Advertisement
স্মৃতির ক্যাম্পাসে ফেরার ডাকনৃবিজ্ঞান বিভাগের ৩০ বছর পূর্তি ও গ্র্যান্ড রিইউনিয়ন🎉🎉
প্রিয় সাস্ট নৃবিজ্ঞান পরিবার,
শাবিপ্রবি’র সবুজ টিলা আর চেনা ক্যাম্পাসে আমাদের কত স্মৃতি, কত আড্ডা, আর কত না বলা গল্প জমে আছে! দেখতে দেখতে আমাদের প্রাণের বিভাগটি তার গৌরবের ৩০ বছর পূর্ণ করতে যাচ্ছে। এই আনন্দঘন মুহূর্তটি স্মরণীয় করে রাখতে নৃবিজ্ঞান বিভাগ এবং অ্যানথ্রোপোলজি এলামনাই অ্যাসোসিয়েশন,সাস্ট (AAA,S) এর যৌথ ব্যবস্থাপনায় আয়োজন করতে যাচ্ছি "৩০ বছর পূর্তি ও গ্র্যান্ড রিইউনিয়ন"।
আসুন, আগামী ৩০ ও ৩১ জানুয়ারি ২০২৬, আমরা আবার মিলিত হই সেই চেনা আঙিনায়। পুরনো বন্ধুদের সাথে আড্ডা, স্মৃতিচারণ আর নতুন উদ্দীপনায় মুখর হয়ে উঠুক আমাদের প্রিয় ক্যাম্পাস।
এই মহামিলনমেলার অংশ হতে আজই আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
📅 *রেজিস্ট্রেশনের শেষ সময়:* ৩১ ডিসেম্বর ২০২৫ 🔗 রেজিস্ট্রেশন লিংক:
https://aaasust.org/events/232
🌐 ওয়েবসাইট: https://aaasust.org/
*প্রয়োজনে যোগাযোগ করুন:*
📞 পলাশ: ০১৭৮৭ ৫৬৩০৩০
📞 শরীফ: ০১৭১৭ ৫০৮০০৪
📞 বুলবুল: ০১৮৮৬ ০২৩৯১০
📞 তান্না: ০১৭১৪ ৪৮২৯৫০
📞 মুরাদ: ০১৭২৩ ৫৬৫৯১৬
📞 উজ্জ্বল: ০১৯২২ ৭২৩১২৬
📞 ফকির আতিক: ০১৯২৩৮২১১৯৯
📞 অনিন্দ্য: ০১৭৭৩ ৬৬৫১৫০
📞 দীপ্ত: ০১৭৮৩৪২০৯৮৭
📞 সাদিক: ০১৭০৯ ০২৫২৮৯
দেখা হচ্ছে প্রাণের ক্যাম্পাসে!
Advertisement
Event Venue & Nearby Stays
Shahjalal University of Science & Technology-SUST, Sylhet, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.






