Advertisement
পঁচিশে জয়ধ্বনি - ৬ষ্ঠ আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব ও আন্তঃবিশ্ববিদ্যালয় অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫"- রজতজয়ন্তীর গৌরবময় প্রাপ্তির যাত্রায় এক বিশেষ আয়োজন।জয়ধ্বনির গৌরবময় ২৫ বছর পূর্তিকে (রজতজয়ন্তী) কেন্দ্র করে আয়োজন করা হচ্ছে দুই দিনের বর্ণিল সাংস্কৃতিক মহোৎসব- “ পঁচিশে জয়ধ্বনি-৬ষ্ঠ আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব ও আন্তঃবিশ্ববিদ্যালয় অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫"
অনুষ্ঠানের মূল ধাপসমূহ:
অনলাইন আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা – নভেম্বর ২০২৫।
বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা।
তিনটি বিভাগে প্রতিযোগিতা হবে -
• নৃত্য
• সংগীত
• আবৃত্তি
অংশগ্রহণকারীদের নির্ধারিত সময়ের মধ্যে ভিডিও সাবমিট করতে হবে। সেরা প্রতিযোগীদের নাম উৎসব মঞ্চে ঘোষণা করা হবে।
• ৪ ডিসেম্বর ২০২৫-
আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব:
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী সাংস্কৃতিক পরিবেশনা, শিল্পকলা, সৃজনশীলতা ও ঐতিহ্যের সম্মিলনে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে রজতজয়ন্তীর প্রথম দিন।
• ৫ ডিসেম্বর ২০২৫ - এলামনাই রিইউনিয়ন ও সাংস্কৃতিক পরিবেশনা:
জয়ধ্বনি'র এলামনাই ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলনমেলা, স্মৃতিচারণ, বন্ধন সুদৃঢ় করা এবং নান্দনিক সাংস্কৃতিক পরিবেশনায় রজতজয়ন্তীর আনন্দ দ্বিগুণ করবে এই বিশেষ দিনটি।
২৫ বছরের সাফল্য, গৌরব ও ঐতিহ্যের আলোয় আমরা সবাই একসাথে মিলিত হবো আমাদের এই রজতজয়ন্তী উৎসবে।
আপনাদের আন্তরিক অংশগ্রহণই এই আয়োজনকে করবে আরও স্মরণীয়, আরও বর্ণিল।
Advertisement
Event Venue & Nearby Stays
Chittagong University of Engineering & Technology(CUET), Kaptai road, Pahartali, Raozan, Chittagong - 4349,Chittagong, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.





