Advertisement
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। "Exploring The Beauty of Sylhet-Tour-03" এর ডিটেইলস।
আল আরাফাহ্ এক্সপ্রেসের ম্যনেজমেন্ট এর সহযোগীতায় ৩য় বারের মতো আমরা আবারো যাচ্ছি সিলেটের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে। এটিই হচ্ছে সকলে একসাথে মিলিত হওয়ার আরেকটি সুযোগ। মিস করবেন নাহ নিশ্চয়ই!!!
✅ট্যুরের বিস্তারিতঃ
🔜যাত্রা শুরুঃ ৬ ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার।
🔚যাত্রা শেষঃ ৯ ফেব্রুয়ারী রোজ রবিবার সকাল।
🔜গাড়ি ছাড়ার সময়ঃ রাত ৯ টা
↪️গাড়ি ছাড়ার স্থানঃ সায়েদাবাদ বাস স্ট্যান্ড।
(আল-আরাফাহ এক্সপ্রেস কাউন্টার সংলগ্ন)
✅গন্তব্যঃ সিলেট।
🚩স্পট সমূহঃ
🔴১ম দিনঃ জাফলং, লালাখাল,তামাবিল বর্ডার,চা বাগান।
🔴২য় দিনঃ সাদাপাথর, মালনীছড়া, মাজারসমূহ।
🟥 ট্যুর ফিঃ ২,৯৯৯/- মাত্র
🟢এই খরচে যা যা থাকবেঃ
- ঢাকা-সিলেট-ঢাকা রিজার্ভ বাস।
- লোকাল ট্রান্সপোর্ট।
- ৬ বেলা মানসম্মত খাবার।(সকাল,দুপুর,রাত)
-প্রিমিয়াম টি-শার্ট।
- সারপ্রাইজ তো থাকছেই। (গোপনীয়)
🔴যা যা থাকবে নাঃ
- কোন ব্যক্তিগত খরচ
- কোন ঔষধ।
- সিলেট হাইওয়ের যাত্রা বিরতিতে খাবার।
- প্যাকেজের বাইরে কোন খাবার খেলে বা অন্য কোন খরচ করলে।
🆘 ট্যুরে যা যা নেয়া প্রয়োজনঃ
★ ফোন ও ক্যামেরার জন্য ওয়াটারপ্রুফ ব্যাগ।
★ স্যালাইন, গ্লুকোজ, ড্রাই ফ্রুড।
★ পাওয়ার ব্যাংক।
★ রোদ কিংবা বৃষ্টি থেকে রেহাই পেতে ছাতা।
★ব্যক্তিগত ঔষধ।
★ শীতকালীন প্রয়োজনীয় জামা-কাপড়।
🆘আমাদের প্ল্যানঃ
✅ সকলে রাত ৮ টার সময় সায়েদাবাদে উপস্থিত থাকবেন। সায়েদাবাদ থেকে সবাই একসাথ হয়ে নির্দিষ্ট সময়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো।
✅সিলেটে গিয়ে ফজরের নামাজ আদায় করবো ইনশাআল্লাহ।
✅ আমাদের রিজার্ভকৃত হোটেল/রিসোর্টে প্যানেলের সিদ্ধান্ত অনুযায়ী রুম সেট করে দেওয়া হবে।
✅ সবাই ফ্রেশ হয়ে নাস্তা করে ১ম দিনের স্পটের উদ্দেশ্যে রওনা হয়ে পড়বো।
✅ ১ম দিনের স্পটেই দুপুরের খাবার খেয়ে ১ম দিনের বাকি স্পটে চলে যাবো, এভাবে আমরা আমাদের নির্ধারিত স্পট গুলো কভার করে আবার হোটেলে চলে আসবো।
✅২য় দিন সকাল ৬:৩০/৭ টার সময় বেরিয়ে পড়বো হোটেল থেকে সকালের নাস্তা সেরে চলে যাবো ২য় দিনের স্পট গুলো কভার করতে।
✅নিয়মাবলিঃ (যা অবশ্যই মেনে চলতে হবে)
✔গাড়িতে ধুমপান নিষেধ।
✔ট্যুরের প্যানেলের সিদ্বান্তই মুখ্য।
✔অশালীন আচরণ/মন্তব্য করা যাবে না।
✔সম্মান ও সামঞ্জস্য বজায় রেখে থাকতে হবে।
✔গন্তব্যে গিয়ে কোথাও যেতে চাইলে প্যানেলকে জানিয়ে যেতে হবে।
ট্যুর সম্পর্কে বিভিন্ন আপডেট জানতে যোগাযোগ করুন।
রবিউলঃ 01877-935656 (এডমিন)
সোহানঃ 01818-252824 (মডারেটর)
#Team_Arafah_tour-03
Advertisement
Event Venue & Nearby Stays
Sayedabad Bus Terminal, Dhaka, Bangladesh