Advertisement
বাংলাদেশের স্বনামধন্য জাপানিজ ভাষা শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন ইনস্টিটিউট এবং একটি জাপান-বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠান এচিভ জাপানের উদ্যোগে বাংলাদেশে এই প্রথম ২৪ জানুয়ারি, ২০২৫ তারিখে, 3 Road 126 Lakeshore Heights, Gulshan, 1212 Dhaka, Bangladesh-এ আয়োজন করছে "ICON AWARD: FOR JAPAN FOUNDATION TEST (JFT) - A2 LEVEL PASSED SUCCESSFUL CANDIDATE" সংবর্ধনা অনুষ্ঠান।অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্যসমূহ:
- বাংলাদেশী যুবসমাজকে জাপানের জনশক্তি বাজারে - বিশেষ করে জাপান Specified Skilled Worker (SSW) প্রোগ্রামে দক্ষ কর্মী হিসাবে প্রস্তুত করতে অনুপ্রেরণা দেওয়া
- Japan Foundation Test (JFT) - A2 Level এ টেস্টে উত্তীর্ন সফল প্রার্থীদের সম্মাননা প্রদান
- জাপান SSW প্রোগ্রামে বাংলাদেশী কর্মীদের সম্ভাবনা বৃদ্ধি
অনুষ্ঠানের বিশেষ বৈশিষ্ট্য:
- জাপানিজ সংশ্লিষ্ট প্রতিনিধিদের উপস্থিতি
- সফল প্রার্থীদের জন্য জাপানি কোম্পানির সাক্ষাৎ সুযোগ
- দেশের মূলধারার মিডিয়া কভারেজ
Registration Link: https://tinyurl.com/iconawardjft
জাপান SSW প্রোগ্রামে বাংলাদেশ থেকে কর্মী প্রেরণে আমাদের অত্যাধুনিক পদ্ধতিতে জাপানিজ মানদণ্ড বজায় রেখে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে। Achieve Japan - তাই এই পেশাদারি মানদণ্ড এবং গুণগত দিকগুলি বজায় রেখে বাংলাদেশীদের জাপানিজ ভাষা এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়ে সার্বিক সহযোগিতার ধারা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ।
Advertisement
Event Venue & Nearby Stays
Lakeshore Heights, Lakeshore Heights, রোড ১২৬, ঢাকা, বাংলাদেশ,Dhaka, Bangladesh
Tickets