Advertisement
দেশ তো কেবলি একটি ভৌগোলিক সীমারেখা নয়, একটা পতকা অথবা একটা পাসপোর্ট ও নয়। দেশ চোখ বুজে সময়ে অসময়ে ভালোবাসতে পারা একটা অনুভুতির মত অন্তহীন, দেশ স্বজনের সাবলীল সংস্পর্শের মত সুখকর, দেশ হৃদয়ের অতলান্ত ছুঁয়ে থাকা একটা অনবদ্য উপলব্ধি। আমরা যত উপরেই উড়ে বেড়াই না কেনো অথবা যত গভীরেই সাঁতরাই, যত আলোতেই উদ্ভাসিত হই না কেনো অথবা যত অন্ধকারেই পথ হারাই, দেশ থাকে মনের গহীনে অম্লান, অমলিন। আমরা দেশ ছেড়ে আসি, দেশ আমাদের ছেড়ে কোথাও যায় না।এই সন্ধ্যার সঙ্গীতে, এই আলোর আনন্দধারায়, এই রুপ, বর্ণে আর গন্ধে আসুন আমরা সেই দেশকেই দেখে আসি আরেকবার, নতুন রুপে, নতুন ভালবাসায় মোড়ানো ব্যাঞ্জনে।
হিউস্টন দুর্গা বাড়িতে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশান এর আয়োজিত অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।
Advertisement
Event Venue & Nearby Stays
Sur Auditorium, 13944 Schiller Rd, Houston, TX 77082-4704, United States, Alief
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.











