Advertisement
? নতুন প্রোগ্রামার তৈরী করা ডিআইউ সিপিসির অন্যতম একটি লক্ষ্য, যার ধারাবাহিকতায় ডিআইউ সিপিসি নতুনদের জন্য প্রতি সেমিস্টারে আয়োজন করে আসছে “DIU Take-Off Programming Contest, Fall 2022” যা দিয়ে আপনি আপনার প্রোগ্রামিং স্কিলকে এক ধাপ এগিয়ে নিতে পারেন।? শুধু মাত্র প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সেমিস্টার (L1-T1, L1-T2, L1-T3) এর শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
?রেজিস্ট্রেশন ফি: ৪০০ /= (চারশত টাকা)
?মোট আসন: প্রিলিমিনারী রাউন্ডে ২,৭০০ আসন এবং ফাইনাল রাউন্ডে ৬০০ টি আসন রয়েছে (প্রিলিমিনারী রাউন্ডের পর নির্বাচিত ৬০০+ প্রতিযোগীকে ফাইনাল রাউন্ডে সুযোগ দেয়া হবে)
?রেজিস্ট্রেশন ডেডলাইন: আজ থেকে শুরু হয়ে চলবে ১৪ নভেম্বর (Extended), ২০২২ পর্যন্ত
?রেজিস্ট্রেশন ফর্ম লিংক: https://forms.gle/pZehJmSFwVjk2TDg8
?কেউ চাইলে সরাসরি বুথ থেকেও রেজিস্ট্রেশন করতে পারবে।
?বুথ বসার তারিখ: ১০ নভেম্বর ২০২২ থেকে, ১৩ নভেম্বর, ২০২২
?বুথ ০১: সিএসই ডিপার্টমেন্টের পাশে, এবি৪ বিল্ডিং
?বুথ ০২: রুম ৩১১, এবি৪ বিল্ডিং
?মক প্রতিযোগিতার তারিখ: ১৭ নভেম্বর, ২০২২
?প্রিলিমিনারী রাউন্ড: ১৮-১৯ নভেম্বর, ২০২২
?মূল প্রতিযোগিতার তারিখ: ০২রা ডিসেম্বর, ২০২২
?প্রতিযোগিতার জন্য মোট পুরস্কার: ৩৬০০০ /= (ছত্রিশ হাজার টাকা)
?কন্টেস্টে অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য রয়েছে টি-শার্ট এবং কন্টেস্ট ডে তে স্ন্যাকসের ব্যবস্থা।
** কন্টেস্টে অংশগ্রহণকারী প্রত্যেকে ডিপার্টমেন্ট থেকে সার্টিফিকেট পাবেন।
আরো বিস্তারিত জানার জন্য ইভেন্ট পেইজে পোস্ট করুন।
?পূর্ববর্তী প্রবলেম সেট: https://cutt.ly/IMwy4ai
?যে কোনো প্রয়োজনে:
মোঃ গালিব হোসেন
ভাইস প্রেসিডেন্ট
এসিএম উইং, ডিআইইউ সিপিসি
মোবাইল: ০১৭০৪৩৯৩০৯২
ই-মেইল: [email protected]
মাসুম বিন হোসেন
ভাইস প্রেসিডেন্ট
এসিএম উইং, ডিআইইউ সিপিসি
মোবাইল: ০১৮৫০৪১৬৭০১
ই-মেইল: [email protected]
Advertisement
Event Venue & Nearby Stays
Daffodil International University, Daffodil International University, Daffodil Smart City, Ashulia, Dhaka, Bangladesh,Dhaka, Bangladesh