Advertisement
টরন্টো‘র প্রিয় নাট্যকর্মী সুধীজন, বাংলাদেশের প্রখ্যাত নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মামুনুর রশীদ এর উত্তর আমেরিকা ভ্রমণের এই পর্যায়ে আগামী ৬ সেপ্টেম্বর শনিবার, টরন্টোয় তাঁর একক নাটক "তুম্বা ও প্রতিবেশী" মঞ্চস্থ করবেন। পরদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত একটি বিশেষ নাট্য কর্মশালা পরিচালনা করবেন।আশাকরি টরন্টোর সকল নাট্যকর্মীগণ এই বিশেষ সুযোগ গ্রহন করে ঋদ্ধ করবেন। দেখা হবে নিশ্চয়।
নাট্য কর্মশালা যৌথভাবে ম্যাক থিয়েটার এবং অনডায়লগ। কর্মশালায় অংশগ্রহণের আগ্রহী সকলকে অগ্রীম নিবন্ধনের জন্য সরাসরি যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে।
মাহমুদুল ইসলাম সেলিমঃ (Workshop Co-ordinator)
647 913 5935, [email protected]
সেলিম চৌধুরীঃ 437 928 9271, [email protected]
সুব্রত পুরুঃ 647 857 5408, [email protected]
Advertisement
Event Venue & Nearby Stays
Bangladesh Centre and Community Services - BCCS, 2670 Danforth Ave, Toronto, ON M4C 1L7, Canada