বিতার্কিকের প্রতি অসৌজন্যমূলক আচরণের জন্য আয়োজক কমিটি উক্ত ব্যক্তি এবং ক্ষেত্রবিশেষে উক্ত দলকে এই প্রতিযোগিতা থেকে অপসারণের ক্ষমতা রাখে।
৪/ প্রতি রাউন্ডে বিতর্ক শেষ হবার পর Oral Evaluation এর নির্দিষ্ট সময় শেষে আরো Evaluation দরকার হলে ব্যক্তিগতভাবে তারা বিচারক থেকে ব্যাখ্যা নিতে পারেন। এক্ষেত্রে কোনোভাবেই বিতর্ক প্রতিযোগিতা বিলম্বিত হবে না।
৫/ বিতর্ক প্রতিযোগিতাটির যেকোনো বিষয় এবং নিয়ম পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন, সংস্কার করার অধিকার আয়োজক কমিটি দ্বারা সংরক্ষিত।
যেকোনো প্রয়োজনে-
ইর্তেজা নূর আলবা
আহবায়ক
Open Sports Debate Championship 2024
মোবাইল - +8801891964089
Event Venue & Nearby Stays
Dhaka, Dhaka, Dhaka Division, Bangladesh