Advertisement
সুখবর। 🎉আয়োজিত হতে যাচ্ছে Icon Award 2025 🏆
ইভেন্ট তারিখঃ এপ্রিল ১৮, ২০২৫ 📅 (শুক্রবার) সন্ধ্যা ৬ঃ৩০ মিনিটে।
ভেন্যুঃ Crowne Plaza Dhaka Gulshan 🏢
যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরার জন্য এবং সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। 🙏
যারা আগে রেজিস্ট্রেশন করে সিলেক্ট হয়েছিলেন তাদের আবার কল দিয়ে কনফার্ম করা হবে। ☎️
যারা JFT - A2 পাস করেছেন কিন্তু এখনও রেজিস্ট্রেশন করেন নাই, তারা আজই রেজিস্ট্রেশন করে ফেলুন, মাত্র ১০ টি সিট ফাঁকা আছে। ⚠️ লিংকঃ https://forms.gle/Ne7zcd25KzQCykqd9
এছাড়াও আমরা বাংলাদেশের সেরা জাপানিজ স্কুল (প্রাইভেট সেক্টর) এবং সেরা বাংলাদেশী জাপানিজ ল্যাংগুয়েজ টিচার ক্যাটাগরিতে Icon Award দিচ্ছি। 🌟 তাই জাপানিজ ল্যাংগুয়েজ স্কুল এবং বাংলাদেশী জাপানিজ ল্যাংগুয়েজ টিচাররা আজই রেজিস্ট্রেশন করুন নিম্নের লিংকে। 👇
জাপানিজ ল্যাংগুয়েজ স্কুল - https://forms.gle/X9PTX6gcrJeTyaGx5 🏫
বাংলাদেশী জাপানিজ ল্যাংগুয়েজ টিচার - https://forms.gle/KNW3mCpdVdZLPwHJ7 👨🏫
অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্যসমূহ: 🎯
- বাংলাদেশী যুবসমাজকে জাপানের জনশক্তি বাজারে - বিশেষ করে জাপান Specified Skilled Worker (SSW) প্রোগ্রামে দক্ষ কর্মী হিসাবে প্রস্তুত করতে অনুপ্রেরণা দেওয়া
- Japan Foundation Test (JFT) - A2 Level এ টেস্টে উত্তীর্ণ সফল প্রার্থীদের সম্মাননা প্রদান
- জাপানিজ ল্যাংগুয়েজ স্কুলগুলোর গুণগত মান উন্নয়নের জন্য অনুপ্রেরণা ও দিক নির্দেশনা
- বাংলাদেশী জাপানিজ ল্যাংগুয়েজ টিচারদের আরো দক্ষ করে তোলা এবং অনুপ্রেরণা প্রদান।
- জাপান SSW প্রোগ্রামে বাংলাদেশী কর্মীদের সম্ভাবনা বৃদ্ধি
অনুষ্ঠানের বিশেষ বৈশিষ্ট্য: ✨
- জাপানিজ সংশ্লিষ্ট প্রতিনিধিদের উপস্থিতি 🇯🇵
- সফল প্রার্থীদের জন্য জাপানি কোম্পানির সাক্ষাৎ সুযোগ 🤝
- দেশের মূলধারার মিডিয়া কভারেজ 📺
"ICON AWARD 2025" সংবর্ধনা অনুষ্ঠানে রেজিস্ট্রেশন করতে প্রয়োজন - 📝
১। আপনার পাসপোর্ট সাইজের একটি ছবি। 🖼️
২। JAPAN FOUNDATION TEST - A2 LEVEL সার্টিফিকেট কপি। 📄
৩। পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সার্টিফিকেট কপি। 🪪
৪।উপরে উল্লেখিত ডকুমেন্ট এখানে দেওয়া লিংকে ফর্মে আপলোড দিয়ে ফর্ম ফিলআপ করে মাত্র ৫ মিনিটে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। ⏱️
জাপান SSW প্রোগ্রামে বাংলাদেশ থেকে কর্মী প্রেরণে আমাদের অত্যাধুনিক পদ্ধতিতে জাপানিজ মানদণ্ড বজায় রেখে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে। Achieve Japan - তাই এই পেশাদারি মানদণ্ড এবং গুণগত দিকগুলি বজায় রেখে বাংলাদেশীদের জাপানিজ ভাষা এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়ে সার্বিক সহযোগিতার ধারা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। 🌱
"ICON AWARD 2025" সংবর্ধনা অনুষ্ঠানের যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুন: 📞
যোগাযোগ নম্বরঃ
+88 02-55123797
+88 01318304512
হোয়াটস্যাপঃ +880 1581-401878
ইমেইলঃ [email protected] 📧
ঠিকানাঃ সুট-২/এ, বাড়ি নং ১১, ব্লক-বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯ 📍
ভিজিটঃ https://achievejapanssw.com/ 🌐
#IconAward2025 #AchieveJapan #JapaneseLanguage #SSW #JapanFoundationTest
https://www.facebook.com/share/18GD6bKooT/
Advertisement
Event Venue & Nearby Stays
Crowne Plaza Dhaka Gulshan, Crowne Plaza Dhaka Gulshan, an Ihg Hotel, কামাল আতার্তুক এভিনিউ, ঢাকা, বাংলাদেশ,Dhaka, Bangladesh
Tickets