Advertisement
ইসলামিক আলোচনা, দোয়া মাহফিল এবং ইফতার আয়োজন_______________________________
পবিত্র মাহে রমজান উপলক্ষে টরন্টোর বাংলাদেশি কমিউনিটির সর্ববৃহৎ সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো প্রতি বছরের মতো এবারও বিশেষ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
এবারের মাহফিলটি অনুষ্ঠিত হবে:
📅 তারিখ: ৮ মার্চ, রোববার
📍 স্থান: বায়তুল আমান জামে মসজিদ
🏠 ঠিকানা: ৩৩১৪ ডানফোর্থ এভিনিউ, টরন্টো
জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর পক্ষ থেকে উক্ত ইফতার মাহফিলে অংশগ্রহণের জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
আমরা আন্তরিকভাবে আপনাদের উপস্থিতি কামনা করছি। আসুন, এই পবিত্র মাহে রমজানে একসঙ্গে ইফতার করি এবং মহান আল্লাহর রহমত ও মাগফিরাত কামনা করি।
আমন্ত্রণে:
🔹 আহ্বায়ক: হাবিবুর রহমান চৌধুরী
🔹 যুগ্ম-আহ্বায়ক: আসজাদ বখত চৌধুরী
🔹 সদস্য সচিব: আলী হোসেন
Advertisement
Event Venue & Nearby Stays
Baitul Aman Masjid, 3114 Danforth Ave,Toronto, Ontario, Canada
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.









