Advertisement
🚵🏻♂ এসডিসি বাইক প্যাকিং রি-ফ্রেশ রাইড টু শ্রীমঙ্গল / রেমা- কালেঙ্গা🛣️🖐️👉 ৩ রাত - ২দিন, যাওয়া - আসা বাসে করে।
📝বৃহস্পতিবার ১৭ই এপ্রিল, ২০২৫ইং
📢🇧🇩মিটিং পয়েন্ট :- সায়েদাবাদ হুজুরের বাড়ীর গেট।
🕕মিটিং টাইম : রাত ৮:৩০ মিনিট
🕕বাসে যাত্রা শুরু : রাত ১০:০০ মিনিট
🚧 ২ দিনে রাইড এর পরিসীমা : ১১০+ কিমি
🚏গন্তব্যঃ শ্রীমঙ্গল (শ্রীমঙ্গলের আশপাশে এক্সপ্লোর) এবং রেমা- কালেঙ্গা।
🕙🚍 ১৭ই এপ্রিল, ২০২৫ বৃহস্পতিবার রাত ১০:০০ টায় বাস ছেড়ে ১৮ই এপ্রিল ২০২৫, শুক্রবার ভোর ৫টার দিকে শ্রীমঙ্গল পানসী রেষ্টুরেন্টের সামনে নামবো, সবার সাইকেল রেডি করে পানসীতে নাস্তা করবো, তারপর ১ম দিনের রাইড শুরু।
🔰👉 পানসী থেকে রাইড শুরু করে আমরা চলে যাবো আমাদের ১ম স্পট ⏩গরম টিলায়, সেখান থেকে ২য় স্পট ⏩চম্পা লেক, তারপর সরাসরি হোটেলে।
✅🏢শ্রীমঙ্গল হোটেলে চেকইন করে, গোসল, নামাজ, খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে যাবো শ্রীমঙ্গলের ৩য় স্পট ⏩হরিন ছড়া (পাইনবন) , ⏩ হরিন ছড়া (গলফ মাঠ). সেখান থেকে ফিরে বিকেলে / সন্ধার পর সবাই মিলে চিল করে রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই হোটেলের নির্ধারিত রুমে গুমিয়ে পড়বো।
✅🚲⛰️ ২য় দিন, শনিবার ১৯ই এপ্রিল ২০২৫ইং সকালে হোটেল চেক আউট করে সবার ব্যাগপত্র বাসে রেখে আমরা নাস্তা শেষ করে সবাই রেডি হয়ে ২য় দিনের রাইড শুরু করবো ⏩ সিন্দুরখান হয়ে রেমা-কালেঙ্গার উদ্দেশ্যে। সুবিদাজনক স্থানে আমরা দুপুরের 🍚খাবার খেয়ে নিব, তবে চেষ্টা থাকবে চুনারুঘাট বাজারে গিয়ে দুপুরের খাবার খাওয়ার।
🚲🚲👉চুনারুঘাট থেকে আমরা চলে যাবো শায়েস্তগঞ্জ, শায়েস্তগঞ্জ থেকে বাসে ঢাকায় ফিরবো, শায়েস্তাগঞ্জ এ অবস্থানরত বাসে সাইকেল প্যাকিং করে রাতের খাবার খেয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব।
✅🔰ইভেন্ট ফি (খাওয়া খরচ বাদে) ১৯০০৳ (যাওয়া আসার রিজার্ভ বাস ভাড়া+ হোটেল ভাড়া)
✅🔰উক্ত ইভেন্টে আপনার যাত্রা নিশ্চিত করতে বুকিং করুন।
➡️🖐️বুকিং ক্যাপাসিটি 👉৩৮জন।
♻️বুকিং কনফার্ম করতে ১০২০৳ (এক হাজার বিশ টাকা) {অফেরতযোগ্য} সেন্ড মানি করুন নিচের বিকাশ/ নগদ নাম্বারে।
📌📝 বুকিং করার শেষ সময়: ২৮শে মার্চ ২০২৫।
🪪✅ARIF 📲01715458006 (Bkash/ Nogod Personal)
☝🏻☝🏻 অবশ্যই অতিরিক্ত টিউব রাখতে হবে (বাধ্যতামুলক), প্যাচকিট নিয়ে নিবেন (যদি থাকে)।
🙏🏻 👉👉বিঃ দ্রঃ
👨🏻🏫 অবশ্যই আপনার সাইকেলটি ১০০% ঠিক থাকতে হবে, চেইন লুব করা, চাকায় সঠিক পরিমাপে হাওয়া দেয়া থাকতে হবে এবং রাইডের আগে প্রয়োজনীয় সার্ভিসিং করে রাখবেন
🖐👉☝️ প্রতিকুল পরিবেশ এবং আবহাওয়ার কারনে রাইডটির ধরন পরিবর্তন হতে পারে। বৃষ্টির কথা মাথায় রেখে সেইভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে।
----------------------------------
🦸🏻♂ রাইড পরিচালনায় থাকবেন
📲Arifur Rahman- 01715458006
📲Dipta Chakraborty-
01685880542
📲Al Mahmud Tusher - 01620604215
📲Mahid Ahmed Tonmoy - 01745288881
⛔ হেলমেট ছাড়া রাইডে আসলে গার্ড অব অনর স্বরুপ সস্মমানে বাড়ি পাঠিয়ে দেয়া হবে।
⛔ ১৮ বছরের কম বয়সী দের অভিভাবকদের অনুমতি নিয়ে আসার অনুরোধ রইলো।
💥সতর্কবাণী:
আমি এই ইভেন্টের ধরণ বুঝেছি এবং নিয়মাবলী পড়েছি। আমি একমত যে, আমি নিজদায়িত্বে ইভেন্টে অংশগ্রহণ করছি এবং নিজের নিরাপত্তা ও কার্যকর্মের সব দায় দায়িত্ব আমি নিজে নিচ্ছি। যে কোন অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনার জন্য South Dhaka Cyclists -এর এডমিন, মডারেটর বা সদস্যদের দায়ী করবোনা বা তারা দায়ী নয়।
Advertisement
Event Venue & Nearby Stays
139/2/A, Provatibag Society, Khilgaon, Dhaka., Dhaka, Dhaka Division, Bangladesh